নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে আত্মা, তুমি শান্তিতে পরিভ্রমণ করো বিশ্বজগতে

এখওয়ানআখী

আমি সত্যের আত্মা

এখওয়ানআখী › বিস্তারিত পোস্টঃ

হৃদয় কাঁপে, কাঁপে ব্রম্হ্মা

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৪১



মুখোসের আড়ালে মুখোসেরা
হৃদয়ের অন্তরে হৃদয়
একচুমুক সমস্ত নোনাজল;
বুকের মধ্যে
পৃথিবীর ব্যাসফিতা গনগনে আগুন।

বৃক্ষ স্তব্ধ হলে গর্ভবতী মা
আত্মার ভ্রুণ ঘুমিয়ে হাই তোলে,
শুক্লাপক্ষকে খেয়েছে আঁধার।
হাউডি পাড়ে প্রাক্তন প্রেমিকার পোষা কুকুর।
হৃদয়ের অর্থবহ কথকতা
আর্তুর র‌্যাবোর সুদীর্ঘ দির্ঘশ্বাস।

বেশ্যা প্রেমিক করতল চাটে
হৃদয় উল্টে হৃদয় অথবা কুকুরীহৃদয়।
কাঙালীর সর্বস্ব গেলেও
জলাঞ্জলী শূন্যতায় স্থির।

হৃদয় কাঁপে, কাঁপে ব্রম্হ্মা
হৃদয়ের মধ্যে জারজ অভিশপ্ত হৃদয়।
" আমার বঁধুয়া আন বাড়ী যায়
আমারি আঙিনা দিয়া"।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৩৬

সূচরিতা সেন বলেছেন: সুন্দর কাব্য।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৪৯

এখওয়ানআখী বলেছেন: সুন্দর বাক্যে অনুপ্রাণিত হলাম। কাব্যের মধ্যে সৌন্দর্য খুঁজে পাওয়া সূচরিতা সেনকে আমার ব্লগবাড়ীতে আমন্ত্রণ রইল। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন।

২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:২৮

কাওসার চৌধুরী বলেছেন:



আমার কাছে একটু কঠিন লাগলেও দুইয়-তিনবারে পাঠ উদ্ধার করেছি। কবিতায় ভাল লাগা রইলো............

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১

এখওয়ানআখী বলেছেন: গুণী ব্লগার কাওসার ভাই, আপনি এই সামান্য লেখাটিও যে দুইতিনবার পড়েছেন এজন্য কৃতজ্ঞতা জানাই। ভাল থাকবেন। শুভকামনা রইল।

৩| ০১ লা আগস্ট, ২০১৮ ভোর ৫:২৫

স্রাঞ্জি সে বলেছেন:

বিরহ

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

এখওয়ানআখী বলেছেন: বিরহ মানুষকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেয়। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

৪| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৮:০০

ভ্রমরের ডানা বলেছেন:


যদিও বিরহ তবুও বলব-

বালিকা,আমি জ্ঞানের দাস হব! তোমার নই!



০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৯

এখওয়ানআখী বলেছেন: বাহ -- আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
বালিকা,আমি জ্ঞানের দাস হব! তোমারও দাস হব।
প্রেমের দাস যে আমি চিরকাল। ভাল থাকবেন

৫| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: কবিতায় কঠিন শব্দ আমার ভালো লাগে না।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

এখওয়ানআখী বলেছেন: প্রিয় রাজীব ভাই, আপনার উপদেশ সবসময় মাথায় রাখব। আপনার দির্ঘায়ু কামনা করছি।

৬| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪

বাকপ্রবাস বলেছেন: বেশ কবার পড়তে হল, কবিতাটা বারবার টানছে বুঝে পড়ার জন্য। বিরহটা আবিষ্কার হল যদি অনাবিষ্কৃত আরো অনেক কিছু। ভাল লেগেছে বলেই বারবার পড়া।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩

এখওয়ানআখী বলেছেন: বাকপ্রবাস বলেছেন: বেশ কবার পড়তে হল, কবিতাটা বারবার টানছে বুঝে পড়ার জন্য--- ধন্য আমি ধন্য। প্রিয়কবি আপনার ভাললাগা আমাকে উদ্দীপিত করে সবসময়।

৭| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

চঞ্চল হরিণী বলেছেন: ভিন্ন রকম উপস্থাপনা। ভালো লাগলো কবিতা। ফরাসী কবি আর্তুর র‍্যাবো-কে এনেছেন ঠিক আছে, কিন্তু হাউডি কে ? আমেরিকা গট ট্যালেন্টের বিচারক আছেন একজন, তিনি কি ?

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

এখওয়ানআখী বলেছেন: আর্তুর র‍্যাবোর কষ্ট আর আমার কষ্ট মিলেমিশে একাকার। বিশেষ করে যখন অন্য পুরুষ আমার প্রেমিকাকে বাহুলগ্না করে আমাকে হাই হ্যালো বলে! তাইতো হাউডি পাড়ে প্রেমিকার পোষা ------।
চঞ্চল হরিণী--- আমার লেখা যে আপনার মধ্যে কিছুটা চঞ্চলতা সৃষ্টি করেছে ওতেই আমি চিরকৃতজ্ঞ।

৮| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:০০

পদাতিক চৌধুরি বলেছেন: কবিভাই,

লাইক দেওয়ার সময় একটা ফ্লেবার পেয়েছিলাম। হরিণী আপুর কমেন্টি যেন আরও মধুর করে দিল।

শুভকামনা প্রিয় কবিভাইকে।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮

এখওয়ানআখী বলেছেন: প্রিয় গদ্যশিল্পী পদাতিক চৌধুরীভাই, আপনার লেখা পড়তে আমার সবসময় ভাললাগে। আপনার কমেন্ট আমার কাছে খুব মূল্যবান। ভাল থাকবেন। শুভকামনা নিরন্তর।

৯| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৪০

ইব্‌রাহীম আই কে বলেছেন: সুন্দর কবিতা।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

এখওয়ানআখী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

১০| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন, চমৎকান কথামালা।
ভালো ণাগলো

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০

এখওয়ানআখী বলেছেন: আপনার চমৎকারিত্ব আমাকে প্রেরণা যোগাাবে সবসময়। ভাল থাকবেন

১১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:৩৬

চাঙ্কু বলেছেন: কান্দেন কিল্লাই?

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২

এখওয়ানআখী বলেছেন: হুদাই হুদাই কান্দি। কান্দন আহে তই কি করুম

১২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:৩৬

যবড়জং বলেছেন: কবিতার মর্মার্থ বুঝিতে পারিনাই তবে এ দায় একান্ত আমার ।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

এখওয়ানআখী বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

আখেনাটেন বলেছেন: আপনি তো দুর্দান্ত লেখেন।

মুখোসের আড়ালে মুখোসেরা
হৃদয়ের অন্তরে হৃদয়
একচুমুক সমস্ত নোনাজল;
বুকের মধ্যে
পৃথিবীর ব্যাসফিতা গনগনে আগুন।
-- অসাম।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৭

এখওয়ানআখী বলেছেন: হে মহামান্য ফারাও, আপনার দুর্দান্ত মন্তব্যে পৃথিবীর ব্যাসফিতা শীতল স্পর্শ পেল। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.