নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
লিভিং ট্রাস্ট --২
লিভিং ট্রাস্ট কি রেজিস্ট্রি করতে হয় বা ট্রাস্ট দলিলটা কোথায় সংরক্ষিত থাকে?
গ্রান্টর মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা ট্রাস্ট দলিলটা খোঁজ করে, সম্পত্তির বিলি বণ্টনের জন্য। যুক্তরাষ্ট্রের কোন স্টেটেই ট্রাস্ট দলিল রেজিস্ট্রি করার বা সংরক্ষণ করার কোন অফিস নাই। অধিকাংশ মানুষই উইলের মত ট্রাস্ট দলিলকেও তাদের নিজ নিজ বাসায় অন্যান্য দরকারি দলিলপত্রের সাথেই আলমারিতে বা ড্রয়ারে সংরক্ষণ করে রাখে।
খোঁজাখুঁজির পরেও যদি ট্রাস্ট দলিল না পাওয়া যায়, তা হলে ধরে নেয়া হবে মৃত ব্যক্তি কোন লিভিং ট্রাস্ট করেন নাই। সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের বিধান মত তার উত্তরাধিকারীদের কাছে বণ্টন হবে। তবে ট্রাস্ট দলিল না পাওয়া গেলেও ট্রাস্টের অস্তিত্ব আছে কি নাই, তা বোঝা যাবে ব্যাংক স্টেটমেন্ট থেকে। ব্যাংক স্টেটমেন্ট সাধারণত এই ভাবে লেখা থাকে, "এলেন স্মিত, ট্রাস্টি এলেন স্মিত ট্রাস্ট" । ট্রাস্টের অস্তিত্ব আছে প্রমাণ হওয়ার পরও যদি ট্রাস্ট দলিল না পাওয়া যায় সেই ক্ষেত্রে আদালতের আদেশের মাধ্যমে উত্তরাধিকারীদের কাছে সম্পত্তি হস্তান্তরিত হবে।
ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ১ম পর্ব
ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ২য় পর্ব
ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৩য় পর্ব
ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৪র্থ পর্ব
ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৬ষ্ঠ পর্ব
১৮ ই মে, ২০১৮ রাত ১২:৫২
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
একেক দেশের একেক আইন।
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: চমৎকার আইন।