![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তালগাছে কি কেউ দেখেছে
কানাবকের ছা
সাপুড়ে সাপ খেলায় বলে
বককিলারে খা ।
চাঁদের বুড়ি রয়না চাঁদে
চরকা সুতো নেই
চাঁদ সওদাগর সওদা নিয়ে
কোথায় করে ধেই?
আজব সকল রূপকথাতে
সাপের থাকে পা
কোকিলের সুর হোকনা মধুর
কদাকার তার গা।
কাঠ বিড়ালি নয়তো বিড়াল
মিঞাও সে কি কয়
ভূত কি কভু দেখছে কেহ
তবু ভূতের ভয়।
২৭ শে জুন, ২০১৫ রাত ৮:৪১
বালুচর্ বলেছেন: বালুচরকে খেলে, কাশেম কি বাদ যাবে ?
অনেক অনেক শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪০
এম এ কাশেম বলেছেন: বালুচোর ভাইরে খা..............