নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
আমেরিকা আবার ইতিহাস সৃষ্টি করল
ক্রু ড্রাগন ডেমো-২ দুই নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে।
প্রথম ধাপ:
ক্রু ড্রাগন ডেমো-২ উৎক্ষেপণ
অ্যালুমিনিয়াম-লিথিয়াম সংকর ধাতুতে তৈরি ট্যাঙ্কগুলি তরল অক্সিজেন এবং রকেট-গ্রেড কেরোসিন প্রোপেল্যান্ট জ্বালানি ভর্তি থাকে।
এই জ্বালানি দিয়ে ৯টি মার্লিন ইঞ্জিন চালানো হয়। এই ইঞ্জিনগুলি রকেটটিকে মাটি থেকে উৎক্ষেপণের সময় ১.৭ মিলিয়ন পাউন্ডের বেশি চাপ দেয়।
ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণের ২৩৩ সেকেন্ডের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রান্তসীমায় পোঁছালে এর ৯টি মার্লিন ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
দ্বিতীয় ধাপ:
ইঞ্জিনের প্রথম স্তর ইঞ্জিনের দ্বিতীয় স্তর থেকে আলাদা হয়ে যায়।
রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে গেলে রকেটটি প্রথম স্তরটি দ্বিতীয় স্তর থেকে আলাদা হয়ে যায়। তখন রকেটের দ্বিতীয় স্তরে একটা মার্লিন ইঞ্জিন চালু হয়ে কক্ষপথে চলতে থাকে।
তৃতীয় ধাপ:
ফ্যালকন ৯ রকেট পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে।
ক্রু ড্রাগন ডেমো-২ উৎক্ষেপণ করার পর ফ্যালকন ৯ রকেটের কাজ শেষ।
এখন পৃথিবীতে ফিরে আসবে।
ইঞ্জিনগুলি ১৮০ ডিগ্রি ঘুরে যাবে।
তৃতীয় ধাপ: (২)
রকেটের প্রথম স্তর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর, ক্রু ড্রাগন ডেমো-২ মডিউলকে স্পেস স্টেশনের কক্ষপথে স্থাপন করার জন্য কয়েক সেকেন্ডের মধ্যে রকেটের দ্বিতীয় স্তরের একটা মার্লিন ইঞ্জিন চালু হবে।
চতুর্থ ধাপ:
ক্রু ড্রাগন ডেমো-২ মডিউলকে উৎক্ষেপণ করার পর ফ্যালকন ৯ রকেটর প্রথম স্তর পৃথিবীতে ফিরে এসেছে।
পঞ্চম ধাপ:
ফ্যালকন ৯ রকেটর দ্বিতীয় স্তর ক্রু ড্রাগন ডেমো-২ মডিউলকে উৎক্ষেপণ করার পর বিচ্ছিন্ন হয়ে গেছে।
ষষ্ঠ ধাপ:
ক্রু ড্রাগন ডেমো-২ মডিউল নিজের ইঞ্জিন দিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে অগ্রসর হচ্ছে।
০২ রা জুন, ২০২০ রাত ১১:০১
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
তাই না কি?
২| ০২ রা জুন, ২০২০ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: ভালো।
০২ রা জুন, ২০২০ রাত ১১:০২
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ভালো হইলেই ভাল।
তবে ধন্যবাদ।
৩| ০২ রা জুন, ২০২০ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার লাল-নীল সুতা বের হচ্ছে; সাড়ে ৪ কোটী বেকার।
০২ রা জুন, ২০২০ রাত ১১:০৬
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
লাল-নীল সুতা থাকলে তো বের হবেই।
যেহেতু একটা খারাপ সময়ের ভিতর দিয়ে পৃথিবী যাচ্ছে তাই বেকার তো হবেই।
আবার একসময় খারাপ সময় চলে যাবে।
বেকারত্ব কমে যাবে।
রাতের পর দিন আসবেই।
দিনের অপেক্ষায় থাকুন।
৪| ০২ রা জুন, ২০২০ রাত ১০:৩৮
ঢাবিয়ান বলেছেন: লাশের মিছিল এর খবর আসছে প্রতিদিন কিন্ত আমরা ব্যস্ত আম্রিকা নিয়া!!!!
০২ রা জুন, ২০২০ রাত ১১:১২
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
পৃথিবীতে সবাই তো আর এক কাজ নিয়ে ব্যস্ত থাকবে না।
কেউ কেউ লাশের মিছিলের খবর রাখবে, কেউ কেউ লাশ গুনবে।
আবার কেউ লাশ হয়ে যাবে।
আবার কেউ অন্য কাজ করবে।
সব ধরণের কাজেরই দরকার আছে।
এই খবর বা কোন খবরই সবার জন্য না।
যার যেটা দরকার সে সেটা নিয়ে ব্যস্ত -- এটাই পৃথিবীর নিয়ম।
ভাল থাকেন এবং সুস্থ থাকেন।
৫| ০২ রা জুন, ২০২০ রাত ১০:৪৪
নেওয়াজ আলি বলেছেন: নিজের দেশের খবর নাই
০২ রা জুন, ২০২০ রাত ১১:২২
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
বাংলাদেশের খবর আমার কাছে আছে।
১. বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয় সফল ভাবে করোনা মোকাবেলা করেছে।
২. এই মুহূর্তে আমেরিকাতে সর্বমোট ১৮,৬৬,৬৫০ জন আক্রান্ত আর বাংলাদেশে মাত্র ৫২,৫৪৪ জন।
৩. আমেরিকাতে সর্বমোট ১,০৭,৩৯০ জন মারা গেছে আর বাংলাদেশে মাত্র ৭০৯ জন।
৪. বাংলাদেশের প্রশাসন আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি এমনকি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে দক্ষ এবং ভাল।
৬| ০৩ রা জুন, ২০২০ রাত ১২:১৬
কলাবাগান১ বলেছেন: পৌছালো তো রকেট এর অংশ বিশেষ...তাহলে ফিরার সময় কিভাবে ফিরবে????? এনি এক্সপ্লানেশান??
০৩ রা জুন, ২০২০ রাত ১২:৫৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
কোন রকেট বা রকেটের অংশ বিশেষ মহাকাশ স্টেশনে যায় নাই।
যেটা গেছে সেটা একটা মডিউল।
মডিউলের নিজস্ব ইঞ্জিন আছে। এ
এই ইঞ্জিন ব্যবহার করে এবং মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে সে পৃথিবীতে ফিরে আসবে।
যাওয়ার সময় রকেট ব্যবহার করতে হয় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করার জন্য।
আসার সময় তার ক্ষুদ্র ইঞ্জিন ব্যবহার করে প্রথমে মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। পরে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতায় আসে। তারপর আর চিন্তা নাই। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে নামাতে থাকে।
৭| ০৩ রা জুন, ২০২০ রাত ১:১৩
মানতাশা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২০ রাত ৯:৪৪
সত্যপীরবাবা বলেছেন: এইটা কোন ইতিহাস হইল? আমাদের সাইদী রকেট ছাড়াই চান্দে গেসিলো।