![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাকি আমি নিজের ভুবনে, এক হেঁটে বেড়ানো আমার নেশা। যোজন যোজন দূরের নখত্রলোক আমার আবাস।
আপনাকে একদিন একটা হায়েনা তাড়া করছিল এবং এক শেয়াল সেই হায়েনার হাত থেকে আপনাকে বাঁচালো।বিনিময়ে আপনার বাসায় একদিন সেই ক্ষুধার্ত শেয়াল এলো এবং জানের ভয়ে আপানি সেই শেয়ালকে বাসার এসি রুমে বসায় ফ্রিজের মাংস খেতে দিলেন ।আপনি তাকে জামায় আদর করে তার যতদিন খুশি আপনার বাসায় থেকে যেতে বললেন এবং চালাক শিয়াল আরামসে পায়ের উপর পা তুলে আপনার মাথার উপর চেপে বসলো।যেদিন দেখা গেল আপনার ফ্রিজের সব মাংস শেষ এবং আপনার সামর্থ্য শেষ সেইদিন শেয়াল আপনার ঘাড়ে চরে আপনার শরীরের মাংস চিরে খেয়ে জঙ্গলে চলে গেল।
বাংলাদেশের উপর ভারত নামের একটা শিয়াল ঘাড়ে চেপে বসছে, সেই শেয়ালের থাবা বাংলাদেশের ১ লক্ষ ৪৭ হাজার কিঃমিঃ এলাকা জুড়ে।আমরা তাদের একেরপর এক উপঢৌকন দিয়ে খুশি করছি, নিজ দেশে ট্রানজিট দিয়ে, তিস্তা ব্যারেজ, ইলিশ,রম্পাল বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি ইত্যাদি দিয়ে। সেও আরামসে আমাদের ঘাড়ে চরে চাঁটে চাঁটে খাচ্ছে। যেদিন সব দেওয়া শেষ হবে সেদিন ঘার থেকে নেমে সরাসরি গলা চিরে খাবে। আমরা তো চালাক বাঙ্গালি তাই চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিচ্ছু করতে পারিনা।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪
সপ্নচূর আকাশচারী বলেছেন: আমরা যে কত চালাক তা আমাদের চেহারা দেইখায় বিদেশীরা বুঝে যায়
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: "আমরা তো চালাক বাঙ্গালি তাই চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিচ্ছু করতে পারিনা।"
একে বারেই সত্য কথা।