নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
কেউ কি দুইবার করোনাভাইরাস আক্রান্ত হতে পারে?
চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
কোন কোন স্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করেন যে পুনরায় সংক্রমণ ঘটে নাই বরং পরীক্ষায় ত্রুটি হওয়ার কারণে এই ধরণের পজিটিভ রেজাল্ট এসেছে।
ডাঃ অ্যান্টনি ফৌচি বলেছেন, "সম্ভবত যে একবার আক্রান্ত হন তার আর দ্বিতীয় বার হবে না। ডাঃ অ্যান্টনি স্টিফেন ফৌচি একজন আমেরিকান চিকিৎসক এবং ইমিউনোলজিস্ট। তিনি আমেরিকাতে ন্যাশনাল ইন্সটিটিউট অ্যালার্জি এবং সংক্রামক রোগের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।
লস অ্যাঞ্জেলস টাইমসের খবরে বলা হয় চিনে প্রায় ১০০ জনের মত রোগী যারা দ্বিতীয় বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
অন্তত একটা উদাহরণে দেয়া যায় এই মাসের শুরুর দিকে চীনের উহান শহরে একজন ৩৬ বছর বয়সী ব্যক্তি মারা গিয়েছিলেন, যাকে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়ার পর ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দেয়ার ৫ দিন পর সে পুনরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়। চীনের গুয়াংডং প্রদেশে স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন যে ঐ প্রদেশে ১৪ শতাংশ মানুষ পুনরায় আক্রান্ত হয়েছে।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এবং প্যাথলজি বিভাগের অধ্যাপক ফিলিপ তিরনো রয়টার্সকে বলেছেন, "একবার সংক্রমণ হয়ে গেলে ভাইরাসটি লক্ষণ প্রকাশ না করে সুপ্ত থাকতে পারে।তারপর যখন ভাইরাসটি ফুসফুসে প্রবেশ করবে তখন রোগ লক্ষণ দেখা যাবে।"
লস অ্যাঞ্জেলস টাইমসের মতে, দ্বিতীয়বারে পুনরায় সংক্রমণ অসম্ভব। তাদের মতে পরীক্ষা-নিরীক্ষার ত্রুটি থাকার ফলে রেজাল্ট নেগেটিভ আসাতে কোন রুগী সুস্থ হয়ে গেছে মনে করে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। পরে মনে করা হচ্ছে সে দ্বিতীয় বার আক্রান্ত হয়েছে। আসলে সে একবারই আক্রান্ত হয়েছে।
হংকংয়ের বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথের পরিচালক কেজি ফুকুদা লস অ্যাঞ্জেলস টাইমসকে বলেছেন, "কেউ যদি একবার কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হন, তাহলে ঐ ব্যক্তির সেই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক ভাবে কাজ করে তা হলে ওই ভাইরাস দ্বারা দ্বিতীয় বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই।"
ফুকুদা তার গবেষণাপত্রে বলেছেন, রোগী সুস্থ হয়ে যাওয়ার পর তার শরীরে ভাইরাসের কণা সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে, যা পরে পুনরায় পরীক্ষার সময় পজিটিভ দেখতে পারে। টেস্টে হয়তো পজিটিভ আসবে কিন্তু আসলে কোন ইনফেকশন নাই।"
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের হাউস ওভারসাইট ও রিফর্ম কমিটির এক শুনানিতে ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি এবং সংক্রামক রোগের পরিচালক অ্যান্টনি ফাউচিকে এই প্রশ্নটা জিজ্ঞাস করা হয়েছিল। তিন বলেছেন, "আমরা এটি আনুষ্ঠানিকভাবে প্রমাণ করতে পারি নি, তবে সম্ভবত অন্যান্য ভাইরাসের মতোই হবে। কারণ এটি অন্য ভাইরাসের মতো কাজ করে, কেউ সুস্থ হয়ে গেলে গেলে পুনরায় সংক্রামিত হবেন না।"
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৪
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আপনারা যত সহজে বলে দিতে পারেন, পারে।
গবেষকরা এত সহজে বলতে পারে না।
২| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
ভালো বিষয়ে লিখেছেন, ধন্যবাদ
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৬
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ভালো থাকেন।
জানার চেষ্টা করছি।
সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি।
৩| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৭
নেওয়াজ আলি বলেছেন: পেপারে দেখেছি হয়েছে
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৭
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
পেপারে উঠেছে।
গবেষকরা দেখছেন।
তবে গবেষকদের মতে হওয়ার কথা না।
৪| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০৬
শের শায়রী বলেছেন: দেখুন শিবচরে সুস্থ হয়ে ওঠা ৩ জন আবার করোনায় আক্রান্ত
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
গবেষকরা এই জিনিসটাই দেখছেন।
এটা কি টেস্টের ভুল?
না, আসলেই আবার হয়েছে?
তবে গবেষকদের মতে দ্বিতীয় বার হওয়ার কথা না।
৫| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৯
মা.হাসান বলেছেন: রক্তের হোয়াইট ব্লাড সেল এর লিম্ফোসাইট শরীরে ঢোকা ভাইরাসকে এটাক করার জন্য একটা প্রোটিন তৈরি করে, এটাই অ্যান্টিবডি। রক্তে এন্টিবডির মেমোরি রয়ে যায়, কাজেই ওই ভাইরাস আবার অ্যাটাক করলে এই এন্টি বডি অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার কথা। ডেঙ্গু ভাইরাস এর আগে অন্য কোনো ভাইরাস দেখা যায়নি যেটা একবারের বেশি মানুষকে এটাক করতে পারে। চীনের কিট নিয়ে কিছু দুর্নাম আছে, তবে কোরিয়া বা জাপানের টেকনোলজি অনেক ভালো। কাজেই এক ব্যক্তির একাধিক বার আক্রান্ত হওয়ার ঘটনা সম্পূর্ণ উড়িয়ে দেয়া যায় না। ভাইরাস টা কোনভাবে মডিফাই হয়ে গেলে এটা হতে পারে , ইমিউনো সাপ্রেসিভ ড্রাগের জন্য হতে পারে, আমাদের অজানা কোনো কারণে হতে পারে। কোভিড-১৯ সম্পর্কে আমাদের জ্ঞান অনেক কম। নিশ্চিত ভাবে বলা মুশকিল। কলাবাগান ভাইয়ের একটা ভালো পোস্ট আছে এসংক্রান্ত, দেখতে পারেনঃ
ডেংগু ভ্যাকসিন-Dengvaxia এর প্রবলেম
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
গবেষকরা এই কথাই বলছেন।
একবার হলে এন্টিবডি তৈরি হলে দ্বিতীয় বার হওয়ার কথা না।
কিন্তু কিছু খবর এসেছে দ্বিতীয় বার হয়েছে।
কোন কোন গবেষক মনে করছেন টেস্টের কোন ত্রুটি আছে।
যখন টেস্টে নেগেটিভ দেখা গেছে আসলে তখন পজিটিভ ছিল।
আবার কোন কোন গবেষক বলছেন ভাল হয়ে যাওয়ার পর ভাইরাসের কিছু প্রোটিন কণা থেকে যেতে পারে। যা পরে পরীক্ষার সময় পজিটিভ দেখাচ্ছে। আসলে এগুলি ভাইরাস না। ইত্যাদি।
আপনি ঠিক বলেছেন, এখনও গবেষণা হচ্ছে। পরে আরো নিশ্চিত ভাবে জানা যাবে।
৬| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: পারে খুব পারে খবর তো সে রকম ই।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪৬
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আপনারা যত সহজে বলে দিতে পারেন,
গবেষকরা এত সহজে বলতে পারে না।
৭| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: কবে মুক্তি মিলবে রি করোনা থেকে।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪৭
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
সময় লাগবে।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: পারে।