![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি পড়ে মিষ্টি মধুর
সকাল-সন্ধ্যা-রাত
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
গুড়ি গুড়ি জাত।
ছাতা মাথায় ভর ধরেনা
পিট করে চটচট
দিনব্যাপিয়া সদর রাস্তায়
রিক্সা গাড়ির জট।
বিন্দু বিন্দু বৃষ্টি কণায়
লেপ্টে জামা গায়
গরম তবু যায়না দূরে
স্বস্তি পাওয়া দায়।
খুড়া খুড়ি রাস্তা মাঝে
খানা-খন্দক ভর
চিৎপটাং যে কখন কে হয়
মনে লাগে ডর।
৩০ শে জুন, ২০১৫ রাত ৮:২৩
বালুচর্ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৫ রাত ৯:২৪
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: সুন্দর...