নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন হোক,স্বপ্নগুলো সফল করার।

আশা অনেক কিন্তু প্রত্যাশা শুধু নিজেকে এগিয়ে নেয়ার।

এ.কে.এম. সুমন

ভ্রমন, একা থাকা,গান শুনা, গল্পের বই পড়া, নিজেকে নিয়ে স্মৃতিচারণ করা এবং সু্যোগ পেলেই ঘুমানো - আমার প্রিয় কাজ।

এ.কে.এম. সুমন › বিস্তারিত পোস্টঃ

হায়রে আওয়ামীলীগ, মুখে মধু অন্তরে বিষ!!!!!!!!!!! মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আপনি কি বলবেন?????

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৮





নতুন বছরের প্রথম সকালে মেজাজটা এত খারাপ হবে কল্পনাও করিনি। প্রথম আলো পেপারটা হাতে নিয়ে আমি একি দেখলাম। মুক্তিযুদ্ধের চেতনাধারী দল বাংলাদেশ আওয়ামীলীগ বুকে টেনে নিল জামাতকে। কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর রুকন নওশের আলী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।



তাহলে কি আওয়ামীলীগ যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এত কথা বলেন শুধু ক্ষমতায় ঠিকে থাকার জন্য। দেশপ্রেম বলতে কি কিছুই নেই তাদের মাঝে??? তাহলে কি - EACH & EVERYTHING IS FAIR IN LOVE, WAR & POLITICS.



***মুক্তিযুদ্ধের চেতনাধারী দল বাংলাদেশ আওয়ামীলীগ কী জামাতকে নিষিদ্ধ করেছে কি, আবার বহুদলীয় গনতন্ত্রকে হত্যা করে এক দলীয় শাসন ব্যবস্থা চালু করার জন্য??????



*** আমরা পাকিস্থানী পন্য বর্জন করছি, তারা যুদ্ধ অপরাধীদের পক্ষে কথা বলার জন্য। আমাদের এখন কি করা উচিৎ???



*** খালেদা জিয়া এত অপবাদ মাথায় নিয়ে, এই ভয়ে হয়ত জামাতকে ত্যাগ করেননি (জামাতকে আওয়ামীলীগ ক্ষমতার জন্য তাদের ঘরে তুলবে)।



**** আমাদের গনজাগরন মঞ্চের ভূমিকা এইবার কি হবে???? ডাঃ ইমরান আপনি কোথায়?? এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানান যত দ্রুত সম্ভব।



আমরা কি স্বপ্ন দেখব নতুন বছরে?? এই প্রশ্ন------

১। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।

২।মাহবুব উল আলম হানিফের কাছে।

৩। সকল ব্লগারের কাছে।



হানিফের হাত ধরে জামায়াত নেতার আ.লীগে যোগদান







মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭

ক্লিকবাজ বলেছেন: সাকা চৌধুরীর ডায়ালগ মনে পৈরা গেল......
"মাননীয় স্পিকার, দেশে এক্টা আজব মেশিন আইছে যার এক দিক দিয়া রাজাকার ইন্পুট দিলে আরেকদিক দিয়া মুক্তিযোদ্ধা হয়ে বের হয়।"

জয় বাংলা
খেতা-বালিশ সামলা।

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

ব্লগার রানা বলেছেন: oi lokta ki nije rajakar?
ta na hoile Awami League jog dite kiser badha?
71 tv e to bole- vul shobar e hoy, ei desh ta amaro.........

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: হজ কবুল হলে সব গুনাহ মাফ হয়ে যায়, আর আওয়ামী লীগ কবুল করলে সব রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যায় । জয় বাংলা ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

ক্লিকবাজ বলেছেন: সাকা, সাঈদী, নিজামী ব্লা ব্লা ব্লা দের অচীরেই লীগে যোগ দেয়া উচিৎ। প্রানতো বাঁচবেই সাথে ফ্রী মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও মিলতে পারে।

জয় বাংলা
খেতা-বালিশ সামলা।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

হরিপদ কেরাণী বলেছেন: এটা আওয়ামিলীগের পুরাতন স্বভাব।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

নীলতিমি বলেছেন: আওয়ামীলীগ এমন এক মেশিন : একদিকে রাজাকার ঢুকাবেন অন্যদিকে মুক্তিযোদ্ধা বের হবে! :)

৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

মাথা নষ্ট সিপাহি বলেছেন: নীলতিমি বলেছেন: আওয়ামীলীগ এমন এক মেশিন : একদিকে রাজাকার ঢুকাবেন অন্যদিকে মুক্তিযোদ্ধা বের হবে!


এই মন্তব্য টা আমি করতে চাইলাম, আর ওমনি দেখি তমি সাহেব করে ফেলেছেন।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

পাঠক১৯৭১ বলেছেন: আওয়ামী লীগের এমপিরা অনেক চুরি করেছে; জামাতীরা সে সুযোগ নিতে আওয়ামী লীগে আসতে পারে, অসুবিধা কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.