![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ একটি কাজে ঢাকা ভার্সিটি গিয়েছিলাম বিকেলে অফিসের পর আমার এক বান্ধবীর সাথে। কাজ শেষে সে তার রুটের বাসে উঠলো, আমি আমার। বিহঙ্গ পরিবহনের বাসে উঠলাম নীলক্ষেতে, ৪টার সময় কিছুটা খালিই ছিল বাসটি। একটি ছেলে উঠে আমার পাশে বসলো, বেশ সহজ-সরল দেখতে ছাই রঙের শার্ট , কালো প্যান্ট পড়া, হাতে কালো ব্যাগ, অনেকটা চীনা চীনা ভাব আছে চেহারায় , ভাড়া দেয়ার সময় ছাত্র বলে হাফ ভাড়া দিল । যাহোক, একটু পরে খেয়াল করলাম সে বেশ চেপে বসেছে, তাকে ভদ্রভাবে সরে যেতে বললাম। সে সরলো ঠিকই, কিন্তু কিছুক্ষন পর পর তার হাতের আঙ্গুলগুলো শরীরে বিভিন্ন অংশে আস্তে আস্তে ছুঁতে চাচ্ছে। যতবার ছুঁতে চায়, সরে যেতে বলি সরে যায়। কিন্তু , আবার ফিরে ফিরে আসে। যাহোক, এভাবে কড়া করে বলার পর কিছুক্ষণ চুপ ছিল। কিন্তু, এরপর যেটা করলো তার ডান পা বাড়িয়ে আমার বা পা এর নিচে এমনভাবে রাখলো যেন, অনিচ্ছাকৃত, তো আমি আবার তাকে কড়া করে সরাতে বললাম। আশে পাশের লোকজন মনে হয় শুনতে পেরেছিল আমার বার বার বলাটা, তাই সবাই তাকাচ্ছিল; হয়তো তাদের ভয়েই চুপ সরিয়ে নিয়ে চুপচাপ বসলো। এরপর বাকি পথ আব্বু-আম্মু কে অকারনে ফোন করে কথা বললাম, যতক্ষন বললাম, ততক্ষন চুপ। নামার সময় যখন তাকে যখন বললাম আমি নামবো, সে খুব ভালো মানুষের মত “ও নামবেন? ঠিক আছে আমি সরে দাড়াচ্ছি, বলে সরে দাঁড়ানোর সময় আস্তে করে ওড়নার নিচ দিয়ে নিম্নাঙ্গে খোঁচা দিয়ে নিল। আর সহ্য হল না, তখন সবার সামনে চিৎকার না করে ভদ্রভাবে ভেশ কিছু কথা শোনালাম। মজার ব্যাপার হল, কেউ কিছু বললো না, সবাই মজা নিল। আর সেও হাসতে হাসতে সাম্নের সিটে এসে আরেক মেয়ের পাশে বসলো। আমি নেমে গেলাম।
বাসায় এসে খুব খারাপ লাগলো। কি দরকার ছিলো ভদ্রভাবে বলার? অন্যান্য মেয়েদের মত চড়=থাপ্পর কয়েকটা মারতাম। তবে, তাতে কি হত? তখনও বাসের অন্যান্য সবাই মজাই নিত। সবকিছুর পরে সব দোষ তো মেয়েদেরই। আমরা প্রতিবাদ করলেও খারাপ, প্রতিবাদ না করলেও খারাপ। “
এই কাহিনী সত্যি কাহিনী, ঘটেছে আমার আপন বোনের সাথে গতকাল বিকেলে। যখন শুনেছিলাম খুব খারাপ লাগছিলো। কই, আমাদের মনে তো কখনো এমন ইচ্ছে হয় না। আমরা কোথায় বাস করছি? একটি মেয়ে কোথায় নিরাপদ? আপনারা বলবেন, মেয়েরা বের হয় কেন? বের না হওয়াটা কি সমাধান? আপনারা বলবেন, পোষাকের দোষ, আপনাদের জ্ঞ্যাতার্থে জানাচ্ছি, আমার বোন হিজাব করা, একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার সে। যে তার ছাত্রদের মূল্যবোধ শেখায়, আজ তার কেমন লাগলো এক ছাত্রের হাতে লাঞ্ছিত হতে?
আর আমরা চুপচাপ দেখি, আজ আমার বোনের সাথে এমন হয়েছে, মনে রাখবেন, কাল আপনার বোনের সাথেও হতে পারে। আজ আপনি চুপ ছিলেন, কাল আপনার বোনের ঘটনায় সবাই চুপ থাকবে। আজ, আমার বোন, সত্যিকারের ইসলামের অনুশাসন মেনে চলার পরও তার সাথে এমন হল, আপনারা যারা বলেন পর্দা সবকিছুর সমাধান, তারা আজ উত্তর দেন, আর কত পর্দা করলে আমাদের বোনরা এভাবে নষ্ট মনের নষ্ট চোখের আড়ালে লুকিয়ে থাকতে পারবে? কি বললেন, ঘরে আটকে রাখবেন? কেন, কোন ধর্মে বলা হয়েছে, ঘরে আটকে রাখতে? আর তাছাড়া, সবসময় কি পারবেন আটকে রাখতে? কোনো কাজে বের হলেই তো রাস্তায় পড়ে লোলুপ দৃষ্টি।
আজ দেখি আপনারা সবাই কি সমাধান দেন?
১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৬
একা স্বপ্নীল পথিক বলেছেন: হায় !
২| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৪
সুস্মিতা শ্যামা বলেছেন: শতভাগ একমত আপনার সাথে। এই অভিজ্ঞতা প্রতিদিন হচ্ছে। কেউ বুঝতে চায় না যে, পর্দাটা কোন সমাধান না। সমাধান হল এই ছেলেগুলোর মানসিকতার পরিবর্তন করা।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০০
একা স্বপ্নীল পথিক বলেছেন: নৈতিকতাবোধ মানুষ জন্ম থেকে শিখে আসে না, কিন্তু, এগুলো পালন করাটার যে তাগিদ সেটা নিজের মধ্যে থাকতে হয়। আমাদের সমাজ আজ কোন দিকে যাচ্ছে? শুধু পরিবার নয়, স্কুল - কলেজ এসব জায়গাতেও মূল্যবোধের চর্চা থাকা উচিত।
পর্দা শুধু শরীরে নয়, মনে এবং চোখেও থাকা দরকার আর নারী - পুরুষ সবার খেত্রেও প্রযোজ্য।
৩| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩২
চলতি নিয়ম বলেছেন: এখন পর্যন্ত যতটা দোষ আমরা মেয়েদের দিয়ে এসেছি, তার অর্ধেক টা ও যদি ছেলেদের দেয়া হত তাহলে এই সব ঘটনা অনেক আগেই বন্ধ হয়ে যেত।
দেখি সবাই কি সমাধান দেয়? সমাধান আমার জানা নাই।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০০
একা স্বপ্নীল পথিক বলেছেন:
৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০০
একা স্বপ্নীল পথিক বলেছেন: হুমম
৫| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪০
মদন বলেছেন:
৬| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৩
বাউন্ডুলে রুবেল বলেছেন: মূল্যবোধ বদলানোটাই জরুরী। শুধু পর্দা কিংবা অর্ধ উলঙ্গ চলাফেরা কোনটাই ভালো কিছু আনবেনা।
শুধু একটা কথাই মনে পড়ে, একদিন বাঙ্গালী ছিলাম রে। সহমর্মিতা জানাচ্ছি ভাই। ধিক্কার সেই কুলাঙ্গারটাকে।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০১
একা স্বপ্নীল পথিক বলেছেন: শতভাগ সহমত ভাই।
মূল্যবোধ বদলানোটাই জরুরী। শুধু পর্দা কিংবা অর্ধ উলঙ্গ চলাফেরা কোনটাই ভালো কিছু আনবেনা।
৭| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৭
প্যাপিলন বলেছেন: সকালে রিক্সার জন্য অপেক্ষা করছি। বীপরীত দিক থেকে আসা এক ভদ্রলোককে লক্ষ্য করছি এবং অবাক হয়ে দেখলাম নিবিষ্ট চিত্তে আমার পাশে দাড়িয়ে থাকা একমেয়েকে দেখতে দেখতে রাস্তা পার হচ্ছে, মেয়েটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ধরায় ফিরে এসে দেখল তার পথ জুড়ে দাড়িয়ে আছি, একটুর জন্য ধাক্কা সামলাতে পারল, মেয়েটি আমার অতি আপনজন আর তাকে নিয়ে হসপিটাল যাচ্ছিলাম, তাই সাত সকালে আর সিন ক্রিয়েট করিনি, আর লোকটিকেও পথ চলতে চলতে চেনা এবং ভদ্রলোকও বটে, দুজনে দীর্ঘশ্বাস ছেড়ে আবার রিক্সা খুঁজতে সামনে এগুলাম.....
সবটুকুতে যখন পচন ধরে তখন আর সমাধান থাকেনা, শুধু যারা কোন অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হয়নি তারা ভাগ্যবান, তবে সাময়িক
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০২
একা স্বপ্নীল পথিক বলেছেন: আল্লাহ না করুক এই মুনাজিরের কেউ যখন এই অবস্থার সম্মুখীন হবে, তখন বুঝবে কেমন লাগে।
৮| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫২
ৈতয়ব খান বলেছেন: ভীষণ খারাপ লাগলো.....ভীষণ।
একই দৃশ্য দেখতে হয় ফি-সন।
আমাদের বোনদের উত্যক্ত করে কিছু বদমাশ
আসুন পিটিয়ে ওদেশ বানিয়ে দিই লাশ।
পিটিয়েই শেখাবো ওদের; নইলে ওরা শিখবে না
ওদের কাছে নারী মানেই মাংশপিন্ড- দেহ অন্যকিছু না।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৩
একা স্বপ্নীল পথিক বলেছেন: এরাকি পশু নাকি, যে মাংশপিণ্ড দেখলে হুশ থাকে না ।
৯| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৪
অশ্রুহীন মন বলেছেন: আমদের মানসিকতার পরিবর্তন দরকার। আমরা দিনে দিনে কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছি। অন্ন্য জনের। বিপদ দেখে তামাশা করি........................
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৪
একা স্বপ্নীল পথিক বলেছেন: এই সব দর্শকদের জন্য আরো খারাপ লাগে। যেকোনো পরিস্থিতিতে দেখবেন, এসব নীরব দর্শকদের জন্যই এরা সুযোগ পায়।
১০| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৮
নীল পেন্সিল বলেছেন: আমার মতে তৎক্ষণাৎ জোর গলায় প্রতিবাদ করলে ভালো হত। এই সব ছেলেরা মেয়েদের মৌনতা, নীরবতাকে পুঁজি করে আরো বিকৃতভাবে সাহসী হয়ে উঠে। এইসব পোলাপাইনদের ধরে সবার সামনে এনে ঠ্যাঙ্গানো উচিত। প্লাস, মিডিয়াতে ঐসব কুলাঙ্গারদের ছবিসহ তাদের নীচ কর্মকাণ্ডসমূহের বিশদ বর্ণনা দেয়া উচিত।
কিন্তু হায়! আমাদের মিডিয়া ঠিক তার উল্টোটাই করে!!!!
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৬
একা স্বপ্নীল পথিক বলেছেন: ভাই, ভদ্রভাবে প্রতিবাদ করেই মুনাজির জাতীয় মানুষরা এক বাক্যে মেয়েদের খারাপ বলে, আর জোরে প্রতিবাদ।
আমি নিজে অনেক সিচুয়েশন দেখেছি অনেক মেয়ে জোর গলায় প্রতিবাদ করেছে, কিন্তু, তাকে উলটো খারাপ বলা হয়েছে। সেখানে আমি বা অন্য কেউ পক্ষ নিতে গেলে আমাদেরও।
১১| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১২
লিঙ্কনহুসাইন বলেছেন:
জানোয়ার গুলারে পিডাইতে ইচ্ছা করে
১২| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১৪
রাজীব দে সরকার বলেছেন: কিছু গাধা মনে করে মেয়েরা ভালো জামা-কাপড় বা হিজাব পড়লেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে, যে লুইচ্যা সে লুইচ্যাই থাকবে এটা আমরা ভুলে যাই কেন? এদের জন্য নগদে ধোলাই
১৩| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২৫
কান্টি টুটুল বলেছেন:
হয়ত আমার সাথে একমত হবেন না তবুও বলি .....
আপনার বোনকে যেভাবে অসম্মান করা হয়েছে তার চাইতেও বেশী অসম্মান করার চেষ্টা করা হয়েছে বিরোধী দলীয় নেত্রীকে যখন তাকে উদ্দেশ্য করে বলা হয়...
"ভদ্র লোকের মেয়েরা হোটেলে রাত কাটায় না"
লক্ষ করুণ এই দেশের সবচাইতে বেশী ক্ষমতাধর দুই জনই হলেন মহিলা। উনাদের একজন যদি অপর জনকে অসম্মান করার প্রতিযোগিতায় নামেন তবে তার ছিটেফোঁটা যে আপনার আমার বোনের গায়ে এসে লাগবে না সেটা আশা করেন কিভাবে?
যতক্ষণ পর্যন্ত ঐ ক্ষমতাধর মহিলারা নারীর সন্মান রক্ষার্থে এগিয়ে না আসবেন ততক্ষণ পর্যন্ত এসব ঘটনা কম বেশী চলতেই থাকবে।
১৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২৭
মুনাজির বলেছেন: ১. বলেছেন: বাসটা খালিখালি ছিল, যখন ছেলেটা আপনার বোনের পাশে বসেছে, তার উঠে অন্য জায়গায় চলে যাওয়া দরকার ছিল। দ্বিতীয় বাসটা প্রায় খালি: তবু কেন আপনার বোন আরেক জনের বসার মত জায়গা রেখে বসেছে, যখন সে বসেছে তখনি তো তাকে বলা উচিত অপর সিটে বসুন, সেটা আপনার বোন কেন বলেনি?
২. এক দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হুবহু দেখার মত আপনাকে বলার অর্থ কি? সে এ ঘটনা না বললেও চলত, বলায় কি ফায়দা হল আপনার ও আপনার ফ্যামিলির? আপনাদের কাছে বোনের মর্যাদা বৃদ্ধি পেয়েছি?!
৩. ইসলামের কথা বলবেন না, আমরা প্রায় সবাই ইসলাম ছেড়ে বাইরে এসেছি। ইসলাম আমাদের কি দিবে? আমরা তো ইসলামের ভেতরেই নেই। আপনার বোনের এ পর্যন্ত কাণ্ডটি ইসলামিক নয়। তাই কোনো প্রসঙ্গে ইসলামকে না আনাই শ্রেয়।
৪. ছেলেটা এবং আপনার বোন একই বিদ্যালয় কিংবা একই সেলেবাসের ছাত্র। অতএব দোষ দিলে বিদ্যালয় বা সেলেবাসকে দিন।
৫. ছেলেটা খারাপ, তাকে কিছু বলার নেই, কারণ সে সমানে নয়।
আমার বোনের জন্য উপদেশ:
ক. বাসের সিটে ছেলেদের সংশ্রব পাশ কাটিয়ে যাওয়া।
খ. কোনো ছেলের সাথে তর্কে না যাওয়া।
গ. মেয়েদের সাথে বসা কিংবা সাথে মেয়েকে ঢেকে নেওয়া।
ঘ. আল্লাহ না করুক, কোথাও অগত্যা এরূপ হলে গেলে, কারো নিকট প্রকাশ না করা।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৩
একা স্বপ্নীল পথিক বলেছেন: আপনাদের মত মানুষদের উদ্দ্যেশেই এই লেখা, যারা মেয়েদের দোষ দেয় এবং তাদের আটকে রাখার পক্ষে।
১। বাস আমার বোন যখন ওথে তখন খালি ছিল। পরে আস্তে আস্তে ভিড় হয়, সেটা অই রুটের সবাই জানে। আর সে তো উঠে যাবে, তার কাছে অনেক জিনিস ছিলো, আর সে তো তাকে বারবার সরতে বলেছিলো, আপনি কি লেখাটি পড়েন নাই? আপনি কি বোঝাতে চান, আমার বোন মজা নিচ্ছিল?
২। আমাদের পরিবারে আমরা এমনভাবে বড় হই নাই যে, আমার বোন তার ঘটনাটি বলে ছোট হয়ে যাবে। আপনি কি বলতে চান, আমার বোনের শেয়ার করা ঠিক হয়নি? এভাবে লুকিয়ে লুকিয়ে তো সমস্যা আরো বড় হয়, আমাদের পারিবারিক বন্ধন অনেক দৃঢ়, এটা বোঝার ক্ষমতা সবার নাই।
৩। আমার বোনের কোন কাণ্ড টি ইসলামিক নয়?
৪। আপনি কি পুরো লেখাটি পড়েছেন? আমার বোন ছাত্রী না শিক্ষিকা?
আর, আপনার উপদেশ শুনে বলার কিছু নাই। এটা তালেবান না, যেটা আপনাদের মত কিছু লোক এদেশকে বানানোর চেষ্টা করছেন। আমরা খাঁটি এবং বনেদী মুসলিম। এলাকায়, আমাদের সবাই সম্মান করে চলে, আমাদের ঘরের মেয়ের সুনাম সারা এলাকা করে, আপনার কাছ থেকে আমাদের শুনতে হবে না ধর্মের অনুশাসন,
যাহোক, কমেন্ট করার জন্য ধন্যবাদ।
১৫| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৩১
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ওদের বাপ-মা, পরিবার সঠিক শিক্ষা, শাসন কোনটিই দিতে পারেনি । তাই ওদের এই অধপতন । ভাল করে আশেপাশের এরকম বাজে মনমানসিকতার ছেলেপেলের পরিবেশের দিকে খেয়াল করে দেখবেন । যাদেরকে বলা যায় লাগামছাড়া ঘোড়া । তবে এদের বাপ-মা মনে হয় এসব কথা জানে না । তাদের এসব ব্যাপারে জানার জন্য সচেতনতা দরকার । কিন্তু এদেশের অনেক বাবা মা ছেলেমেয়ের ন্যুনতম খোজ রাখে না বললেই চলে । আমি দেখেছি যাদের বাপ-মা কিছুটা সচেতন তাদের ছেলেমেয়ে এরকম কাজ করতে একবার হলেও ভেবে দেখে যে এটা করলে বাপ-মা, পরিবার জানলে কি শাস্তি হতে পারে । তবে আমাদের এসব ব্যাপারে সচেতন থাকতে হবে যে আমরা যেন আমাদের ছেলেমেয়ের বেলায় এসব ভুল না করি । ঐ ছেলের বাপ-মা একথা কোনভাবে জেনে যদি শাসন করত তবে হয়ত কোন ফল হতে পারত । কিনতু কিভাবে জানবে ঐ ছেলের বাপ মা, তারপর ঐ ছেলের বাপ-মা ভাল কিনা তাও আমরা জানি না । কারন সর্ষে ভুত থাকলে ভুত তাড়ানো সম্ভব না ।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৭
একা স্বপ্নীল পথিক বলেছেন: হমত ভাই, একেবারে খাঁটি কথা বলেছেন।
১৬| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩
খাটাস বলেছেন: মাফ করবেন, আপু যেই বাসে যাচ্ছিলেন, সেই বাসে হয়ত মানুষ ছিল না, আর থাকলে ও তারা বুঝতে পারে নি। আপু কথা শুনিয়েছেন ঠিক আছে। তবে সবার সামনে হারামজাদাটার অপরাধ তুলে ধরতে হত। আমাদের সমাজের মা বোনের একটা মানসিক সমস্যা আছে, তারা নিজেদের আধুনিক ও প্রগতিশীল মনে করে , কিন্তু অনেকে এ ধরনের সমস্যায় পড়লে সংকোচ এর কারনে কিছু বলতে পারে না। এ সংকোচ থেকে বেরিয়ে আসতে হবে। মেয়েদের শরীর আল্লাহ পাক ই বানিয়েছেন, সকল মা বোনের শরীর ই একই। কোন নালায়েক যদি কোন বাজে কিছু করার চেষ্টা করে, তাকে সবার সামনে তুলে ধরতে হবে। কিছু মানুষ মজা নিলে ও কোন না কোন মানুষ অবশ্যই এগিয়ে আসবে। আমরা কখনও এ ধরনের হারামজাদা পেলে যেন মজা না নিয়ে আশেপাশের মানুষ কে নিয়েই হোক, আর একাই হোক তার প্রতিবাদ করতে পারি তার জন্য সচেতন থাকতে হবে।
আমি মনে করি আমাদের আশেপাশে যারা চলাফেরা করেন, তাদের কেও ই অন্যায় পছন্দ করেন না, কিন্তু একা একা হয়ত ঝামেলা হবে ভেবে প্রতিবাদ করতে পারেন। যে কোন পরিস্থিতিতে শুধু তাদের একবার জাগিয়ে দিতে পারলে ঐ জানয়ারের হাড্ডি ও খুজে পাওয়া যাবেনা।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১০
একা স্বপ্নীল পথিক বলেছেন: সেই বাস অল্পকিছুক্ষন পরেই ভর্তি হয়ে যায়। আর সবার সামনে সে তো ভদ্রভাবে প্রতিবাদ করেছে, কেউ কিন্তু কিছু বলেনি। দুঃখের বিষয় কেউ এগিয়ে আসে নি। আর জোর গলায় প্রতিবাদ করতে গেলে আরো সমস্যা।
আসুন, আমরা নিজেরাই জেগে উঠি।
১৭| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:০৪
মোমের মানুষ বলেছেন: ধিক্কার জানাই এই মানসিকতাকে
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১০
একা স্বপ্নীল পথিক বলেছেন: ধিক্কার জানাই এই মানসিকতাকে
১৮| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:০৫
ম্যানিলা নিশি বলেছেন:
মুনাজির বলেছেন: @
২. এক দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হুবহু দেখার মত আপনাকে বলার অর্থ কি? সে এ ঘটনা না বললেও চলত, বলায় কি ফায়দা হল আপনার ও আপনার ফ্যামিলির? আপনাদের কাছে বোনের মর্যাদা বৃদ্ধি পেয়েছি?!
=====================================
ইউসুফ ( আ: ) সহ আল কোরআনে অনেক ঘটনা দূর্ঘটনার বর্ণনা দেয়া আছে, আপনি কি মনে করেন এসব পড়া আমাদের ঠিক হচ্ছে না? একটি সত্য ঘটনা গোপন করতে বলছেন কেন?
আপনার জন্য একটা আয়াত ....
[42] তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। সুরা আল বাকারা
১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৫
একা স্বপ্নীল পথিক বলেছেন: অনেক ধন্যবাদ। এধরনের কিছু মানুষের জন্যই ইসলাম এর দিকে মানুষ হাত তুলতে পারে।
১৯| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:১৫
আতাউর রহমান তারেক বলেছেন: জানোয়ার গুলারে পিডাইতে ইচ্ছা করে
২০| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:২৫
রুচি বলেছেন: এসব প্রতিরোধে সবার একসাথে এগিয়ে আসা উচিত।
মুনাজিরের মন্তব্য দেখে স্তম্ভিত হলাম!!!! হায়রে মানুষ.......
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১০
একা স্বপ্নীল পথিক বলেছেন: হায়রে মানুষ......
২১| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২
স্বপ্ন বাংলা বলেছেন: "মুনাজির" আপনাকে মাইনাস দিলাম, আহাম্মকের মত চিন্তা শক্তি.....
২২| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৬
খাটাস বলেছেন: আমি কাওকে সহজে গালি দেই না, কিন্তু আজ আর পারতেছি না। মুনাজিরের মত শুয়ারের বাচ্চা গুলোর জন্য ইসলাম আর নারী দুটোই অবমাননা করা হয়। ওরে লাথথি দিয়া ব্লগ থেকে বের করে দেওয়ার দাবি জানাই।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১০
একা স্বপ্নীল পথিক বলেছেন: সলাম আর নারী দুটোই অবমাননা করা হয়
২৩| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৩
খালিদ ফারহান বলেছেন: না মারলে কোন লাভ নাই। এখন ঐ ছেলে কে তো পাওয়া যাবে না, এক কাজ করি, মুনাজির আবাল টারে পিটাই। ঐ আবাল, তুই কৈ থাকোস রে?
২৪| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৬
নীলতিমি বলেছেন: প্রায় এমন একটি ঘটনার মুখোমুখি হয়েছিলাম - বাসে ভার্সিটি যাবার সময়, ছেলেটাকে, স্যরি লোকটাকে এমন প্যাদিনি দিয়েছিলাম যে - বেঁচে থাকলে মনে থাকবে আজীবন।
বয়সে অনেক বড় ছিলো লোকটা কিন্তু তখন এত কিছু চিন্তা করার সুযোগ পাইনি বা করতে ইচ্ছে করে নি।
যেদেশে আইনের শাসন নেই - সেই দেশে আইন নিজের হাতে তুলে নেয়া অপরাধ নয় - অপরাধী তারাই যারা আইনরক্ষার দ্বায়িত্বে থেকে জনগণের টাকা ভোগ করছে!
২৫| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৭
ক্যাচালবাজ বলেছেন: আমার মনে হয়, পোলাটা মুনাজির বা মুনাজির টাইপড
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১১
একা স্বপ্নীল পথিক বলেছেন: মার তো মনে হচ্ছে মুনাজিরই
২৬| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৭
নানাভাই বলেছেন: হালার পুতের বি্ঁচির উপর একটা লাথি মারলেন না ক্যাল্যা?
২৭| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০২
হেডস্যার বলেছেন:
@মুনাজির হারামজাদাঃ
ঘাড়ে গর্দানে কতদিন খাস না? তোদের মত শুওরের বাচ্চাদের জন্যই এসব বন্ধ হয় না।
(তোর জন্য এর চাইতে ভাল ভাষা পাইলাম না রে)
২৮| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৩
আমি ইহতিব বলেছেন: খুবই দুঃখজনক, একটা স্বাধীন সভ্য দেশে বাস করেও আমাদের মেয়েদেরকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত। এই ধরনের বদমাইশগুলোকে জায়গায় ধরে থাপ্রালেই এদের বদমাইশি কিছুটা কমবে বলে আমার ধারণা, অন্তত কিছুদিন হলেও এমন করার সাহস পাবেনা ফালতুগুলা।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১২
একা স্বপ্নীল পথিক বলেছেন: তখন মুনাজির টাইপ কেউ আসবে উলটা তাকে কথা শুনাতে।
২৯| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩
কায়সার আহমেদ কায়েস বলেছেন: পবিত্র কুরআনে প্রথমে ছেলেদের হিজাবের কথা বলা হয়েছে তারপর মেয়েদের-
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। (সূরা নূরঃ ৩০)
ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। (সূরা নূরঃ ৩১)
আল্লাহ আমাদের উভয়কে উপর্যুক্ত আয়াত গুলো মেনে চলার তাওফিক দান করুন।
৩০| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৪
ল্যাপটপ কম্পিউটার বলেছেন: ইসলাম ধর্ম যদি সত্যি তাহলে পর্দ করাই এর এক মাত্র সমাধান। শুধু নারীদেরকে নয় পুরুষদের কে ও পর্দা করার কথা, দৃষ্টি সংযত করার কথা ইসলাম ধর্মে বলা হয়েছে। নারী পুরুষ উভয়কে পর্দা করার জন্য, দৃষ্টি সংযত করার জন্য, মুখ ও লজ্জা স্থান হেফাজত করার জন্য ইসলাম ধর্মে বলা হয়েছে।
সবশেষে ইসলামি আইন বাস্তবায়ন করা, অর্থাৎ কেউ যেনা করলে প্রকাশ্যে মৃত্যুদন্ড দেয়া।
৩১| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৪
ল্যাপটপ কম্পিউটার বলেছেন: ইসলাম ধর্ম যদি সত্যি তাহলে পর্দা করাই এর এক মাত্র সমাধান। শুধু নারীদেরকে নয় পুরুষদের কে ও পর্দা করার কথা, দৃষ্টি সংযত করার কথা ইসলাম ধর্মে বলা হয়েছে। নারী পুরুষ উভয়কে পর্দা করার জন্য, দৃষ্টি সংযত করার জন্য, মুখ ও লজ্জা স্থান হেফাজত করার জন্য ইসলাম ধর্মে বলা হয়েছে।
সবশেষে ইসলামি আইন বাস্তবায়ন করা, অর্থাৎ কেউ যেনা করলে প্রকাশ্যে মৃত্যুদন্ড দেয়া।
৩২| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮
রিফাত হোসেন বলেছেন: আমার অভিজ্ঞতা উল্টাটাই হয়েছে.. তবে এই রকম অসুস্থ মানসিকতা যাদের ধিক্কার জানাই ।
৩৩| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৩৫
কালীদাস বলেছেন: মুল্যবোধ কতটা নেমেছে, পারিবারিক শিক্ষা/শাসনের লেভেল কোথায় গেছে আমাদের সমাজে আবার ভেবে দেখার সময় এসেছে। পোস্টে অলরেডি এক গর্দভ পোস্ট অর্ধেক বুঝে হিজাব নিয়ে ফাউ ক্যাটক্যাট করে গেছে।
১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৯
একা স্বপ্নীল পথিক বলেছেন: হায়রে সামু, আরো কত রকম মানুষ দেখাবি রে !!! পোস্ট দিয়ে কিছু নোংরা মানুষ দেখলাম ভাই, এই আমাদের মূল্যবোধ? যা নিয়ে আমরা গর্ব করি?? !!! ছিঃ
৩৪| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৪৯
বাংলাদেশী দালাল বলেছেন:
এধরনের মানুষিক রুগীদের মুখে নয় জুতা দিয়ে বলা দরকার ছিল।
১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৯
একা স্বপ্নীল পথিক বলেছেন: ভাই, মুখ দিয়ে বলার পরও কিছু মানুষের প্রতিক্রিয়া দেখছেন না?
৩৫| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:১১
প্রত্যাবর্তন@ বলেছেন: আমার তো মনে হয় মুনাজির নামক কুত্তাটাই ওই ছেলেটা ছিল ।
১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৯
একা স্বপ্নীল পথিক বলেছেন: মার নিজেরই এখন দৃঢ় সন্দেহ হচ্ছে।
৩৬| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৩৯
নতুন বলেছেন: মুনাজির কমেন্টে বোঝা যায় আমাদের দেশের ঐ ধরনের কত মানুষ আছে...
মনে হয় ঐ পুলাই মনে হয় এই মুনাজির.... ঐ পুলাও মনে করছে ভাল মেয়ে কিছু বলবেনা.... সব কিছু মাইনা নিবে..
পদা` যদি নারী কমায় এই কথা যেই বলদে বলে কানের উপরে চটকানা দিতে ইচ্ছা করে...
১৭ মাসের মেয়ে ধষ`ন, উপরের ঘটনার মতন হাজারো ঘটনা আছে...
৩৭| ১০ ই জুন, ২০১৩ রাত ১০:৪২
সুলাইমান হাসান বলেছেন: মাইরের উপর কোনো ওষুধ নাই।
৩৮| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:১৬
রাজীব দে সরকার বলেছেন: কেউ কিছু মনে না করলে
"মুনাজির" কে কানের নিচে কড়া দুইটা চড় দিতে চাই
ব্যাটা আহাম্মক, কোনদিন বাসে-ট্যাম্পুতে তোমার মতো পাবলিক পাইলে ইচ্ছাটা পূরণ কইরা নিবো
৩৯| ১১ ই জুন, ২০১৩ রাত ১:০৭
আমিই মিসিরআলি বলেছেন: লেখাটা পড়ে খুব খারাপ লাগলো
আসলে আজকাল আর চেহারা দেখে মানুষ চেনা যায় না,আমরা পুরুষরা যতই ভদ্রতার মুখোশ পরে থাকি না কেন ভেতরে ভেতরে কমবেশি সবাই সুযোগ সন্ধানী
৪০| ১১ ই জুন, ২০১৩ ভোর ৬:১৯
মুনাজির বলেছেন: উল্টো সমঝিলা রে রাম।
৪১| ১১ ই জুন, ২০১৩ ভোর ৬:৩১
মুনাজির বলেছেন: ম্যানিলা নিশি বলেছেন: ইউসুফ ( আ: ) সহ আল কোরআনে অনেক ঘটনা দূর্ঘটনার বর্ণনা দেয়া আছে, আপনি কি মনে করেন এসব পড়া আমাদের ঠিক হচ্ছে না? একটি সত্য ঘটনা গোপন করতে বলছেন কেন?
সত্য জানার অধিকার সবার আছে, তাই এ ঘটনা মেয়েটার ভবিষ্যত সন্তান, শশুর বাড়ির আত্মীয়, স্বামী-পাড়াপ্রতিবেশী সবাইকে জানতে দে্ওয়া হোক।
আরেকটা কথা: ইউসূফ আ. এর সাথে যখন কুকর্ম করার ইচ্ছা করেছিল ঐ নারী, ইউসূফ আ. সাথে সাথে দৌড়ে পালানোর চেষ্টা করেছন, আল্লাহ তাকে রক্ষা করেছেন। আর আমাদের ভিকটিম কিন্তু ছেলেটার মনোভাব দেখে্ও জায়গায় বসে ছিলেন, বাড়ির লোকদের সাথে অযথা ফোনালাপে মত্ত হলেন, যা দেখে ছেলেটা হয়ত প্রশয় পেয়েছে।
৪২| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৪
একা স্বপ্নীল পথিক বলেছেন: আপনার সাথে কথা বলতে ঘেন্না হচ্ছে, কারন আমার বোনকে নিয়ে না জেনে আপনি আজেবাজে কথা বলছেন।
আপনি পুরো পোস্ট বা কমেন্টস কোনোটাই পড়েন নাই। প্রলে জান্তেব, আসল ঘটনা কি। আর আমি বলেছি তার সরে যাওয়ার অপশন ছিলো না। আর ছেলের মনোভাব দেখে মানে? অযথা ফোনালাপে মানে? আপনি পুরো লেখাটা পড়েছেন? যতক্ষন সে ফোনে কথা বলেছে ততক্ষণ, সেই ছেলে কিছু করার সাহস পায়নি। ছেলেটাকে বার বার সরতে বলার পরও সেই ছেলে প্রশ্রয় পায় কি করে?
শোনেন, আপনাদের মত অসুস্থ মানসিকতার মানুষ যারা কিছু হলেই মেয়েদের দোষ দেয়, এখানেও যেটা করতে চাচ্ছেন আপনি আমার বোনের সাথে। তারা এই মুহূর্ত থেকে আমার কোনো পোস্টে কমেন্ট করবেন না। আমি আপনাকে ব্লক করে দিতে বাধ্য হব।
হায়রে সামু, আরো কত নোংরা মানুষ দেখাবি রে !!!
৪৩| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৫
মুনাজির বলেছেন: না, আমি সেই ছেলে না। তাকে বলার কিছু্ও নেই, কারণ সে এখানে উপস্থিত নেই।
আপনি ব্লক করলে কিছু আসে-যায় নাই, অন্তত এ ভয়ে আপনার ব্লগে মন্তব্য করা থেকে বিরত থাকব না। আই এ্যাম বেরি ভিজি।
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৪
একা স্বপ্নীল পথিক বলেছেন: আপনি "বেরি" বিজি হয়ে থাকলে কমেন্ট করার সময় পান কোথা থেকে, যতসব ডুয়াল পারসোনালিটি
৪৪| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৩
মনিরুল ইসলাম বাবু বলেছেন: নতুন বলেছেন: মুনাজির কমেন্টে বোঝা যায় আমাদের দেশের ঐ ধরনের কত মানুষ আছে...
৪৫| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
খাটাস বলেছেন: মুনাজির বলেছেন: আর আমাদের ভিকটিম কিন্তু ছেলেটার মনোভাব দেখে্ও জায়গায় বসে ছিলেন, বাড়ির লোকদের সাথে অযথা ফোনালাপে মত্ত হলেন, যা দেখে ছেলেটা হয়ত প্রশয় পেয়েছে।
শুয়োরের বাচ্চা মুনাজির তোরে তো জ্ঞানে নোবেল দেয়া উচিৎ। তুই কইতে চাস আপু মজা নিচ্ছিল। তোর মত শুয়োরের বাচ্চা গুলোর জন্য মা বোনের এত কথা শুনতে হয়।
হিটলার বলেছেন, " আমি কিছু ইহুদি বাঁচিয়ে রাখলাম যেন মানুষ বুঝতে পারে , আমি তাদের কেন মেরেছি।"
আমি তোর আইডি তে রিপোর্ট দিলাম না। তোর মত মানসিকতা সবার জানা দরকার।
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৫
একা স্বপ্নীল পথিক বলেছেন: হিটলার বলেছেন, " আমি কিছু ইহুদি বাঁচিয়ে রাখলাম যেন মানুষ বুঝতে পারে , আমি তাদের কেন মেরেছি।"
আমি তোর আইডি তে রিপোর্ট দিলাম না। তোর মত মানসিকতা সবার জানা দরকার।
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৫
একা স্বপ্নীল পথিক বলেছেন: সহমত
৪৬| ১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৩২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: মানুষের মন মানসিকতা -- কোন কিছু দিয়েই ঠিক করা যায় না।
( অবশ্য , ওইগুলি মানুষের বাইরে)
৪/৫ বছরের শিশুকেও ধর্ষিত হতে দেখা যায়।এটা কি হিজাবের অভাবে বলবেন।
এই ধরনের কুত্তার বাচ্চাগুলিকে , মানুষ বলে মানুষ শব্দটার অপমান করবেন না , প্লিজ ।
৪৭| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৫
প্রত্যাবর্তন@ বলেছেন: মুনাজির ভেরি বিজি কারণ উনি বাসে দুইনাম্বারিতে ব্যস্ত আছেন
১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৯
একা স্বপ্নীল পথিক বলেছেন:
হাহাপগে ভাই
৪৮| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৮
হাসি .. বলেছেন: নৈতিক মূল্যবোধের অভাব, পারিবাকির শিক্ষার অভাব। আপুর উচিত ছিল জুতা খুলে গালে মারা।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৩
ক্যাচালবাজ বলেছেন: হায় !