![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবেক বিক্রি হলে দাস-মন ছাড়া কিছুই থাকে নাকো। আদর্শের তবু নৈতিক বিজয় থাকে।
আমি নষ্ট-ভ্রষ্ট-মূর্খ আর চাটুকার হলে, মানুষ আমাকে তা-ই বলুক। মানুষ আমার ন্যায়-অন্যায়ের বিচার করতে শিখুক, আমার ঠিক-বেঠিক ধরতে শিখুক, ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে শিখুক, ঠিককে ঠিক আর বেঠিককে বেঠিক বলতে শিখুক। মানুষ কথা বলুক স্বাধীনতায়; কেননা, অধীনতায় মনের কথা ও মুখের কথায় ফারাক থেকে যায়।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৭
বেলায়েত হোসেন আখন্দ বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
কোনটা ন্যায়? আপনি একটা ন্যায় আমাকে দেখান, আমি সেটার বিপক্ষে স্বাধীনভাবে কথা বলবো!
০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৫
বেলায়েত হোসেন আখন্দ বলেছেন: আমার নিজের কথাটি বলার মুখ আছে, আপনার কথাটি শোনার কানও আছে। সমালোচককে আমি বন্ধুই ভাবি; তার সমালোচনায় ঋদ্ধ হই, শুদ্ধ হই, ক্রুদ্ধ হই না। মনে ধরলে সমালোচকের কথা গ্রহণ করি, না-ধরলেও কুতর্ক করি না। –এ পরমতসহিষ্ণুতা আমার কাছে ন্যায়, অসহিষ্ণুতা অন্যায়।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৫
স্বৈতী ইসলাম বলেছেন: মানুষ আমার ন্যায়-অন্যায়ের বিচার করতে শিখুক, আমার ঠিক-বেঠিক ধরতে শিখুক, ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে শিখুক, ঠিককে ঠিক আর বেঠিককে বেঠিক বলতে শিখুক। +++