![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Click This Link
ফুসফুস মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংঙ্গ। মানবদেহের ফুসফুসের কোনো ক্ষতি হলে বা রোগে আক্রমণ করলে মানুষ ধ্বংস হয়ে যায়, অর্থ্যাৎ মানুষ মরে যায়। ঠিক একই ভাবে সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়। অবশ্য এর কারণ ও আছে অনেক গুলো। মানব দেহের ফুসফুসের কোনো ক্ষতি হলে যেমন মানুষ রোগে আক্রান্ত হয় বা মারা যায় ঠিক তেমননি সুন্দরবন ধ্বংস মানে বাংলাদেশ ও ধ্বংস। সুন্দরবনকে কেন্দ্র করে ১০ লক্ষ মানুষের জীবন। শুধু দশ লক্ষ মানুষ নয় সুন্দরবন আছে বলে প্রায় ৪ কোটি মানুষ প্রতি বছর সব প্রাকৃতিক দূর্যোগের বিশাল ক্ষতি থেকে মুক্তি পায়।
এক দিকে বাংলাদেশ সরকার স্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরুস্কার পেয়েছে অন্যদিকে সুন্দরবন নষ্ট করছে।
https://www.google.com/imgres?imgurl=http://banglaexpress.ae/wp-content/uploads/2014/11/dalfine-in-sondarban1.jpg&imgrefurl=http://banglaexpress.ae/?p=1022&h=833&w=1292&tbnid=JYPLzK3u_Qe_pM:&docid=jnnrpW-4aldhMM&ei=LEfiVtn3Fsy9uASsnpuICg&tbm=isch&ved=0ahUKEwjZvZPU47fLAhXMHo4KHSzPBqEQMwh7KFMwUw
কদিকে সরকার ও ভারত যৌথ ভাবে বাংলাদেশের ফুসফুস নষ্ট করছে। অন্যদিকে সুন্দরবনের ভেতরে বাঘ শিকার করার মহোৎসব শুরু হয়েছে। বন বিভাগ ও বন্যপ্রাণী বিষয়ক সংস্থা ওয়াইল্ড টিম আয়োজিত এক সংলাপে উল্লিখিত মত উঠে এসেছে। ৭ থেকে ৯ মার্চ সুন্দরবনের শ্যালা নদীতে একটি লঞ্চে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এ নিয়ে অনেক গুলো গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছর চোরা শিকারীদের হাতে নিহত হয়েছে ৯টি বাঘের চামড়া, ৮০টি হাড় ও ২৬টি দাঁত।
কিন্তু এর আগের বছর গুলোতে এতগুলো বাঘের চামড়া, দাঁত ও হাড় পাওয়া যায় নি। সুন্দরবনের ভেতর দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বড় বড় জাহাজ যাওয়ার সে খাল খনন করেছে তার মধ্য দিয়েও সুন্দরবনের ক্ষতি হচ্ছে।
সাধারণত দেখা যায়, যেখানে অধিক বন্যপ্রাণী থাকে সেখানে কোনো শব্দ ও টর্চ আলো পড়লে প্রাণীরা সেখান থেকে পালিয়ে যায়। আর এত বড় বড় জাহাজের শব্দ ও লাইটের আলো সুন্দরবনের ভেতরে পড়লে তাহলে কি বন্যপ্রাণীরা বন থেকে পালিয়ে যাবে না? বনের ভেতরে আক্রমণ হলে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসবে, আর লোকালয়ের মানুষ তাদের জীবন বাঁচাতে বন্যপ্রাণী শিকার ও হত্যা করবে।
সেই জন্য সরকারের কাছে আবেদন করছি এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করুন । কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অন্যস্থানে করা যাবে কিন্তু সুন্দর বন আরেকটা তৈরি করতে পারবেন না।
১০ লক্ষ মানুষের জীবন ও ৪ কোটি মানুষের বিশাল ক্ষতি আপনি করবে না দয়াকরে।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮
বিজন রয় বলেছেন: চাই দূর্বার আন্দোলন।