নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজকে ভালোবাসলে কাজ আমাকে ভালোবাসবে। তাই কাজকে সম্মান করতে হবে, করতে হবে শ্রদ্ধা। হউক ছোট হউক না বড়। কাজ তো কাজেই । আর আমার কাজটাই হলো অলসদের জাগিয়ে তোলা।

আকিব হাসান জাভেদ

আকিব হাসান জাভেদ › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করে দিও

২৩ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৫



আমরা প্রতিদিন কত স্বপ্ন নিয়ে চলি, কখনো আনন্দে, কখনো দুঃখে দিন পার করি। কিন্তু শেষের গন্তব্যের কথা সেটা কেউ মনে রাখি না।

মানুষের মাঝে আজ ভালোবাসা আর সহানুভূতি কমে যাচ্ছে। চোখে পড়ে অহংকার, ভোগ-বিলাস আর পোশাকের জাঁকজমক। অথচ আমাদের মনে রাখা উচিত এইসব কিছু একদিন ফুরিয়ে যাবে।

প্রতিদিন আমরা ঘর থেকে বের হই, ঘরে বাবা, মা, ছেলে, মেয়ে অপেক্ষা করে কখন ফিরবে আমার বাবা? কিন্তু কে জানে সেই ফেরা হবে কি না। হয়তো হঠাৎ কোনো দুর্ঘটনায় বাবার আর ঘরে ফেরা হয় না। হয়তো সন্তানকে বলে গিয়েছিল তোমার প্রিয় খেলনাটা নিয়ে ফিরব কিন্তু সেই প্রতিশ্রুতি আর পূর্ণ হয় না।

আমরা দীর্ঘদিন বাঁচার আশা করি, অথচ সেই আশা মুহূর্তেই ভেঙে যেতে পারে। তাই প্রতিটি বিদায় এমনভাবে নিতে হবে, যেন এটাই শেষ বিদায়। প্রতিটি দিন বাঁচতে হবে মৃত্যুর কথা মনে রেখে।

যদি কোনোদিন কাউকে কষ্ট দিয়ে থাকি, কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন।

ফিরে তো আসিনি মা, কথা দিয়েছিলাম
ক্ষমা করে দিও, দেখা হবে সেই আরশে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৪৮

বিজন রয় বলেছেন: আচ্ছা ক্ষমা করে দিলাম।

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৮

আকিব হাসান জাভেদ বলেছেন: অশেষ ধন্যবাদ। ক্ষমাই মানুষের সর্বোচ্চ মহৎ গুণ।

২| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ২:৩৮

লোকমানুষ বলেছেন: কুমিল্লায় এক পরিবারের চারজনই চলে গেল সড়ক দুর্ঘটনায়, মুন্সীগঞ্জে তিন যুবক। গত কয়েকদিনের সড়ক দুর্ঘটনাগুলো সত্যিই হৃদয়বিদারক। এই প্রাণগুলো শুধু পরিসংখ্যান নয়, একটি পরিবারের অবিনাশী বেদনা। জীবন যে কতটা অনিশ্চিত আর জীবনের প্রতিটি মুহূর্ত যে কি পরিমাণ মূল্যবান তা এই ঘটনাগুলো সামনে আসলে আরও ভালো করে অনুধাবন হয়।

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:০৮

আকিব হাসান জাভেদ বলেছেন: জীবন সত্যিই অনিশ্চিত। প্রতিটি দুর্ঘটনা বেদনাদায়ক। যার পরিবারে ঘটে, সেই-ই বোঝে বেদনার শেষ নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে।।

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৮

আকিব হাসান জাভেদ বলেছেন: আল্লাহর কাছেও ক্ষমা চাই। বান্দা যদি মাফ করে, তবে আল্লাহও মাফ করে দেবেন। ধন্যবাদ রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.