![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।
তারেক মাসুদের "মাটির ময়না"
মুভির কাহিনী, লোকেশন,অভিনয় সংলাপ, চিত্রায়ন,পরিচালনা সবকিছু মিলিয়ে মাটির ময়না একটা অসাধারণ মুভি। লাস্ট কবে এরকম মুগ্ধতা নিয়ে বাংলা মুভি দেখেছি সেটা মনে করতে পারছিনা।মুক্তিযুদ্ধের ঠিক আগের সময়ের প্রত্যন্ত এক গ্রামের একটি পরিবারের গল্প, পরিবারের ছোট ছেলে আনুর গল্প। মুভিতে ছোট ছোট রূপক দৃশ্যে ফুটে উঠেছে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার এবং তৎকালীন সামজিক অবস্হা। মুভিতে দুটি একস্ট্রা অরডিনারী চরিত্র আছে এক- আনুর বন্ধু রোকন, দুই- করিম মাঝি। রোকন চরিত্রে যে শিশু শিল্পী অভিনয় করেছে সে এক কথায় অনবদ্য এবং তার চরিত্রটা টোটালি অন্যরকম। পুঁথিপাঠ, নৌকা চালাতে চালাতে হালকা চালে গভীর গল্প বলা এসব নিয়ে করিম মাঝির চরিত্রটা ছিল খুব উপভোগ্য। আনুর বাবা গোঁড়া ধার্মিক হোমিওপ্যাথির চিকিৎসক কাজী এবং স্বাধীনচেতা আনুর মা আয়েশা চরিত্র যেন আমাদের কুসংস্কার সমাজের মা-বাবার বাস্তব প্রতিনিধিত্ব করেছে। আনুর ছোট বোন আসমার চরিত্রটা বেশ ছোট হলেও খুব সুইট ছিল। আনুর কাকা মিলন এবং আনুর হুজুর ঈব্রাহিম হুজুর চরিত্রগুলিও মুভিতে বেশ গতি এনে দিয়েছে। মুভির মিউজিক একটু অন্যরকম হয়েছে। স্পেসিয়ালি ধর্ম এবং দর্শন নিয়ে বটতলায় দুই জন বাউল শিল্পীর গানে গানে তর্ক এবং নৌকায় জনৈক বয়াতির “শের এ খুদা আলি সাহেব গানটা।
মাটির ময়না হল এমন একটা মুভি যেটা দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম এবং তারেক মাসুদের এক মাস্টারপিস। মাটির ময়না দেখার পর বোঝলাম তারেক মাসুদ কত উচুঁমানের নির্মাতা ছিলেন। স্যালুট তারেক মাসুদ!
রেটিং করলে আমি ১০ এ ৮ থেকে ৮.৫ দিব। এবং অবশ্যই মাস্ট সি একটা মুভি।
ফারুকির ছবি "মেইড ইন বাংলাদেশ"
আনিসুল হকের কাহিনী নিয়ে সারওয়ার ফারুকির ছবি মেইড ইন বাংলাদেশ। ছবির গল্প বেশ ভালোই ছিল। কিন্তু চিল্লাচিল্লি আর গালাগালিতে ভরপুর জঘন্য সংলাপ, জঘন্য নির্মাণ শৈলী আর জঘন্য অভিনয়ে ছবির গল্পের বারোটা বেজেছে। সিনেমায় দুইভাগে বিভক্ত। প্রথম অংশে দেখায় শহরে বেকার খোরশেদের প্রত্যাহিক জীবন এবং তার সাথে বিদেশে স্বামী থাকা পাশের বাসার বৌদির ইটিশ পিটিশ। দ্বিতীয় অংশে দেখায় খুরশিদ আলম একটা মফঃস্বল শহরে গিয়ে ডিসি অফিসে ডিসিসহ এলাকার সব গণ্যমান্য ব্যক্তিদের জিম্মি ঘটনা। এই জিম্মির কারণ খুরশিদ আলমের কিছু দাবি আছে সেগুলা সরকারকে পূরণ করতে হবে। ছবির সব শেষে দেখা যে পিস্তল আর বোমার ব্রিফকেস দিয়ে তাদের জিম্মি করেছিল তা আসল নয়, বোমা এবং পিস্তল দুইটাই নকল।
রেটিং করলে আমি ১০ এ ৪ দিব। এই মুভিটা কাউকে দেখার জন্য রিকমেন্ড করার মত না।
ফারুকীর "টেলিভিশন"
টেলিভিশন সিনামাটা ভালো লাগেনি। প্রথমত এটাকে সিনেমা মনে হয়নি, মনে হয়েছে টেলিফিল্ম দেখছি। দ্বিতীয়ত ছবিটাতে কিছু অসংগতি আছে যেগুলা চোখে পড়ার মত। পজটিভ যে ব্যাপারটা চোখে পড়ল সেটা হল-কিছু কিছু দৃশ্যের চিত্রায়ণ দারুণ হইছে আর করিম ভাইয়ের অভিনয়। তিশা নিঃসন্দহে একটা ভালো অভিনেত্রী। তবে ফারুকি সাহেবের নাটক সিনেমায় সেই ভালোটা দেখা যায় না। সেটা দেখা যায় ফারুকির নাটক সিনেমা ছাড়া তিশার অন্যান্য নাটকগুলোতে। ফারুকি সাহেব তিশা’র মত একটা ভালো অভিনেত্রীরে একি টাইপের অভিনয় করানোর মাধ্যমে একটা বৃত্তের মধ্যে বন্ধী করে রাখছেন। তিশা যদি সে বৃত্তের বাহিরে চলে না আসতে পারে, তাহলে হয়ত একদিন তিশা গুনার বাহিরে চলে যাবে।
ছবিটাকে আমি রেটিং করলে ১০ এ ৫ থেকে ৫.৫ দিব।
তৌকির আহমদের "দারুচিণী দ্বীপ"
তৌকির আহমদের দারুচিণী দ্বীপ মোটামোটি ভাল লাগছে। তবে ছবির সমাপ্তিটা যদি এরকম সুখী -সুখী না করে একটু দুঃখের করা যেত, তাহলে হয়ত দর্শকরা সিনেমা দেখার শেষে চোখ মুছে মুছে সিনেমা হল বের হত। মম’র অভিনয় ভালো লাগছে। আরেকটা প্লাস পয়েন্ট হল হুমায়ূন আহমদের কাহিনী- চিত্রনাট্য হওয়ার পরেও এই ছবিটাতে হুমায়ূন আহমদের বাজারি ম্যন্ডোটারি সিলি দৃশ্যগুলো, যেগুলা প্রায় তার নাটক সিনেমাতে দেখা যায় সেরকম দৃশ্য(একটা দৃশ্য ছাড়া) প্রায় ছিল না।
ছোট-খাট কিছু অসংগতি ছিল তারপরেও এটাকে আমি রেটিং করলে ১০ এ ৬ থেকে ৬.৫ দিব।
গিয়াস উদ্দিন সেলিমের "মনপুরা"
মনপুরা সম্পূর্ণ গ্রামবাংলার পট-ভূমিতে নির্মিত প্রেমের সিনেমা বলা চলে। তবে যেরকম উঁচু আশা নিয়ে দেখতে বসেছিলাম সেটা পুরাপুরি পুরন করতে পারেনি। এর মুল কারণ হতে পারে সিনেমা শুরু হওয়ার পর থেকে বোঝা যাচ্ছিল পরের ঘটনা কি হবে। তাই সিনেমার সাসপেন্স আর টুইস্টগুলা কেমন সাদামাটা লেগেছে। লোকেশন আর অভিনয় অনেক ভালো ছিল। তবে নায়িকার ড্রেস-আপটা কেন জানি পরিবেশ আর চরিত্রের সাথে তেমন মানায়নি, একটু বেশী গর্জিয়াস হয়ে গেছে মনে হল। সিনেমার সবচেয়ে ভালো লাগছে যেটা সেটা হল অর্ণবের মিউজিক, এক কথায় দারুণ। সোনার পালঙ্কের ঘরে গানে চন্দনা মজুমদার ও কৃষ্ণকলির কম্বিনেশনটা অসাধারণ ছিল।
অবসর সময়ে ফেমেলি নিয়ে দেখতে পারেন, আশা করি ভালো সময় কাটবে। রেটিং করলে করবো ৫.৫ থেকে ৬ দিব।
ঋতুপর্ণা ঘোষের উনিশে এপ্রিল
ঋতুপর্ণা ঘোষ নাম দেখেই দেখতে বসেছিলাম উনিশে এপ্রিল। পুরা সিনেমা দেখে পুরাই হতাশ হইছি। অপেক্ষাকৃত বেশি সফল স্ত্রী কে নিয়ে স্বামীর হীনমন্যতা, ব্যাস্ত সেলেব্রেটি মাকে না পাওয়ার অভিমান বুকে পুষে মেয়ের বড় হওয়া এবং সেটা জমিয়ে রাখা, বাবার মৃত্যুর জন্য মাকেই দোষী মনে করা, এক কথায় মা আর মেয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে পুরা সিনেমা। তবে মা ও মেয়ের চরিত্রে অপর্ণা সেন ও দেবশ্রী রায়ের অভিনয় ভালো ছিল।
সিনেমাটা আমার কাছে বোরিং টাইপের সিনেমা লাগছে। তাই কাউকে রিকমেন্ড করবো না দেখার জন্য।
রেটিং করলে করবো ৪.৫ থেকে ৫।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: কোনটা?
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঊনিশে এপ্রিল দেখা হয়নি কেবল। বাকিগুলো দেখেছি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ঊনিশে এপ্রিল বোরিং মুভি! আমার কাছে বোরিং লাগছে!
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৬
মামুন রশিদ বলেছেন: মুভিগুলোর অনু-বিশ্লেষণ ভালো লেগেছে । আর ফারুকীর দুইটা ছবির ব্যাপারে আপনার মতামতের সাথে পূর্ণ সহমত পোষণ করি ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: এখন পর্যন্ত spartacus 71 ছাড়া ফারুকির আর কোন কাজ ভালো লাগেনি!
ভালো লাগায় ধন্যবাদ
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩
সুখেন্দু বিশ্বাস বলেছেন: আপনার সিনেমা রিভিউ ভালো লেগেছে। উনিশে এপ্রিল বাদে বাকীগুলি দেখার সুযোগ হয়েছে।
শুভেচ্ছা রইলো ভাই মাসুম।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ আপনাকে! ভাল থাকুন সবসময়!
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪
সুমন কর বলেছেন: অণু-রিভিউ ভাল লাগল। দারুচিণী দ্বীপ ছাড়া বাকিগুলো দেখেছি।
ফারুকীর মুভি, আমরা বা আমি দেখি সময়টুকু মজা পাবার জন্য। এর কাছ থেকে উচুঁমানের কিছু আশা না করাই ভাল।
২য় ভাল লাগা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০২
মাসুম আহমদ ১৪ বলেছেন: বাট ফারুকি গ্রুপের ভাবসাবে তো ভাই মনে হয় উনারা অস্কার উইনিং সিনেমা রেগুলার বানান!
ভালো লাগায় ধন্যবাদ
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮
আমি ইহতিব বলেছেন: মাটির ময়না আর মেড ইন বাংলাদেশ ছাড়া সবগুলোই দেখেছি।
টেলিভিশন দেখে আমারও টেলিফিল্ম ই মনে হয়েছে। শেষ দৃশ্যে চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করা কাজী শাহীর হুদা রুমীর অভিনয় অসাধারণ লেগেছে।
দারুচিনি দ্বীপ দেখে ভালো লেগেছে, শুধু মনে হয়েছে একটা নির্দিষ্ট এজ গ্রুপের জন্য করা হয়েছে সিনেমাটি।
মনপুরা সিনেমাতে সবচেয়ে ভালো লেগেছে এর দৃশ্যায়ন। মনে হচ্ছিলো আমি যদি মনপুরা চরে যেতে পারতাম! নায়িকার সাজ বেশীই ছিল।
ঋতুপর্ণা ঘোষের উনিশে এপ্রিল আমার কাছে ভালো লেগেছে। ঋতুপর্ণা ঘোষের বেশিরভাগ ছবিই একটু স্লো টাইপের। মা ও মেয়ের চরিত্রে অপর্ণা সেন ও দেবশ্রী রায়ের অভিনয়ই আমাকে শেষ পর্যন্ত ধরে রেখেছে। সিনেমাতে ৮ বছর বয়সে বাবা হারানোর দুঃখে শেষের দিকে দেবশ্রীর কান্না আমাকেও কাঁদিয়েছে।
অনুরিভিউ ভালো হয়েছে। নিজস্ব মতামত শেয়ার করেছি বলে কিছু মনে করবেননা প্লীজ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: মাটির ময়না মাস্ট সি মুভি তবে মেড ইন বাংলাদেশ না দেখাই ভালো! উনিশে এপ্রিলে অপর্ণা সেন ও দেবশ্রী রায়ের অভিনয় আসলে অনেক ভালো ছিল!
আপনার নিজস্ব মতামত ভালো লাগলো এবং সে মতামতের প্রতি শ্রদ্ধা!
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯
যাযাবর বেদুঈন বলেছেন: উনিশে এপ্রিলটা ছাড়া অন্য সবগুলো দেখা হয়েছে। আপনার রিভিউ খুব ভাল লাগছে। মাটির ময়নার রেটিং এর সাথে আমিও একমত। কিন্তু আমি মনপুরার রেটিং দিব ৭.৫। অন্যান্যগুলোর রেটিং এর সাথে আমিও একমত আছি। মেইড ইন বাংলাদেশ রে আমি কোন রেটিং দিব না। একদম ফাউল একটা সিনেমা। এইটা কোন সিনেমা হতে পারেনা। বড়জোর নাটক হলেও হতে পারে।
পোস্ট প্রিয়তে নিলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: মনপুরার রেটিং অবশ্য আরেকটু বেশি দেওয়া যায়! মেইড ইন বাংলাদেশ আসলেই একটা ফাউল মুভি!
প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: এগুলোর মধ্যে মনপুরা ভাল লেগেছে । বিশেষ ছবিটির গান গুলো অসাধারণ । কয়েকজনের অভিনয় অসাধারণ হয়েছে। চঞ্চল চৌধুরীর অংশটুকু তরুণ বয়সের ফরীদি অভিনয় করলে কেমন হতো ?এটা মাথায় কাজ করেছে।
ফরীদি ছবির প্রচারনায় অংশ নিয়েছিলেন ।
সুন্দর পোস্ট+
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: মনপুরার গান এক কথায় দারুণ!
ফরিদি একজন লিজেন্ড!
ধন্যবাদ আপনাকে
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
অন্ধবিন্দু বলেছেন:
বেশ ! অণু-রিভিউ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: আমাদের এখানেও ভালো মুভি হয় কিন্তু !
সব গুলোই দেখা আছে , আপনার অনু রিভিউ ভালো লেগেছে !
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো মুভি হয় এটা ফর শিউর!
ধন্যবাদ স্বপ্নবাজ
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুচিনি দ্বীপ এখনও দেখিনাই। দেখা দরকার।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় পাইলে দেখে নিয়েন
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
শক্তপাল্লা বলেছেন: ভাল লিখেছেন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫০
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭
সাদরিল বলেছেন: অনু রিভিউ!!! আইডিয়ায়াটা ভালোই
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
এহসান সাবির বলেছেন: মেইড ইন বাংলাদেশ কি সিনেমা? আমি ভাবতাম নাটক।
উনিশে এপ্রিল দেখা হয়নি।
ভালো লাগা রইল।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: উনিশে এপ্রিল স্লো মুভি! চাইলে দেখতে পারেন!
ভালো লাগায় ধন্যবাদ
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৬
মামুন ইসলাম বলেছেন: ++++++++++++++++++++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ
১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার অণুরিভিউ পড়ে মজা লাগলো ৷ লিঙ্ক দিলেন পরে আবার রেটিং দিয়ে না মতামত দিলেন ৷ হা হা ৷ যাই হোক দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে ৷
প্রচুর মুভি দেখছেন মনে হয় আজকাল মাসুম ভাই ৷ ভাল থাকবেন ৷
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১২
মাসুম আহমদ ১৪ বলেছেন: লিংক দিলাম যদি কেউ দেখতে চান
প্রচুর দেখা হয়না, এই হল লাস্ট ১ বছরে দেখা!
আপনিও ভাল থাকুন
১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৪
জুপিটার মুহাইমিন বলেছেন: মনপুরা সিনেমাকে এত কম রেটিং দিলেন কেন বুঝতে পারছি না। শুধু গানগুলার জন্যই আমি ২ দেব।
মাটির ময়না সত্যিই অসাধারন!!
মেইড ইন বাংলাদেশ দেখি নাই!
দারুচিনি দ্বীপ ছবিটাও আমার কাছে অসাধারন লাগছে। এখন দেখলে কেমন লাগত জানি না। ছোটবেলায় দেখছি তো...।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: মনপুরা রেটিং দেয়ার কারণ সিনেমা শুরু হওয়ার পর থেকে বোঝা যাচ্ছিল পরের ঘটনা কি হবে। তাই সিনেমার সাসপেন্স আর টুইস্টগুলা কেমন সাদামাটা লেগেছে। তবে রেটিং অবশ্য আরেকটু বেশি দেওয়া যায়!
ধন্যবাদ আপনাকে
১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৪
আবু শাকিল বলেছেন: সুন্দর রিভিঊ ।
ঊনিশে এপ্রিল দেখা হয়নি । ইউটিব লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২
হাসান মাহবুব বলেছেন: প্রথম ৩টা দেখসি। মাটির ময়না অসাধারণ। মেড ইন বাংলাদেশরে তো আপনি পাসমার্ক দিসেন। আমি ফেইল করামু ঐডারে। টেলিভিশনের ব্যাপারে কিছু কিছু জায়গায় একমত।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩০
মাসুম আহমদ ১৪ বলেছেন: মেড ইন বাংলাদেশ আসলেই ফেইল করার মত একটা সিনেমা!
ধন্যবাদ আপনাকে
২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
১৯শে এপ্রিল ছাড়া বাকি সব দেখা হয়েছে।
রিভিউ আরেকটু দীর্ঘ হতে পারতো
শুভেচ্ছা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
মাসুম আহমদ ১৪ বলেছেন: আরেকটু দীর্ঘ হলে তো সেটা আর অণু-রিভিউ থাকতো না
ধন্যবাদ আপনাকে
২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫
ইমিনা বলেছেন: সিনেমার অণু-রিভিউ ...
চমৎকার আইডিয়ায় স্বাগতম
শেষ সিনেমা রিভিউটা ছাড়া বাকী সবগুলো দেখেছি। তবে খুব শিগগিরই শেষ অণু-রিভিউ করা সিনেমাটাও দেখে ফেলবো।
অনেক ভালো লাগা রেখে গেলাম। ভালো থাকবেন। শুভকামনা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: অনুগপের অনুকরণে অণু-রিভিউ! অনেক আগে এরকম একটা অণু-রিভিউ পোস্ট দিয়েছিলাম !!
১৯ এপ্রিল আমার কাছে বোরিং টাইপ লাগছে, নিজের রিস্কে দেখিয়েন
ভালো লাগায় ধন্যবাদ
২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৯
ইমরান নিলয় বলেছেন: মাটির ময়না মন দিয়ে দেখতে হবে। মনপুরারে এত কম পার্ক দেয়ায় কষ্ট পাইসি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: মাটির ময়না সুন্দর একটা মুভি!
মনপুরা রেটিং দেয়ার কারণ সিনেমা শুরু হওয়ার পর থেকে বোঝা যাচ্ছিল পরের ঘটনা কি হবে। তাই সিনেমার সাসপেন্স আর টুইস্টগুলা কেমন সাদামাটা লেগেছে। তবে রেটিং অবশ্য আরেকটু বেশি দেওয়া যায়!
২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: মনপুরা, উনিশে এপ্রিল দেখেছি। মাটির ময়না দেখতে হবে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: মাটির ময়না সময় পাইলে দেখে নিয়েন। ভালো একটা ছবি!
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: যে সিনেমাতা আমি খুব মজা করে দেখেছি, সেটারই বারোটা বাজিয়ে দিলেন।