নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

রুবাইয়াত-ই-বালুচরঃ কৃচ্ছ্রসাধন, হয় বিধান

২১ শে জুন, ২০১৫ বিকাল ৫:২১


১)
রোজা জানি ইসলামেরই পঞ্চ স্তম্ভের তৃতীয় হয়
বিধান পালন করতে তবু,লোকে দেখি করে ভয়।
বিরত রই পানাহারে সুবা থেকে সন্ধ্যা তক
রাতের বেলা আহার করি,যার যতটুক প্রাণে সয়।
২)
কিন্তু এ কী রোজার মাসে,খেতে দেখি সব পাগল
কৃচ্ছ্রসাধন কেমনে হবে, শরীরে তোর কই ধকল?
যত পারো খেতে বুঝি, খোদার কাছে নেই মানা
ইবাদতের চেয়ে খাওয়া,করছে দেখি তিন ডবল।
৩)
শরীর যদি বুঝলোনা তোর, উপবাসটা কেমন চিজ
খাবার পিছে রইলে মেতে,করলে বপন পাপের বীজ।
এই করে তোর রোজা পালন,শুন্য যেনো অন্তসার
হাদিস-কোরান দেখনা পড়ে,ধর্মতো নয় ওদের লীজ?
৪)
সিয়াম করো সকল কাজে, কৃচ্ছ্রসাধন হয় বিধান
যত ইচ্ছে খেতে পারো,কোথায় আছে সেই প্রমাণ?
যে যার মতো রুলিং দিয়ে, ধর্মে গড়ে নানান মত
এই করে দিন ওফাত হলে,পূণ্যে হবে তোর নিদান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.