নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেক বিক্রি হলে দাস-মন ছাড়া কিছুই থাকে নাকো। আদর্শের তবু নৈতিক বিজয় থাকে।

বেলায়েত হোসেন আখন্দ

বিবেক বিক্রি হলে দাস-মন ছাড়া কিছুই থাকে নাকো। আদর্শের তবু নৈতিক বিজয় থাকে।

বেলায়েত হোসেন আখন্দ › বিস্তারিত পোস্টঃ

একটি ব্যক্তিগত পত্র

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

২৪ সেপ্টেম্বর, ২০১৬
দক্ষিণ ছায়াবীথি, গাজীপুর।

প্রিয় মন্টু,

তোর জন্য আশিস। বলি, শোন, আমারও ভুল হয়, তুইও ঠোঁটকাটা। উচিত কথা বলার সাহস রাখিস বলেই তোকে বেশি ভালোবাসি। যারা তোকে অপছন্দ করে, তারাও তোকে অপছন্দ করে উচিত কথা বলিস বলেই। বস্তুত তুই-ই আসল বন্ধু—বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সাহসী। আমাকে খুশি করার জন্য তুই কিছু করিস না, বলিসও না। তোর কথার কোনো ভূমিকা নেই, বন্ধুরা বলে রস নেই। আমি বলি, তোর হাতে তেলের বাটি নেই। তুই ভালোবাসিস পুড়িয়ে, তারাও বাসে ভালো—রসিয়ে-বিষিয়ে। আমি তাদের ভালোবাসার দূষণ থেকে মুক্তি চাই। দোস্ত, আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য তুই বেঁচে থাক, অন্তত যতদিন আমি না-মরি।

শোন, যারা আমাকে খুশি করার জন্য কিছু করে বা বলে, তারা আমার ভুলকে প্রশ্রয় দেয়, আমাকে বিপথগামী করে। তারা তোষামুদে। তারা আমার ভুলগুলো ধরিয়ে না-দিয়ে বরং গোপনে তা প্রচার করে বেড়ায়, আমাকে হেয় করে। তাদের বন্ধুত্ব মাকাল ফলের বাইরের সৌন্দর্যের মতো। তাদের মানসিকতা, বিশেষত স্বার্থপরতা বড়ো দুর্গন্ধময়, ঠিক মাকাল ফলের ভেতরটার মতো। আমি তাদের বন্ধু ভাবি না। জানি, আমি বন্ধু ভাবলাম কি ভাবলাম না তাতে তাদের কিছু যায়-আসে না। আমিও পরোয়া করি না তাদের। বন্ধু, তুই বেঁচে থাকলে আমিও বেঁচে যাবো তোষামুদের কবল থেকে। তুই পাশে আছিস, পাশেই থাকিস।

তুই সামনাসামনি ভুল ধরিয়ে দিস বলে আমি অপমানিত হই না, বরং ভুলগুলো শুধরে নিয়ে শুদ্ধ মানুষ হওয়ার সুযোগ পাই। তাই, আমি তোকে প্রতিযোগী ভাবি না, জীবনসংগ্রামের সহযোগী ভাবি। তুই যে বলেছিস—কখনো ভুল হবে না, এমন জেদ করিসনে। ভুলকে শুধরে নিয়ে ফুল হয়ে ফুটিস। ভুলকে অাঁকড়ে পড়ে থেকে ভুলের সংখ্যা বাড়াসনে।—সে কথা আজও আমার মনে গেঁথে আছে। আমি মানি, ভুল স্বীকার করাতে অসম্মান নেই, প্রকৃত অসম্মান ভুলকে অস্বীকার করা বা দামাচাপা দেওয়ার মধ্যেই। আমি বলি, যারা সৎসাহসী তারা ভুল স্বীকার করে, শুধরেও নেয়।

চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিস—মাথার উকুন আর ক্ষেতের আগাছাগুলো। দোয়া করিস এসব বাছতে আর তুলতে যেন পারি। ভালো থাকিস। ভুল ধরিয়ে দেওয়ার বিষয়ে আপসহীন থাকিস। ভুল যে করে তাকে সংশোধনের সুযোগ করে দিস। তোর ভালোবাসায় আমাকে পুড়তে দিস।

ইতি—
তোর বন্ধু
খোকা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.