নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজকে ভালোবাসলে কাজ আমাকে ভালোবাসবে। তাই কাজকে সম্মান করতে হবে, করতে হবে শ্রদ্ধা। হউক ছোট হউক না বড়। কাজ তো কাজেই । আর আমার কাজটাই হলো অলসদের জাগিয়ে তোলা।

আকিব হাসান জাভেদ

আকিব হাসান জাভেদ › বিস্তারিত পোস্টঃ

জীবনের নামেই সব ভাবনা

৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:১৬



একজন মানুষ সারাদিন যা ভাবে, তার মূল কথাটা—জীবন।
অফিসের চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে যে ভাবনায় ভেসে যায়, সেটাই জীবন।
বাসায়, কোমল বালিশে গা এলিয়ে যে চিন্তা আসে নিঃশব্দে—সেই তো জীবন।
রাত ১১টার ছাদে, সিগারেটের ধোঁয়া মিশে যায় আকাশে—আর হেঁটে হেঁটে যে প্রশ্নগুলো মাথায় আসে, সেই সব প্রশ্নের নাম জীবন।

মানুষের এত ভাবনা, এত উদ্বেগ, কোনো সময়েই এত তীব্র ছিল না—যতটা এখন, এই বর্তমান সময়ে।
এখন জীবন মানেই ত্যাগ।
এখন জীবন মানেই নিজের হাসি চাপা দিয়ে অন্যের ভালো রাখা।
সুখ আসে সাময়িকের মতো—আর কষ্ট গেঁথে বসে গভীর শিকড়ে।
এ যেন এক দীর্ঘ পথ—যার রাস্তাও আছে, ক্লান্তিও আছে, কিন্তু নেই কোনো নিশ্চিত গন্তব্য।

সবাইকে নিয়ে ভাবতে ভাবতে, একসময় নিজের কথাই ভুলে যাই—সেইটাও জীবন।
জীবনের এই বাস্তবতায় পাপ বাড়ছে—আর সত্যের আলো নিভে যাচ্ছে বারবার।
জীবনের একমাত্র নিশ্চিত গন্তব্য—মৃত্যু।
কিন্তু তবু, মৃত্যুর চিন্তা আমাদের খুব কমই নাড়া দেয়।

জীবন শুধু শুদ্ধ হয়—আঘাতে।
আমি হয়তো পাহাড়ের শীর্ষে পৌঁছেছি,
তবুও জীবন আমাকে শেখাতে পারেনি—কীভাবে আসল অর্থে মানুষ হওয়া যায়।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৭

আকিব হাসান জাভেদ বলেছেন: ধন্যবাদ আপু ।

২| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ৯:৩২

কামাল১৮ বলেছেন: বেচে থাকার নামই জীবন।

০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৮

আকিব হাসান জাভেদ বলেছেন: ধন্যবাদ মন্তব্য জন্য ।

৩| ০১ লা আগস্ট, ২০২৫ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর। সুন্দর।

৪| ০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৯

আকিব হাসান জাভেদ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.