নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকলের মাঝেও আমি একা হলেও আমি বিষন্ন নই; আমি গর্বিত। আর আমার দূর্বলতাই আমার সবচেয়ে বড় শক্তি।

একা স্বপ্নীল পথিক

সকলের মাঝেও আমি একা হলেও আমি বিষন্ন নই; আমি গর্বিত। আর আমার দূর্বলতাই আমার সবচেয়ে বড় শক্তি।

একা স্বপ্নীল পথিক › বিস্তারিত পোস্টঃ

পরামর্শ চাই - ইংরেজীতে অনার্সের জন্য কোন প্রাইভেট ভার্সিটি ভালো হবে?

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪০

আমার কাজিন এবার এইচএসসি দিলো। রেজাল্ট মোটামুটি। তার রেজাল্টে সরকারি ভার্সিটিতে চান্স পাওয়া কঠিন আবার জাতীয় ভার্সিটিতে সেশন জট আছে। তার বাবা মা এর ইচ্ছে প্রাইভেট ভার্সিটিতে ইংরেজীতে পড়ানো। এখন, সমস্যা হলো সে খুব চাপ নিতে পারেনা, কিন্ত এমনিতে ঐ বিষয়ে তার আগ্রহ আর লেগে থাকতে পারে খুব বেশী।

এখন, ইংরেজীতে অনার্সের জন্য কোন প্রাইভেট ভার্সিটি ভালো হবে?

১। ইউল্যাব (এদেরটা কি অনার্স?)
২। ইস্ট ওয়েস্ট ( কঠিন হয়ে যাবি কি খুব বেশী? )
৩। ড্যাফোডিল?

বা অন্য যেকোনো ভার্সিটি? কোনটা ভালো হবে? অন্তত যাদের মার্কেট ভ্যালু থাকবে?

অগ্রীম ধন্যবাদ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৪

টারজান০০০০৭ বলেছেন: মোটামুটি হইলে ইউল্যাব অথবা ইস্টার্ন ! ভালো চাহিলে নর্থ সাউথ ! তয় সেইখানে বহুত প্যারা !

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯

একা স্বপ্নীল পথিক বলেছেন: ইউল্যাবের ডিগ্রি কি অনার্স ডিগ্রী? নর্থ সাউথে পয়েন্টে নাও হতে পারে।

২| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
BRAC University Dhaka
North South University
Independent University, Bangladesh

৩| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

কাউয়ার জাত বলেছেন: ন্যাশনালে সেশনজট এখনো আছে?
ভালো করে যাচাই করে নিন।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯

একা স্বপ্নীল পথিক বলেছেন: আমার যে সঠিক জানা নেই। পড়াশোনা শেষ করেছি সেই ২০১১ তে। আর আমি এই ব্যাকগ্রাউন্ডের না। আচ্ছা, ন্যাশনালে সিজিপিএ রিকোয়ার্মেন্ট কেমন? আর বছ বছর ইয়ার ফাইন্যাল কি এসএসসি/এইচএস সি এর মতো হয়?

৪| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০০

সারোয়ার ইবনে গিয়াস বলেছেন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন সাধারণত জট নাই বললেই চলে।
তবে-ইদানিং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি আরোও বেশী কঠিন হয়ে গেছে।
কারণ, ভর্তি পরীক্ষা হয়না। নর্থ-সাউথের ভালো নাম আছে! আসলে-ইংলিশ অনার্স হলো- বাংলা সাহিত্যের মতো। মুখস্ত বিদ্যাই রেজাল্ট আনে বেশী- আর নিজেদেরই পড়াশোনা করতে হয়। ব্রাক-এ হবেনা? ইদানিং এটার খুব নাম-ডাক শুনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.