![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাকি আমি নিজের ভুবনে, এক হেঁটে বেড়ানো আমার নেশা। যোজন যোজন দূরের নখত্রলোক আমার আবাস।
UFO মানে হল Unidentified Flying Object
এই নিয়ে রহস্যের কোন শেষ নেই।আর এই UFO তে করেই এলিয়েনরা আমাদের পৃথিবীতে আসে। এলিয়েন নিয়ে আগ্রহ নাই এমন খুব কম মানুসই আছে।আমাদের মানব মনের প্রকৃতিই এমন যে আমরা নিত্য নতুন জিনিস জানতে আগ্রহী। তাই আমি শখের বসে এলিয়েন নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে বেশ কিছু interesting ছবি পেলাম এবং ছবিদ্বাতা এগুলোকে সত্যি বলে মনে করেন।যদিও এইগুলো প্রমানের জন্য যথেষ্ট প্রমান তাদের কাছেও নেই তবুও আমাদের কাছে সেগুলো নিত্য নতুন রহস্যের জন্ম দিচ্ছে।
২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
সুদীপ্ত সজল খাঁ বলেছেন: এক অস্ট্রেলীয় ভদ্রলোকের সাথে বেইজিং এর রাস্তায় কিছুটা আলোচনা হয়েছিল । তিনি বর্তমানে চীনের বার্তা সংস্থা সিনহুয়াতে কর্মরত । তার পড়াশোনার বিষয় ছিল এই ফ্লাইং অবজেক্ট এবং এর সত্যতা । তিনি বলেছিলেন আজ পর্যন্ত প্রমাণ করা যায় নি । তবে সম্ভাবনা উড়িয়ে দেয়া য়ায় না । পৃথিবীর পৃষ্ঠে এখন পর্যন্ত যতগুলো গুজব উঠেছে তা সবই টেকনোলজির অপব্যবহার । সত্য প্রমাণিত হলে আমি খুশি হতাম ।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২
সপ্নচূর আকাশচারী বলেছেন: আসলে যতগুলো খবর শুনা যায় সেগুলো প্রমানের মত কিছু থাকেনা আর, আর বেশির ভাগই আমেরিকাতেই দেখা যায়
৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪
এম আর ইকবাল বলেছেন: যখন ছাত্র ছিলাম তখন এ বিষয়ে অগ্রহ থাকায় সে সময় বেশ কিছু বই পড়েছিলাম ।
আমার ধারণা এলিয়েনরা আছে ।
৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৩
নতুন বলেছেন: সবই ভুয়া ছবি....
৫| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১
সপ্নচূর আকাশচারী বলেছেন: ছবিগুলো সত্য কি সত্য না সেটা আমরা বলতে পারিনা কারণ এটাকে সত্য বলার মত যেমন আমাদের কাছে প্রমাণ নেই তেমনি মিথ্যা বলার মতো ও প্রমাণ নেই।এগুলো সত্য কি মিথ্যা এটা পড়ে দেখা যাবে তবে এলিয়েন যে আছে এটা নিশ্চিত বলে মাই মনে করি।
৬| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯
সাদা রং- বলেছেন: এই জিনিটির ব্যপারে আমার খুব আগ্রহ।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০০
বিল্লা বাবা বলেছেন: এগুলি ফটোশপে করা।