![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাংলাদেশের নাগরিক। আমরা স্বাধীন ভাবে মত প্রকাশ করবো।নাগরিকদের ইচ্ছামত সামর্থন ও ভোট প্রদানের অধীকার আছে।কিন্তু তারা কি তা পেরেছে? সত্য বলতে আবার ভয় হয় কারন আমাকে হয়তো নিউজ লেখা থেকে সাসফেন্ড করতে পারে। তার পরও লিখছি, সবাই যখন একত্রে বসে কথা বলাবলি করে শতকরা ৯০ জন লোকের মুখ থেকেই শুনা যায় এই সরকারের কৃতি কলাপ। প্রহশনের নির্বাচন, টেন্ডার, জোর দখল, সন্ত্রাস, গুম হত্যা। চলছেতো চলছেই। যার বেশীর ভাগই সরকারী দলের লোক। কিন্তু কিচ্ছুই করার নাই, যতদোষ নন্দঘোষ অর্থাৎ বি এন পি ও জামাতের উপর কথা বলে চালিয়ে যায়। এই যদি হয় দেশের বর্তমান অবস্থা, তাহলে ভবিষ্যৎ এ যে কি হবে বুঝতে পারছিনা। আবার অনেকের মুখে শোনা যায় রানা প্লাজা নাকি জামাত শিবিরের লোকজনের নাড়াচাড়ার ফলে ধষে পড়েছে, একথা আবার বিবিসিকে জানানো হয়েছে তাও যেন তেন লোক নয় ১জন নামি দামি মন্ত্রী। আবার দেখেন যুদ্ধাপরাধীর বিচার বি এন পি ও জামাতের। সরকারি দলের ভেতরে কি একজনও নাই। হায়রে ক্ষমতা। নদীর এপার ভাংগে ওপার গড়ে এইতো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধাবেলা।
©somewhere in net ltd.