![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন আমি তাকে একটি করে গোলাপ দিই। গোলাপ তার খুব পছন্দ। তার ছাদে অজস্র ফুলের বাগান সব রঙ, সব ঘ্রাণ, সব ঋতুর ফুল আছে সেখানে। কিন্তু আশ্চর্যের বিষয়, একটিও গোলাপ গাছ নেই।
একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, “তুমি গোলাপ গাছ রাখো না কেন? সে মৃদু হেসে বলল, “তুমি যে প্রতিদিন একটি গোলাপ দাও, তার মানে শুধু একটি ফুল নয় তার মধ্যে আছে তোমার ভালোবাসা, তোমার যত্ন, তোমার স্নেহ। আমার বাগানে মাঝে মাঝে ফুল না ফুটলেও আমি জানি, তোমার গোলাপ আমার কাছে পৌঁছে যাবে।
তার এই যত্নে ভরা ভালোবাসা কোথায় যেন হারিয়ে গেল সম্ভবত কোনো এক প্রবাসীর ফুল-না-ফোটা নিঃসঙ্গ দেশে। এখন আমি আমার বাগানে অনেকগুলো গোলাপ গাছ লাগিয়েছি। কিন্তু সেগুলো ফুটে ওঠে না, ঝরে পড়ে যায় কাউকে দেওয়ার মতো থাকে না, কেউ নিতে আসেও না।
অসংখ্য যত্নে আগলানো ভালোবাসাও কখনো কখনো ফুটতে পারে না , জীবনের অদেখা আঘাতে কুঁড়ি হয়েই ঝরে যায় ।
২| ১৩ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩০
সুলাইমান হোসেন বলেছেন: কি দিয়ে শান্তনা দেওয়া যায়,ভাষা খুঁজে পাচ্ছিনা।সবার জীবনেই এমনটা ঘটে
৩| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ২:২১
লোকমানুষ বলেছেন: ভালোবাসা শুধু ফুল দেওয়া-নেওয়া গল্প নয়, বরং সময়ের হাত ধরে বেড়ে ওঠা এক অদৃশ্য বন্ধন। কেউ কেউ সেই বন্ধনের সম্মান রক্ষা করতে পারে, আর কেউ ব্যর্থ হয়; এটাই বাস্তবতা। তবে ভালোবাসার সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো- কুঁড়ি গুলো ফোটার আগেই ঝরে পড়া।
আপনার কুড়ি গুলো পূর্ণ ফুল হয়ে ফুটে উঠুক- এই প্রার্থনাই থাকবে।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৭
বিজন রয় বলেছেন: ভালবাসা মরে গেল!
তবে প্রকৃত ভালোবাসা কখনো মরে না।