![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘৫২, ’৬৯, ’৭১, ’৯০, ‘২০১৩
আর কত সংখ্যা হলে, আমাদের জাগ্রত সত্তার প্রমাণ মিলবে?
আর কত কষ্টকে অগ্রাহ্য করল্ আমাদের দাবি গ্রাহ্য হবে?
রাস্তায় রক্ত ঢেলে বর্ণমালা কিনেছি , রক্তের নদীতে ভেসে স্বাধীনতা এনেছি
বিক্ষুব্ধ গর্জনে গণতন্ত্র পেয়েছি
আর কত ত্যাগে লাখো ত্যাগের শান্তি মিলবে?
আর কত দীর্ঘশ্বাসে লাল ফাইলের ফিতে খুলবে?
আর কত লজ্জা পেলে কোনো মায়ের ছেলে রাস্তায় রক্তাত্ত হবে না?
আর কতটুকু শিষ্ঠাচার শিখলে ক্যাম্পাসের অস্ত্রের ঝনঝনানি থাকবে না?
আর কবে রিমিদের ছেঁড়া বসনে রাস্তায় পড়ে থাকতে হবে না?
কতটুকু সভ্য হলে মানুষের ভিড়ে নারীদের সম্ভ্রমহানী হবে না?
কতটুকু মন্যুষত্ব থাকলে কারো লাশ ড্রেন থেকে তুলতে হবে না?
ধর্মকে কতটুকু জানলে মসজিদ – মন্দিরে আগুন জ্বলবে না?
আর কতবছর পেরোলে একাত্তরের চেতনা নিয়ে বিভাজন হবে না?
সময় এসেছে, একেজনকে হতে হবে বহুগুণ,
আমরা দেশকে ভালোবাসতে শিখেছি , সন্ত্রাস- দুর্নীতি ঘৃণা করতে শিখেছি
লাখো শহীদের ৠণ শোধের স্লোগান ধরতে শিখেছি, লাঞ্ছিতের পাশে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছি,
বহুদিন পর আমরা আবারো বাঙালী সত্তাকে চিনে নিয়েছি.....................
দেশটাকে কি সত্যিই আমরা ভালোবাসতে পেরেছি?
এই ভিডিওর কথাগুলো লিখে নিয়েছি
©somewhere in net ltd.