![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শালুক কুড়াতে গিয়েছিনু, দুজনা ছোট্টবেলায়
বিলে-বাদাড়ে নদী আর খালে,মেতেছি খেলায়।
প্রখর রোদে তামাটে শরীরে, লয়ে কিছু তার
ভয়ের নিঁকুচি করে, ফিরেছি বাড়িতে আবার।
শাপলার ফুলে মালা গেঁথে, দিয়েছি তব গলে
বউ বউ খেলায় মেতেছি, হায় তামশাচ্ছলে।
আপনার ভেবে, করেছি কত মান-অভিমান
যেই সুখ পেয়েছিনু,তা যে ছিলো তারই দান।
খেলায় মেতে যে সুখ,দিয়েছিলে সেদিন মোরে
এতদিন পরেও তা যে হায়,মম চিত্ত যে কুড়ে।
সেই নদী সেই বিল,জেগে রয় স্মৃতির পাড়ে
সবই আছে ঠিক মতো,শুধু তুমি নেই ধারে।
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৪
বালুচর্ বলেছেন: ধন্যবাদ হাজার বার।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫
হাসান মাহবুব বলেছেন: ভালু কোবতে।