নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এ,কে,এম, আজহার আহমেদ শুভ।খুব সাধারণ একজন মানুষ। ইংরেজী ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেছি।ভার্সিটি লাইফে থিয়েটার ইনভল্ভড ছিলাম,গিটার বাজানো,ছোট গল্প ও কবিতা (বাংলা ও ইংরেজী) লিখতাম।কিছু গল্প কবিতা দৈনিকে ছাপা ও হয়েছিলো।ভালোবাসি মা,মাটি আর দেশকে।

একেএম আজহার শুভ

আমি এ,কে,এম, আজহার আহমেদ শুভ আজন্ম একজন শিক্ষার্থী।

একেএম আজহার শুভ › বিস্তারিত পোস্টঃ

সহোদর...মমত্ত্ববোধ

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪



* ছবির দুজন হচ্ছেন দু-ভাই। একজনের বয়স ৭৬ অন্যজনের ৭৩।আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি বা রোবটিক যুগের কল্যানে আমরা ভাই-বোন-মা-বাবা-আত্মীয়দের একে অপরকে ভালোবাসা, পাশে থাকার কথা পুঁথিগত চিন্তায় স্থান করে দিয়েছি।মজ্জাগত বা হৃদয় দিয়ে অনুভব করা যেন কল্পনাপ্রসূত।উনারা ঝিনাইদহ থেকে এসছেন।যৌথ পরিবারে থাকেন না তবুও ভাইয়ের অসুস্থতায় ভাইয়ের পাশে থাকতে অবিচল।ভদ্রলোকের ছেলে, ৪০ (অসুস্থজনের) ও এসেছেন।আরো মজা ও ভালোলাগার বিষয় উনাদের বাকী ভাইরাও নাকি আসতে জেদ ধরেছিলো কিন্তু আর্থিক কথা চিন্তা করে তাদের আনা হয়নি।(গতকাল রাতে ইবনেসিনা যেতে হয়েছিলো সেখানেই ক্লিকটা করি)।

* কিছুদিন আগে,সিরিয়ায় এমন বা কাছাকাছি একটা ছবি বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিলো।এক বোন তার ভাইকে বাঁচাতে নিজের মাস্ক খুলে ভাইয়ের মুখে ধরে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলো।অথচ তারা দুজনেই ছিলো শিশু।

#আসুন,পারিবারিক সম্পর্কগুলোকে আমরা আরেকটু প্রোপারলি নার্সিং করি।রক্তের সম্পর্কগুলোকে আত্মা দিয়ে অনুভব করি।

***বেঁচে থাক সব ভালোবাসার-সম্পর্কের বন্ধনগুলো সন্মান-ভালোবাসা-স্নেহের নিশ্চিত ছায়ায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.