নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া ও আমাদের অন্ধকারে রেখে চলে যায় ।

In The End Everything Is A Gag.

আকরাম হোসেন(ইলুসিব ইলুশান)

অবস্থান মৌনতায়,.....

আকরাম হোসেন(ইলুসিব ইলুশান) › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তুই ___ গাধা একটা |

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫০

২০১০ এর জুলায় তে তোরে প্রথম দেখা |পরিসখান ক্লাস এর সব থেকে ঝগড়াতে মেয়েটার সাথে তোর সে কি ঝগরা | এর পর তোর ক্লাস মিস।।আর আমার থেকে নোট করে নেয়া .।।এভাবে শুরু হয়ছিল বন্ধুতটা . ,

এর পর কলেজ এ ভাল বন্ধু হয়ে উঠলাম.।.।.। আমাদের গ্রুপ এর মায়্যাগুলা ভাল করেই জানত আমদের বন্ধুতটা , অতপর অনার্স শুরু করলাম , তুই আর আমি আলাদা হয়ে গেলাম, আর তাতেই হয়তো বন্ধুতটা আরও বেড়ে গেলো.। প্রতিদিন বিকেলে দেখা করা, নাস্তার বিল আমি দিতাম আর তুই চা-এর বিল দিতি, এর সাথে তুই ছিগেরেট খাইতি যেটা আমার মোটেও ভাল লাগতনাহ , রুটিন করে একদিন রং-চা,অন্নদিন কাফে-তে মসলাদার-চা | এরপর প্রতি সপ্তাহে একদিন তুই আর আমি কোঁথাও না কোথাও ঘুরতে জেতাম,মাজে মাজে তানভির যেত, সেবার গলফ ক্লাব এর অখানে কত মজাই না করলাম, আর ইকো পার্ক এরটা তো আর ও মজার ছিল |

এর পর তোর প্রথম প্রেম এর কথা তো বলতেই হয় | মেয়েটা কেমন জানি, আর তুই গাধা একটা ৬ বছর ধরে প্রেম করলি মায়েতাকে বল্লিও নাহ !! সেবার আমি আর শুভ কত চেষ্টাই না করলাম ! তদের বিচ এ এতক্ষণ একা থাকতে দিলাম তাও তুই বল্লিনা ! আর কয়দিন আগেই তো তুই নিজে সব পরিস্কার করে নিলি| মেয়েটার সাথে আর আগাবিনা ! ভাল করলি ! গাধা !

এরপর এল বড় ঝরটা, তুই ঢাকা ছলে গেলি,আমি তাই ৩১শে ডিসেম্বর জিবনে প্রথমবার ঢাকা ছলে গেলাম,একা একা !! রাতে ৪তা পর্যন্ত আড্ডা দিলাম, রাইহান আর মহসিন এ ঘুমাতে দিতাম নাহ,যদিনাহ ওদের পর দিন ডিউটি থাকত |কয়েকদিন থেকে চলে আসলাম | এর পরে তো আমাকে শেষ দুপরে গুড মর্নিং জানাতি ,

আর ২১শে এর এই দিনে তুই আসতেসছ, কাল দেখা হবে, আমি অলরেডি প্লান করে রাখসি | তর জন্য আমি কাল প্রাইভেট অফ করে দিলাম, অডেস্ক এর কাজ ও শেষ করে রাখছি | তোরে নিয়া শপিং করবো, তুই যে বল্লি ব্রেসলেট টা পরে আস্তে, আসব |

আমি জানি তুই না বলার আগে আমার সব বুজে নিস | তাই ধন্যবাদ, আমি একটু বেশি রাগি, তুই খুব ভাল করেই হ্যান্ডল করিস সেটা| তুই তো ভাল ছেলে |

.।.।.। আজ আর লিখবনা

ও হ্যাঁ, ফারুক, সাবধানে আয় |

আমদের বন্ধুতটা যেন সারাজীবন থাকে, দোয়া করবেন |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.