নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

যতসব করোনা ভ্যাক্সিন

০৭ ই মে, ২০২০ রাত ১১:২০

যতসব করোনা ভ্যাক্সিন:



১. আমেরিকার মডার্না বায়োটেকনোলজি কোম্পানি (Moderna) mRNA-1273 নামের একটা করোনা ভ্যাক্সিন আবিষ্কার করে ভ্যাক্সিন আবিষ্কারের দৌড়ে এগিয়ে আছে। মার্চের ১৬ তারিখ সর্বপ্রথম জেনিফার হ্যালার নামে একজন নারী স্বেচ্ছাসেবীকে এই ভ্যাক্সিন প্রদানের মাধ্যমে হিউম্যান ট্রায়ালের সূচনা করে।



২. আমেরিকার আরেকটি জৈবপ্রযুক্তি কোম্পানি ইনভিও ফার্মাসিউটিক্যালস (Inovio Pharmaceuticals) INO-4800 নামের একটা ভ্যাক্সিন আবিষ্কার করেছে। তারা ইতোমধ্যে মানুষের উপর এই ভ্যাক্সিনের পরীক্ষা শুরু করেছে।



৩. আমেরিকার জনসন এন্ড জনসন কোম্পানি (Johnson & Johnson) তাদের আবিষ্কৃত AdVac এবং PER.C6 টেকনোলজি ব্যবহার করে তারা নতুন একটা ভ্যাক্সিন আবিষ্কার করেছে। মনে করা হচ্ছে ভ্যাক্সিন দৌড়ে এটা সবচেয়ে এগিয়ে আছে।



৪. আমেরিকার আরেকটি কোম্পানি নোভাভেক্স (Novavax) একটি ভ্যাক্সিন আবিষ্কার করেছে। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই গবেষণার জন্য তহবিল যোগান দেয়। এর আগে এই কোম্পানি সফল ভাবে অনেক ভ্যাক্সিন আবিষ্কার করেছে, যেমন NanoFlu নামে ফ্লু ভ্যাক্সিন এবং ResVax নামের রেসপিরেটরি সিনসিসউল ভাইরাস বা RSV ভ্যাক্সিন এবং এবোলার ভ্যাক্সিন।



৫. যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইন্সটিটিউট ChAdOx1 nCoV-19 নামের একটা ভ্যাক্সিন আবিষ্কার করেছে। গত ২৩ এপ্রিল থেকে মানুষের উপর ট্রায়াল শুরু করেছে। প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে এলিসা গ্র্যানাটোর উপর এই ট্রায়াল ভ্যাক্সিন প্রয়োগ করা হয়। এখন পর্যন্ত দুজন স্বেচ্ছাসেবী ভ্যাক্সিন পেয়েছেন। এই ট্রায়ালে ৮ শতাধিক স্বেচ্ছাসেবী অন্তর্ভুক্ত করা হয়েছে।



৬. চীনের কেনসিনও বায়োলোজিক্স (CanSino Biologics) Bio Ad5-nCoV নামের একটা ভ্যাক্সিন আবিষ্কার করেছে। এই ভ্যাক্সিনটি বর্তমানে পরীক্ষা নিরীক্ষার ৩টি ধাপের মধ্যে ২য় ধাপে আছে।

৭. তাছাড়াও বিশ্বের অনেক উন্নত দেশ যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে নিজেদের মত করে ভ্যাক্সিন আবিষ্কারের চেষ্টা করছে।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ রাত ১:১৯

রাজীব নুর বলেছেন: ভেকসিন আল্লাহর হাতে। উনি কাকে দিবেন এখনও ঠিক করে উঠতে পারেন নি।

০২ রা জুন, ২০২০ রাত ৯:৩৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



ভেকসিন বানানো একটা জটিল প্রক্রিয়া।
সময় সাপেক্ষ ব্যাপার।
আমেরিকা অতীতে অনেক ভ্যাক্সিন বানিয়েছে।
আমেরিকার সাফল্যের ইতিহাস অনেক বড়।
বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যে ভেকসিনটা তৈরি হচ্ছে সেটাতেও আমেরিকা ৩ বিলিয়ন ডলার দিয়েছে।
কারোটা হয়তো আগে হবে কারোটা হয়তো পরে।
তবে হবে।

২| ০৮ ই মে, ২০২০ রাত ২:৫৫

কলাবাগান১ বলেছেন: আমেরিকা নাকি লন্ডভন্ড হয়ে গেছে...তো প্রায় সব ভ্যাকসিন ই তো আমেরিকার হাত ধরেই হচ্ছে..... পাগলের সুখ মনে

০২ রা জুন, ২০২০ রাত ১০:৫৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



আমেরিকা লণ্ডভণ্ড হয়ে গেছে।

আমেরিকা ধ্বংস হয়ে যাবে।

ইত্যাদি কথা তারাই বলে, --

১. যারা কোন ভেকসিন কোন দিন বানায় নি এবং বানাতে পারবে না।
২. যারা কোন মেডিসিন কোন দিন বানায় নি এবং বানাতে পারবে না।
৩. যারা চিকিৎসা বিজ্ঞানের কোন কিছু আবিষ্কার করে নাই এবং করতে পারবে না।
৪. যারা চিকিৎসা কাজে ব্যবহৃত কোন যন্ত্রপাতি আবিষ্কার করে নাই এবং করতে পারবে না।
৫. যারা চিকিৎসা বিজ্ঞানের উপর কোন বই লেখে নাই এবং লিখতে পারবে না।
৬. যারা আমেরিকানদের লেখা বই পড়ে এবং মুখস্থ করে।

বিভিন্ন ভ্যাক্সিন কে বা কারা আবিষ্কার করেছে---
১. স্মলপক্স; আবিষ্কারক: এডওয়ার্ড জেনার--ব্রিটিশ
২. ডিপথেরিয়া; আবিষ্কারক: এমিল ভন বেহরিং -- জার্মান
৩. টিটেনাস; আবিষ্কারক: এমিল ভন বেহরিং -- জার্মান
৪. পার্টুসিস; আবিষ্কারক: দুই জন আমেরিকান মহিলা ডঃ পার্ল কেনড্রিক এবং গ্রেস এল্ডারিং।
৫. পোলিও: আবিষ্কারক: জোনাস সাল্ক -- আমেরিকান।
৬. মিজেলস: আবিষ্কারক: মাউরিস রালফ হিলমেন -- আমেরিকান
৭. মাম্পস; আবিষ্কারক: মাউরিস রালফ হিলমেন (একই ব্যক্তি) -- আমেরিকান
৮. রুবেলা; আবিষ্কারক: মাউরিস রালফ হিলমেন (একই ব্যক্তি) -- আমেরিকান
৯. হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (হিব); আবিষ্কারক: পোর্টার অ্যান্ডারসন এবং ডেভিড স্মিত -- দুই জনই আমেরিকান।
১০. হেপাটাইটিস বি; আবিষ্কারক: বার্চ ব্লুমবার্গ এবং মাউরিস রালফ হিলমেন -- দুই জনই আমেরিকান।
১১. ভেরিসেলা (চিকেন পক্স); আবিষ্কারক: মিচিয়াকি তাকাহাশি -- জাপানিজ
১২. আরো অনেক ভ্যাকসিন যেমন- রোটাভাইরাস, হেপাটাইটিস এ ইত্যাদি আমেরিকানরা আবিষ্কার করেছে।

যারা সমালোচনা করে তাদের নাম এখানে নেই এবং কোনদিন থাকবে না।
কারণ তারা কোন কাজ না করেই অন্যের সমালোচনা করে।
আবার পরে ঐ ভ্যাকসিন ব্যবহার করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.