নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

ব্যঞ্জন বর্ণ চোর

২৪ শে জুন, ২০১৫ রাত ৮:৫৩

অ’এসে দাঁড়ায় পাশে, আ’কে বলে শোন
মোদের ছাড়া শব্দ গড়ে,সে আবার কোন?
আমরা হলেম আদি বর্ণ, স্বর মোদের নাম
ক খ চ-র কী বা মুরোদ,কী বা আছে দাম।
সংখ্যাতে হয় ওরা অধিক, গায় ধরে বল
এগার নয় ফেলনা কিছু,ঐক্যে গড়া দল।
স্বাবলম্বী কম কিসে? ব্যঞ্জনতো কোন ছার
লাভ-ক্ষতির হিসেব কষে,আর দেবনা ধার।
শোনরে তোরা স্বরবর্ণ, এগার আমরা নই
অনুস্বার হয় মোদের জাত,ওটা গেল কই?
গায়ের জোরে নিছে তারা,ব্যঞ্জন এক চোর
প্রতিবাদ করতে তোরা,তুলরে সবাই শোর।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ রাত ৯:১১

আরণ্যক রাখাল বলেছেন: অনুস্বার স্বরবর্ণে পালায় না ক্যা

২৪ শে জুন, ২০১৫ রাত ৯:১৫

বালুচর্ বলেছেন: আরে, ওরা যে অনেক। একা "অনুস্বার" পারে কি ? চলুন সবাই মিলে ফিরিয়ে নিয়ে আসি। মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ কবি।

২| ২৪ শে জুন, ২০১৫ রাত ১০:৪৩

মোস্তাক খসরু বলেছেন: খুব ভালো লাগরো।

২৪ শে জুন, ২০১৫ রাত ১১:০৭

বালুচর্ বলেছেন: খুশি হলাম।
নিরন্তর শুভেচ্ছা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.