|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জ্যাক স্মিথ
জ্যাক স্মিথ
	লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
 
  
এ বিষয়ে আমার অবশ্য তেমন কোন জ্ঞান নেই আমি যেখানে যার কাছে যা শুনি তা'ই বিশ্বাস করি, তবে আজকাল আকাশ বাতাস থেকে শুনতে পাই-- মুক্তিযুদ্ধ আসলে বাংলাদেশ বনাম পাকিস্তানের কোন যুদ্ধ ছিলো না পুরো বিষয়টাই ছিলো নাকি ভারতের সাজানো এক নাটক; শেখ মুজিব যেখানে শুধু অভিনয় করে গিয়েছেন। বাঙালীরা ভারতের ফাঁদে পা দিয়ে অখণ্ড দেশকে (পাকিস্তানকে) আজ দ্বিখণ্ডিত করে ফেলেছে, নিশ্চয়'ই এটা মস্ত বড় এক অপরাধ, একটা দেশকে বিভক্ত করে দেয়া তো আর চারটি-খনি কথা নয়। তাছাড়া ৭১ এ পাকিস্তানিরা বাঙালীদের উপর তেমন কোন অত্যাচারও চালায়নি তারা মূলত ভারতীয় র এবং তাদের চরদের শায়েস্তা করতে এ দেশে সেনা অভিযান চালিয়েছিলো, যুদ্ধটা হয়েছিলো মূলত ভারত বনাম পাকিস্তানের, দু পক্ষের গন্ডোগোলে পরে হয়ত কিছু বাঙালী মারা পরেছে এর বেশি কিছু নয়, একটা যুদ্ধে কমবেশি সিভিলিয়ান মারা যায়'ই।  ইচ্ছে করে পাকিস্তানিরা একটা মুসলিমকেও হত্যা করেনি, যে কারণে হত্যা করার আগে তারা নুনু চেক করে নিতো, আর মহিলাদের কালেমা পড়তে বলতো, ভারতীয় চর নিশ্চিত হওয়ার পরেই কেবল তাদের হত্যা করা হতো। 
আসলে ৭১ এ পুরো দোষটা ছিলো মূলত ভারতের, পাকিস্তান তার নিজ ভূখণ্ড রক্ষা করতে সেনা মোতায়েন করতেই পারে এটা খুবই স্বাভাবিক। আল-বদর, আল-শামস ইত্যাদি বাহিনী গড়ে উঠেছিলো মূলত দেশ রক্ষা করার জন্য, নিজামি, মুজাহিদরাই আসল দেশপ্রেমিক, ৭১ এ তারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রচুর ভালো ভালো কাজ করেছেন, এবং দেলোয়ার হোসেন সাঈদী ৭১ সালে নাবালক আছিলো। 
পাকিস্তান ভাঙ্গার অপরাধে এ দেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসি প্রদাণ করা হবে - লিখে গিয়েছিলেন হুমায়ুন আহাম্মেদ; তাহলে আজ কি তার কথা সত্যি হতে চলেছে? 
এখন কথা হচ্ছে- দেশ ভাঙ্গার অপরাধে মুক্তিযুদ্ধাদের বিচার কার্য কবে থেকে শুরু হবে? নাকি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে? 
মানে.... কি বলবো ঠিক বুঝে উঠতে পারতেছি না... আজকাল বড় পোস্ট লিখতে ইচ্ছে করে না, আর নিজের কোন মতামত জানাতে তো বড্ড ডর করে। 
মুক্তিযোদ্ধাদের বিচার প্রক্রিয়া কিভাবে শুরু হবে তার একটা গাইডলাইন দেয়া হয়েছ এ ভিডিওতে সময় থাকলে দেখতে পারেন। 
 ৫৬ টি
    	৫৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ০২ রা জুন, ২০২৫  রাত ১:৫৯
০২ রা জুন, ২০২৫  রাত ১:৫৯
জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় সে লাভা এখন তৈরী হচ্ছে, এখন শুধু বিষ্ফোরণের অপেক্ষা।
২|  ০২ রা জুন, ২০২৫  রাত ২:০১
০২ রা জুন, ২০২৫  রাত ২:০১
সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত কত কিছুই চায়। কোন স্বপ্নটা তাদের সত্যি হয়? বারবার তারা একাত্তর প্রসঙ্গে আটকে যায়।
  ০২ রা জুন, ২০২৫  রাত ২:১১
০২ রা জুন, ২০২৫  রাত ২:১১
জ্যাক স্মিথ বলেছেন: আমি চাই জামাত এবার ক্ষমতায় আসুক, দেখি ওরা কি করে। আমাদের তো হারাবার কিছু নেই, এমনিতেই তো পিছিয়ে আছি আর কত পিছাবো?
৩|  ০২ রা জুন, ২০২৫  রাত ২:০৭
০২ রা জুন, ২০২৫  রাত ২:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন: 
এই মন্তব্যটি এই পোস্টের সাথে সরাসারি সম্পর্কিত নয়। ফেনিক্স এর নিজস্ব কোনে পোস্ট নেই।
 ফেনিক্স আপনি যদি ৯০স কিডের সাথে ১৯৭১ এর গল্প করেন সেটি হবে গাঁজাখুরি গল্প। দোষ ৯০স কিডের নয়, দোষ আপনার। যে যা দেখেনি তার সাথে ক্যু, ব্যাটলফিল্ড, ব্যাটলফিল্ড ক্রাইম সম্পর্কে কথা বলা হাস্যকর ও অবান্তর। 
আশা করছি আমার অসংখ্য কথার মতো এই কথাও আপনি বুঝতে পারেননি। কারণ বুঝাবুঝি আপনার সকল চিন্তার বাইরে। 
  ০২ রা জুন, ২০২৫  রাত ২:২১
০২ রা জুন, ২০২৫  রাত ২:২১
জ্যাক স্মিথ বলেছেন: ৭১ এর গল্প মোটেও গাঁজাখুরি গল্প মনে হবে না, ৭১ নিয়ে আছে হাজার হাজার নাটক, সিনেমা, গান, গল্প, উপন্যাস, কবিতা আরও কত কি.... এগুলোর সবই কি মিথ্যা? ৭১ এর সাথে জড়িয়ে আছে পুরো জাতির গৌরব ও আবেগ। 
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ সাপোর্ট করতো বলে কি এখন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতা করতে হবে? 
আওয়ামীলীগ তো ইসলামও সাপোর্ট করতো, নামাজ রোজা করতো... তাহলে আমাদের এখন নামাজ, রোজাও বাদ দিতে হবে!! LOL  
শেখ হাসিনা নাকি ইলিশ মাছ খুব পছন্দ করতেন, তাহলে এখন আমাদের ইলিশ মাছ খাওয়াও বন্ধ করতে হবে. লে হালুয়া  
 
৪|  ০২ রা জুন, ২০২৫  রাত ৩:০২
০২ রা জুন, ২০২৫  রাত ৩:০২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
এইবার মনে হয় হৈবে। 
সময় এখন তাহাদের। 
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:০১
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:০১
জ্যাক স্মিথ বলেছেন: সময় এখন তাহাদের, এবার প্রতিশোধ নেবার পালা। 
৫|  ০২ রা জুন, ২০২৫  রাত ৩:১৪
০২ রা জুন, ২০২৫  রাত ৩:১৪
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
 ব্যাটাদের তো কাটা কিনা চেক করতো। বেটিদের তো কাটা কাটির কোন ব্যাপার ছিল না। কলেমা যে কউ পড়তে পারে। ইহা শুনে কাউকে মমিনা ভাবার কোন কারণ নাই। প্রধানতম কারণ নুনু কাটা থাকতে হৈবে। 
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:০৪
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:০৪
জ্যাক স্মিথ বলেছেন: শুনেছি ৭১ এ অনেক হিন্দুরা মুসলিম ছদ্দবেশ ধারণ করতো, কালেমা মুখস্ত করতো।
৬|  ০২ রা জুন, ২০২৫  রাত ৩:১৫
০২ রা জুন, ২০২৫  রাত ৩:১৫
এইচ এন নার্গিস বলেছেন: কি আর বলবো ।
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:১০
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:১০
জ্যাক স্মিথ বলেছেন: আসলে বলে কোন লাভ নেই, তারচেয়ে বরং বসে বসে দেখি। 
 
৭|  ০২ রা জুন, ২০২৫  সকাল ৭:২২
০২ রা জুন, ২০২৫  সকাল ৭:২২
কলাবাগান১ বলেছেন: সনেট কবিকে বলেছিলাম "আপনারা" কবে কাদের সিদ্দিকী এর বিচার দাবী করবেন রাজাকার মারার জন্য.... উনি বুঝেও না বুঝার ভান করে পাশ কাটিয়ে গেলেন এই বলে যে 'আপনারা' বলতে কাকে বুঝিরেছি
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:১৫
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:১৫
জ্যাক স্মিথ বলেছেন: কাদের সিদ্দিকির কিন্তু বুদ্ধি আছে, তিনি ইতিমধ্যে জামাতের সাথে সখ্যতা গড়ে তুলেছেন.. হাজার হলেও নিজের জানটা বাঁচাতে হবে তো। তবে সখ্যতা করার যতই চেষ্টা করুক জামাত ক্ষমতায় আসলে তাকে আটক করা হবে। 
অনেকদিন পর আপনাকে ব্লগে দেখতে পেয়ে ভালো লাগলো।
৮|  ০২ রা জুন, ২০২৫  সকাল ৯:২৬
০২ রা জুন, ২০২৫  সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: জামাত ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের বিচার করবে।
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:১৬
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:১৬
জ্যাক স্মিথ বলেছেন: সবার আগে হবে কাদের সিদ্দিকির, তারপর আমাদের ব্লগের গাজী সাহেবের।
৯|  ০২ রা জুন, ২০২৫  সকাল ৯:৪৬
০২ রা জুন, ২০২৫  সকাল ৯:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: মুক্তিযোদ্ধারাই বাকশালের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাদের অনেকে জাসদ হয়ে আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়েছে। কাদের সিদ্দিকীও আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে। মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ অপরাধ করলে কি তাদের বিচার হবে না? আমি চাই সকল অপরাধীর বিচার হোক। আমি জামায়াতের সমর্থক নই। আমি গোপনে কিছু করি না। আমি নিজের নাম ও ছবি প্রকাশ করে ব্লগিং করছি। যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি লুকিয়ে থাকা তাদের জন্য বেমানান। আমি চিরকাল বাংলাদেশীদের জন্য আলাদা দেশের পক্ষে। সেই দেশ পাওয়ার জন্য যা কিছু হয়েছে আমি সেসব সকল কাজের পক্ষে। আর বাংলাদেশ পাওয়ার যারা বিরোধীতা করেছে আমি তাদের পক্ষে নই। সরকারী চাকুরী কবি বিধায় আমি কোন রাজ নৈতিক দলের সাথে যুক্ত নই। ঘোরতর আওয়ামী লীগের যারা সরকারী চাকুরী করে তারাও ইউনুস সরকারের অনুগত। দেশের এক পক্ষ ভারতের সাথে যুক্ত হওয়ার বিরোধী। আমি মেসই পক্ষের লোক। তবে আমি ভারত বিরোধীতা পছন্দ করি না আবার তাদের প্রভুত্ত্বও আমার কাম্য নয়।
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:২১
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:২১
জ্যাক স্মিথ বলেছেন: আপনি ঠিক বলেছেন, অপরাধ যে'ই করুক তার বিচার হওয়া উচিৎ। 
আমি মূলত মুক্তিযুদ্ধকে অপরাধ হিসেবে গণ্য করা হয় কি না, সে বিষয়ে কথা বলছিলাম। 
ভালো থাকবেন সনেট সাহেব। 
১০|  ০২ রা জুন, ২০২৫  সকাল ১০:০০
০২ রা জুন, ২০২৫  সকাল ১০:০০
কাঁউটাল বলেছেন: র- এর এজেন্ট হাউয়ামীরা জামাত শিবির সেজে জামাতি স্লোগানের চিকা মারতেছে। ফ্যাসিস্ট রেজিমের বিচার বাঁধাগ্রস্থ করাই এদের লক্ষ।
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:২৩
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:২৩
জ্যাক স্মিথ বলেছেন: হ-য-ব-র-ল অবস্থা দেখা যাচ্ছে! যারা এ কাজ করছে তাদের আটক করা হচ্ছে না কেন? 
১১|  ০২ রা জুন, ২০২৫  সকাল ১০:৩৩
০২ রা জুন, ২০২৫  সকাল ১০:৩৩
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
কথাটি বলেছিলেন- প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ। 
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:২৫
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:২৫
জ্যাক স্মিথ বলেছেন: আমি ভুলে হুমায়ুন আহাম্মেদ লিখে ফেলছি, ঠিক করে দিতে হবে। 
শুধরে দেয়ার জন্য ধন্যবাদ।
১২|  ০২ রা জুন, ২০২৫  সকাল ১০:৪৩
০২ রা জুন, ২০২৫  সকাল ১০:৪৩
নতুন বলেছেন: এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস না পৌছে দিয়ে বঙ্গবন্ধু আর ১৯৭১ এর চেতনা বিক্রির ফল এইটা। 
জনগনের সামনে যদি ১৯৭১ চেতনা নিয়ে ধান্দা না করতো তবে জামাতীদের এই স্লোগান দেবার মতন পরিস্থিতি তৌরি হতো না। 
জামাতীরা ভন্ড তারা গিরগিটির মতন রং পাল্টায়, তারা জনগনের কাছে ধর্মমের কথা বলে ভালোমানুষির ভোলে জনগনের মনে একটা নরম জায়গা করে নিতে চেস্টা চালিয়ে যাচ্ছে। সেটা অনেকটাই সফল তারা সেটা দেখা যাচ্চে। 
অবশ্য বাংলাদেশে জামাতীদের ক্ষমতায় আশার সপ্নদোষ কখনোই সত্যি হবে না । আর যদি সবাই মিলে দেশটাকে জাহান্নাম বানাইতে চায় তবে তো কিছুই করা যাবেনা।
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৩৩
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৩৩
জ্যাক স্মিথ বলেছেন: আপনার মন্তব্য সবসময়'ই চমৎকার হয়ে থাকে, বিপক্ষে বলার তেমন কিছু থাকে না। 
-কিছু খ্রিস্টানের অপকর্মের জন্য যেমন পুরো খ্রিস্ট্রান জাতির বদনাম হয়, ঠিক তেমনই এক আওয়ামীলীগের জন্য পুরো মুক্তিযুদ্ধের বদনাম হচ্ছে। 
তবে জামাত কিন্তু শক্তি সঞ্চয় করছে, সময় থাকলে পোস্টে'র ভিডিওটা দেখতে পারেন, মজা না পেলে পয়সা ফেরৎ।
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৩৪
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৩৪
জ্যাক স্মিথ বলেছেন: *ঠিক তেমনই এক আওয়ামীলীগের জন্য পুরো মুক্তিযুদ্ধের বদনাম হচ্ছে, আর এ সুযোগটাই জামাত কাজে লাগাচ্ছে।
১৩|  ০২ রা জুন, ২০২৫  সকাল ১০:৫০
০২ রা জুন, ২০২৫  সকাল ১০:৫০
কাঁউটাল বলেছেন: নতুন বলেছেন: অবশ্য বাংলাদেশে জামাতীদের ক্ষমতায় আশার সপ্নদোষ কখনোই সত্যি হবে না -- ইনশাআল্লাহ
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৩৮
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৩৮
জ্যাক স্মিথ বলেছেন: জামাত শক্তি সঞ্চয় করছে, ক্ষমতায় আসার জন্য এরা সব চেষ্টাই করবে প্রয়োজনে আওয়ামীলীগের সাথে আঁতাত করবে। জামাতের লবিং এর কারণেই এখনও তারেক জিয়া দেশে ফিরতে পারতেছে না, জামাত এবার মোটেও বিএনপিকে ছেড়ে কথা বলবে না।
১৪|  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৩৫
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি মূলত মুক্তিযুদ্ধকে অপরাধ হিসেবে গণ্য করা হয় কি না, সে বিষয়ে কথা বলছিলাম। মুক্তিযুদ্ধকে অপরাধ হিসেবে গণ্য করা হবে জঘণ্যতম বিষয়। যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে ক্ষমা চাওয়ার পূর্বে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া সঠিক কাজ নয়।
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৪৪
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৪৪
জ্যাক স্মিথ বলেছেন: ঠিক বলেছেন, সেটাই তো হাওয়া উচিৎ কিন্তু বাতাস এখন ভিন্ন দিকে প্রবাহিত হওয়া শুরু করছে।
১৫|  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৩৮
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৩৮
শিশির খান ১৪ বলেছেন: আর কতো মুক্তিযুদ্ধের চেতনা বেচবেন অনেক তো হইলো এই বার আমাদের ক্ষমা করেন।
  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৫২
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৫২
জ্যাক স্মিথ বলেছেন: একদম ঠিক বলেছেন-- ৫০ বছরের পুরোনো এসব মুক্তিযুদ্ধ ফুক্তিযুক্ত আমাদের এখন ভুলে যাওয়া উচিৎ, মুক্তিযুদ্ধ ছিলো ভারতীয় চক্রান্তের এক গন্ডোগোল মাত্র, এসব নিয়ে পরে না থেকে আমাদের এখন জামাতি চেতনায় উদ্দিপ্ত হতে হবে।
১৬|  ০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৫৯
০২ রা জুন, ২০২৫  সকাল ১১:৫৯
নূর আলম হিরণ বলেছেন: অনেক দিন পর লিখলেন, কেমন আছেন?
  ০২ রা জুন, ২০২৫  দুপুর ১:৩৭
০২ রা জুন, ২০২৫  দুপুর ১:৩৭
জ্যাক স্মিথ বলেছেন: আপনি দেখলাম রাজনীতি বিষয়ে বেশ ভালো কিছু পোস্ট করেছেন, আমি আজকাল লাগইন ছাড়া মাঝে মাঝে ব্লগ পোস্ট পড়ি কিন্তু লগইন করলাম অনেক দিন পরে। 
আশা করি ভালো আছেন।
১৭|  ০২ রা জুন, ২০২৫  দুপুর ১২:০৫
০২ রা জুন, ২০২৫  দুপুর ১২:০৫
নতুন বলেছেন: লেখক বলেছেন: জামাত শক্তি সঞ্চয় করছে, ক্ষমতায় আসার জন্য এরা সব চেষ্টাই করবে প্রয়োজনে আওয়ামীলীগের সাথে আঁতাত করবে। জামাতের লবিং এর কারণেই এখনও তারেক জিয়া দেশে ফিরতে পারতেছে না, জামাত এবার মোটেও বিএনপিকে ছেড়ে কথা বলবে না। 
জামাতীরা ২০৫০ এর টার্গেট নিয়ে কাজ করে। তারা ভালো ছেলেদের টার্গেট করে, পেছনে অনেক সময় দেয় একটা ছেলে রিক্রুট করতে। 
ছাত্রলীগ বা ছাত্রদলের মতন সন্ত্রাসী আর শুধুই চিক্কুর পাইরা জয় বাংলা বা জিন্দাবাদ শ্লোগান দিতে পারলেই শিবিরে স্থান পায় না।
  ০২ রা জুন, ২০২৫  দুপুর ১:৪১
০২ রা জুন, ২০২৫  দুপুর ১:৪১
জ্যাক স্মিথ বলেছেন: শুনে থাকি জামাতের নাকি সাংগঠনিক দক্ষতা অনেক স্ট্রং। এই দক্ষতা যদি ভালো কাজে ব্যবহার হয় তাহলে ভালো, কিন্তু ধর্মভিত্তিক এই দল দেশের জন্য কতটা ভালো করে তা দেখার বিষয়।
১৮|  ০২ রা জুন, ২০২৫  দুপুর ১২:৪৮
০২ রা জুন, ২০২৫  দুপুর ১২:৪৮
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: শ্রাবণধারাকে এই মন্তব্যটা দিলাম। আপনিও পড়ুন।
  
  
 
  
 
 
  ০২ রা জুন, ২০২৫  দুপুর ১:৪৪
০২ রা জুন, ২০২৫  দুপুর ১:৪৪
জ্যাক স্মিথ বলেছেন: যা বুঝলাম তা হলো- মুক্তিযুদ্ধ মানেই ভুয়া, ভারতের সাজানো নাটক।
১৯|  ০২ রা জুন, ২০২৫  দুপুর ১:১৬
০২ রা জুন, ২০২৫  দুপুর ১:১৬
নতুন বলেছেন: ভাদা আর পাদা এরা বুছতে পারবেনা যে বাংলাদেশ স্বাধীন হওয়াতে আমাদের দেশের জনগন কতটা ভালো আছে। 
পাকিস্তানের সাথে থাকলে দেশে দূভিক্ষ লেগে থাকতো, জনগন প্রতিদিনই আর্মীর লাথি গুতা খাইতো। 
ভারতের সাথে থাকলে মিস্টি গুনে গুনে নিতে হতো, আর আধখানা ডিমের পুরু টুকুই খাবার জন্য মেহমানদের সাধাসাধি করতো বাঙ্গালীরা। 
মূর্খতা একটা অভিসাপ, দেশে মূর্খের সংখ্যা দিন দিন বাড়বে নতুবা পাকিদের সাথে বন্ধুত্বের কথা মাথায় আসবে কেন? কেন ভারতের গোলাম হয়ে থাকতে হবে?
  ০২ রা জুন, ২০২৫  দুপুর ১:৫৪
০২ রা জুন, ২০২৫  দুপুর ১:৫৪
জ্যাক স্মিথ বলেছেন: জাতি হিসেবে আমরা অনেক নিচু স্তরের একটি জাতি তাই কারো না কারো গোলাম হয়ে থাকতে চাই, অথচ সিংগাপুরের দিকে তাকান- অনেক ছোট জাতি কিন্তু কতটা উন্নত এবং আত্ননির্ভরশীল একটি জাতি। 
এই জাতি (বাঙালী) বুদ্ধিহীন হলেও দূর্ণীতিতে আমরা ১০০ তে ১০০, দূর্ণীতিতে আমরা বিশ্ব চ্যম্পিয়ন। 
দেশে ভালো কোন রাজনৈতিক দলও নেই যাদের উপর মানুষ ভরসা রাখতে পারে, কোন অপশন নেই তাই বাধ্য হয়েই মানুষ এবার বিএনপি'কে ভোট দিবে, বিএনপি'র উপরেও মানুষ চরম নাখোশ কিন্তু এছাড়া আমাদের আর কোন বিকল্পও নেই। জামাত চেষ্টা চালাচ্ছে বিএনপি'কে বোল্ড আউট করে দিতে কিন্তু এটা এখনই সম্ভব হবে বলে মনে হচ্ছে না।
২০|  ০২ রা জুন, ২০২৫  দুপুর ১:৪৫
০২ রা জুন, ২০২৫  দুপুর ১:৪৫
নতুন বলেছেন: লেখক বলেছেন: শুনে থাকি জামাতের নাকি সাংগঠনিক দক্ষতা অনেক স্ট্রং। এই দক্ষতা যদি ভালো কাজে ব্যবহার হয় তাহলে ভালো, কিন্তু ধর্মভিত্তিক এই দল দেশের জন্য কতটা ভালো করে তা দেখার বিষয়। 
এরা ভুল আইডিয়া নিয়ে পড়ে আছে, ধর্ম ভিক্তিক আইডিয়া নিয়ে আধুনিক কোন রাস্ট ভালো করেনাই।
  ০২ রা জুন, ২০২৫  দুপুর ১:৫৬
০২ রা জুন, ২০২৫  দুপুর ১:৫৬
জ্যাক স্মিথ বলেছেন: তবে জামাত যদি সত্যিই বিএনপি'কে বোল্ড আউট করে দিতে পারে তাহলে সেটাই হবে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় পট পরিবর্তন।
  ০২ রা জুন, ২০২৫  দুপুর ২:০১
০২ রা জুন, ২০২৫  দুপুর ২:০১
জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশ, ভারত, পাকিস্তান এমনকি আফগানিস্তানেও ধীরে ধীরে সেক্যাুলর শক্তি জাগ্রত হচ্ছে কিন্তু তা বিশৃংখলভাবে এদের মধ্যে সঠিক গাইন লইন এবং ঐক্ক্যের অভাব রয়েছে।
২১|  ০২ রা জুন, ২০২৫  দুপুর ২:১১
০২ রা জুন, ২০২৫  দুপুর ২:১১
নতুন বলেছেন: লেখক বলেছেন: তবে জামাত যদি সত্যিই বিএনপি'কে বোল্ড আউট করে দিতে পারে তাহলে সেটাই হবে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় পট পরিবর্তন।
 
সামনের নির্বাচনে যদি বিএনপি আয়ামীলীগের মতন দূনিতি সন্ত্রাস শুরু করে তবে জনগন অবশ্যই ভাবতে শুরু করবে একবার জামাতকে ভোট দেই। 
যেমন মানুষ হিরো আলমকে জয়ী করতে ভোট দিতে রাজি হয়েছিলো।
  ০২ রা জুন, ২০২৫  দুপুর ২:২৯
০২ রা জুন, ২০২৫  দুপুর ২:২৯
জ্যাক স্মিথ বলেছেন: দেশের আনাচে কানাচে বিএনপি নামক এই দলটির এক বিশাল নেতাকর্মী রয়েছে মাঠ পর্যায়ে, যাদের অনেক হিসেব কিতাব বাকি রয়েছে এগুলো উসূল না হওয়া পর্যন্ত তারা ক্ষান্ত হবে না, কেন্দ্রীয় কমিটি কোন মতেই তাদের থামাতে পারবে না। যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিএনপি'কে যদি ডুবায় তাহলে তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরাই ডুবাবে, ঠিক যেমন আওয়ামীলীগ ডুবেছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে হয়তো আরও ৫০ বছর সময় লাগবে, রাজনীতিকে এখনও এই দেশের মানুষ প্রায় ধর্ম জ্ঞন করে। 
২২|  ০২ রা জুন, ২০২৫  দুপুর ২:১৬
০২ রা জুন, ২০২৫  দুপুর ২:১৬
নতুন বলেছেন: লেখক বলেছেন: যা বুঝলাম তা হলো- মুক্তিযুদ্ধ মানেই ভুয়া, ভারতের সাজানো নাটক।
 
আপনার সত্রুর সত্রু আপনার বন্ধু। 
সেই হিসেবে ভারত অবশ্যই পাকিস্তানকে ভাঙ্গতে বাংলাদেশের আয়ামীগকে সাহাজ্য করেছে। 
সেটা তাদের লাভের জন্যই করেছে। 
কিন্তু পাকিস্তান থেকে আমাদের আলাদা হওয়াও খুবই দরকার ছিলো। এবং এই আলোদা হয়ে আমাদের অনেক উপকার হয়েছে। 
যদি বাংলাদেশের কোন সরকার সত্যিকারের দেশপ্রমের সাথে কাজ করে দেশ অবশ্যই অনেকদুর এগিয়ে যাবে। জনগন আরো শান্তিতে থাকবে।
  ০২ রা জুন, ২০২৫  দুপুর ২:৪০
০২ রা জুন, ২০২৫  দুপুর ২:৪০
জ্যাক স্মিথ বলেছেন: যদি বাংলাদেশের কোন সরকার সত্যিকারের দেশপ্রমের সাথে কাজ করে দেশ অবশ্যই অনেকদুর এগিয়ে যাবে। জনগন আরো শান্তিতে থাকবে। - আমরা সে রকম কিছুই দেখার অপেক্ষায় আছি। 
আবার সব দোষ রাজনীতিবিদের উপরেও চাপিয়ে দেওয়াও ঠিক হবে না, দেশের জনগণের মধ্যেও ব্যাপক সমস্যা রয়েছে, এমন হাবাগোবা জনগোষ্ঠী হচ্ছে দুর্নীতিগ্রস্থ রাজনৈতিক দলের উত্থানের জন্য এক উর্ভর ভুমি। 
জনগণ যতবেশী সচেতন হবে রাজনীতিবিদদের দৈরাত্বও ততবেশী হ্রাস পাবে।
২৩|  ০২ রা জুন, ২০২৫  দুপুর ২:৩১
০২ রা জুন, ২০২৫  দুপুর ২:৩১
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: সামনে জামায়াত এর স্লোগান হবে - " রাজাকারের বাংলায় মুক্তিযোদ্ধাদের ঠাই নাই "  
জামায়াত ও লীগের বিরুদ্ধে , পোস্ট দিলে সুবিধা হল - বেশ কিছু ভাকু- ভারতীয় কুকুর , পাকু- পাকিস্তানি কুকুর আইডেন্টিফাই করা যায়।
  ০২ রা জুন, ২০২৫  দুপুর ২:৪৩
০২ রা জুন, ২০২৫  দুপুর ২:৪৩
জ্যাক স্মিথ বলেছেন: রাজাকারের বাংলায় মুক্তিযোদ্ধাদের ঠাই নাই - এই স্লোগান ইতিমধ্য শুরু হয়ে গেছে, পোস্টের প্রথমে যে ছবিটি দিয়েছি ওখানেই তার প্রমাণ আছে।
২৪|  ০২ রা জুন, ২০২৫  দুপুর ২:৩৮
০২ রা জুন, ২০২৫  দুপুর ২:৩৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই পোস্টে ভাকু ও পাকু চেনা যাচ্ছে।
  ০২ রা জুন, ২০২৫  দুপুর ২:৪৭
০২ রা জুন, ২০২৫  দুপুর ২:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: আসলে সবকিছুর মধ্যেই ভালো এবং মন্দ রয়েছে যেমন- 
  
 
২৫|  ০২ রা জুন, ২০২৫  দুপুর ২:৫৮
০২ রা জুন, ২০২৫  দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সবার আগে হবে কাদের সিদ্দিকির, তারপর আমাদের ব্লগের গাজী সাহেবের। 
বিদেশে যেসব মুক্তিযোদ্ধা আছে, তাদের বিচার জামাত করতে পারবে না। 
জামাত আমাদের জন্য অভিশাপ। ওরা অনেক উজাইছে। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।
  ০২ রা জুন, ২০২৫  বিকাল ৩:২৩
০২ রা জুন, ২০২৫  বিকাল ৩:২৩
জ্যাক স্মিথ বলেছেন: শুনেছি জামাতের হাত নাকি অনেক লম্বা। সময় থাকলে পোস্টের নিচে দেয়া ভিডিওটি দেখতে পারেন।
২৬|  ০২ রা জুন, ২০২৫  বিকাল ৩:৩৭
০২ রা জুন, ২০২৫  বিকাল ৩:৩৭
আধুনিক চিন্তাবিদ বলেছেন: নতুন বলেছেন: মূর্খতা একটা অভিসাপ, দেশে মূর্খের সংখ্যা দিন দিন বাড়বে। 
হুম...ঠিক বলেছেন। আমার মতে মানুষের জীবনে ২ টি অভিশাপ আছে। একটি হল মূর্খতা ও আরেকটি হল দারিদ্রতা। এই দুইটির যেকোন একটি কারো জীবনে থাকলেই সে শেষ।
  ০২ রা জুন, ২০২৫  বিকাল ৪:৪০
০২ রা জুন, ২০২৫  বিকাল ৪:৪০
জ্যাক স্মিথ বলেছেন: হুমম.... অর্থনৈতিক দৈন্যতা থাকলে বেশীরভাগ ক্ষেত্রেই নীতি নৈতিকতা ঠিক রাখা সম্ভব হয় না, তবে মূর্খতার মত ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। আমরা অবশ্য দুটি সমস্যায়'ই জর্জরিত। 
আধুনিক চিন্তাবিদ, আপনাকে আমার ব্লগে ওয়েলাকম জানাচ্ছি।
২৭|  ০৩ রা জুন, ২০২৫  সকাল ৯:৫৩
০৩ রা জুন, ২০২৫  সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন , সেটা জানতে।
  ০৩ রা জুন, ২০২৫  সকাল ১১:৩২
০৩ রা জুন, ২০২৫  সকাল ১১:৩২
জ্যাক স্মিথ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২৫  রাত ১:৫৭
০২ রা জুন, ২০২৫  রাত ১:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
জাতি হিসেবে পাকিস্তানি খুবই অহংকারী, বদরাগী, ও বর্বর।
১। এই জাতি কি প্রতিশোধ নিবে না?
২। ৫৪ বছরের জমে থাকা প্রতিশোধ কি ভুলে যাওয়ার কথা নাকি প্রতিশোধ দিন দিন আগুন থেকে লাভা তৈরি হওয়ার কথা?