![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাস তিনেক আগে বি.বি.এ শেষ করলাম। সব বন্ধুরা যখন চাকরি নামক সোনার হরিনের পিছনে ছুটছে তখন আমার চিন্তা হল নিজ পায়ে দাঁড়ান। সেই জন্য বিজনেস শুরু করার বিকল্প নেই। তাই অনেক চিন্তা করে নিজ এলাকায় এক কাজিনের সাথে রেস্টুরেন্ট দিবো বলে ঠিক করেছি। আশা করি সব ঠিক থাকলে অক্টোবর মাস থেকে সেটা চালু করব।
কিন্তু আমার চিন্তা হচ্ছে বিজনেসের রিস্ক কমানোর জন্য একাধিক বিজনেস করা উচিৎ। তাই এখন আমি চিন্তা করছি রপ্তানিমুখি কোন বিজনেস করার জন্য। আমি যতটুকু জানি তা হল বাইরের দেশে হস্তনির্মিত প্রোডাক্টের বেশ ভাল বাজার আছে। যেমন তা হতে পারে নকশি কাঁথা, মাটির তৈরি ঘর সাজানোর শো-পিস ইত্যাদি। কিন্তু এই পণ্যগুলো রপ্তানি করার ব্যাপারে আমার তেমন কোন আইডিয়া নাই। এইসব ব্যাপারে কেও হেল্প করতে পারলে খুব উপকার হত। হতে পারে তথ্য দিয়ে অথবা নতুন কোন আইডিয়া দিয়ে।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৫
ভাল্লুক আকবর বলেছেন: ধন্যবাদ মদন ভাই আপনার কমেন্টস এর জন্য। ভাই যৌথ মালিকানায় বিজনেস করতে হবে প্রথম অবস্তায় আমার ক্ষেত্রে কারন পুরা টাকা ইনভেস্ট করা আমার পক্ষে আপাতত সম্ভব না। দোয়া রাখবেন।
২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৮
মুহামমদল হািবব বলেছেন: ভুল হবেই, ভুল থেকে শিখলেই চলবে। হতাশ হবার কিছু নাই।
বেষ্ট অব লাক।মদন ভাইয়ের সাথে একমত।
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৪
ভাল্লুক আকবর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৩| ১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪০
অন্যসময় ঢাবি বলেছেন: হস্ত শিল্পের বাজার দেশেও কম না,
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৮
ভাল্লুক আকবর বলেছেন: আমি একটু সৌখিন হস্তশিল্প নিয়ে আলোচনা করেছিলাম আসলে। দেশে করতে চাইলে খরছ অনেক বেশী পড়বে। ভাল জায়গায় শোরুম দিতে অনেক টাকা লাগে আর আমাদের দেশের মানুষ অন লাইনে কেনাবেচা করতে এখনও অতটা স্বাচ্ছন্দ্যবোধ করে না।
৪| ১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১১
এইচ আর খান বলেছেন: আপনি দেশের বাইরে এসব পন্য বিপননের জন্য বাজার সৃষ্টি করুন। আর সেটা সম্ভব আপনার পরিচিত যারা দেশের বাইরে আছেন তাদের মাধ্্যমেই । আর এসব পন্য কোথায় কম দামে পাওয়া যায় তা খুজে বের করা । তবে এ কাজে বেশ সময় এবং শ্্রম প্রযোজন সুতরাং ফল পেতে কিছুটা অপেক্ষা করতে হবে । তাই এ সময়টাতে আপনি অন্য একটি কাজ চালিয়ে যেতে পারেন যাতে আপনার ফিক্সড একটা ইনকামও আসতে থাকে । আদারওয়াইজ আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন । জানেন তো ওয়ারেন বাফেট কি বলেছেন, কমপক্ষে দুটি অর্থ উপার্জনের পথ খোলা থাকতে হবে ।
আপনার প্রতি শুভকামনা রইল । আল্লাহ আপনার সহায় হোন ।
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:১০
ভাল্লুক আকবর বলেছেন: ওয়ারেন বাফেট আমার আইডল। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৫| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
সবুজ-ভাই বলেছেন: ব্যবসাতে ভাল করবেন যদি মনে রাখেন ব্যবসাতে শুধু লাভ নয় লোকসানও হয়। রফতানীতে আগের মত লাভ পাওয়া যাচ্ছে না। তারপরও বেশী লোকসান এর হাত থেকে বাচতে চাইলে রফতানী প্রোডাক্টগুলোর ডিটেইল্স সহ ওয়েবসাইট তৈরী করুন।
রেস্টুরেন্ট ব্যবসায়, বাজার করা থেকে শুরু করে কর্মচারী ও ভোক্তাদের স্যাটিসফ্যকশনএর দিকে নজর দিন। যতবেশী উপস্হিত থাকতে পারবেন ততটাই লাভ । ক্যশে বসে না থেকে সার্ভিং, সার্ভিসে অংশগ্রহন করুন। ভোক্তাদের সাথে নিজের সরাসরি সম্পর্ক গড়ে তুলুন নিজের ফেইসভ্যালু বাড়ান, ভবিষ্যতে অনেক কাজে দেবে। ভাল ক্লায়েন্টদের নিজ থেকে মাঝে মধ্যে চা অফার করুন, ২-৪ টাকা ডিসকাউন্ট দিন। দেখবেন আপনার সুনামেই রেস্টুরেন্ট চলতে থাকবে।
রফতানীর জন্যে প্রচুর সম্পল আইটেম দরকার হয় মার্কেটিং এর জন্যে। যদি দেখেন খরচের সম্ভাবনা বেশী তাহলে আমদানী শুরু করুন আগে। চায়না থেকে ভাল ২০ টা আইটেম আনলেও ১০০০০০,২০০০০০ টাকা লাভ করতে পারবেন প্রতি ট্রিপে সহজেই এতে ট্রাভেল খরচ টা উঠে আসবে। আমদানী করা অবস্হায় রফতানীর মর্কেটিং ট্রাই করুন শৌখিন দেশ গুলোতে।
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৭
ভাল্লুক আকবর বলেছেন: সবুজ ভাই আপনি অনেক সুন্দর করে বিষয়গুলো বললেন। খুব উপকারে আসবে। আপনার কথাগুলা মেনে চলার চেষ্টা করবো। কিছু প্রশ্ন ছিল আপনার কাছে।
আচ্ছা আপনি কি এক্সপোর্ট ইমপোর্ট বিজনেস এর সাথে জড়িত? আর আপনি চায়না থেকে কি ইমপোর্ট করার কথা বুঝাতে চেয়েছেন? আপনার ইমেইল আইডি কি পেতে পারি সবুজ ভাই?
আপনার প্রতি শুভকামনা রইল
৬| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: মদন বলেছেন: আমার মত দেই-
আমি ব্যক্তিগতভাবে যৌথ মালিকানায় বিজনেস পছন্দ করি না। ছোট হোক কিন্ত নিজেরই হোক। বর্তমান সময়ে এবং আপনার বয়সে যৌথ মালিকানায় ঠিক সুবিধে হবে বলে মনে হয় না।
বিজনেস করার আগে যতটুকু সম্ভব সেই লাইনের অভিজ্ঞ একাধিক ব্যক্তির পরামর্শ নিন।
ভুল হবেই, ভুল থেকে শিখলেই চলবে। হতাশ হবার কিছু নাই।
বেষ্ট অব লাক।
একমত , শুভকামনা ++++++++++++++++
৭| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৮
দি সুফি বলেছেন: কিন্তু আমার চিন্তা হচ্ছে বিজনেসের রিস্ক কমানোর জন্য একাধিক বিজনেস করা উচিৎ।
আমিও এটা পছন্দ করি। তাই নিজেকেও এক ব্যাবসায় সীমবদ্ধ রাখিনি।
যেই ব্যাবসাই করুন না কেন, তিনটা জিনিস মাথায় রাখবেনঃ
১) সৎ ভাবে ব্যাবসা করা
২) কোয়ালিটি মেইন্টেইন করা
৩) কাষ্টমার সেটিশফেকশন - খুবই দরকারি জিনিস। কাষ্টমার আপনাকে গালি দিলেও, সেই সঠিক। কাষ্টমার কোনদিন ভুল করতে পারে না - এই মনোভাব নিয়ে ব্যাবসা করুন
শুভকামনা রইল।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৪
কুন্তল হোসেন বলেছেন: আজ থেকে প্রায় তিন বছর আগের পোস্ট, গুগল থেকে পেলাম লিংকটা । ভাইয়া আমিও রেস্টুরেন্ট বিজনেসে যেতে চাই কিন্তু কোনো ভালো পরামর্শ দাতা পাচ্ছি না , আর আপনার এই তিন বছর রেস্টুরেন্ট বিজনেসের অভিজ্ঞতা যদি শেয়ার করেন তো খুব ভালো হয় ।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৯
মদন বলেছেন: আমার মত দেই-
আমি ব্যক্তিগতভাবে যৌথ মালিকানায় বিজনেস পছন্দ করি না। ছোট হোক কিন্ত নিজেরই হোক। বর্তমান সময়ে এবং আপনার বয়সে যৌথ মালিকানায় ঠিক সুবিধে হবে বলে মনে হয় না।
বিজনেস করার আগে যতটুকু সম্ভব সেই লাইনের অভিজ্ঞ একাধিক ব্যক্তির পরামর্শ নিন।
ভুল হবেই, ভুল থেকে শিখলেই চলবে। হতাশ হবার কিছু নাই।
বেষ্ট অব লাক।