![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবস্থান মৌনতায়,.....
যদি ভালবাসা একান্ত আবেগে,সত্তের মাঝে স্বপ্নময় বাস্তবতা হয় তবে সেই ভালবাসা আপনার থেকে শিখা ।
দাদী আমাকে “কাইল্লা” ডাকতো, কালো ছিলাম তো তাই,এখনও আছি|
আমার ছোট ভাই কে “লাইল্লা” বলে ডাকতো ,ও ফরসা তো তাই।দাদি কে আমরা তেমন দাদী বলে ডাকতাম না | দাদী কে বাড়ির যেখানেই থাকিনা কেন, “কুও-উ” বলে জোরে ডাক দিতাম,দাদিও তাই বলে সাড়া দিত| দাদীর রুম এর পাশে সবথেকে ছোট নারকেল গাছটা ছিল,ওটা থেকে ছাড়া আর কোনটা থেকে ডাব পাড়তে পাড়তাম নাহ| ডাব চুরি করার সময় প্রাই ধরা খেতাম, আর দাদী তখন হারামজাদা বলে দিত কানটা মলে ( | দাদী মাঝে মাঝে কাঁচা আম দিয়ে আঁচার করে দিত,আমরা সবাই মিলে খেতাম| আহা কি যে দিন ছিল তখন | আমাদের ঘরের সামনে ডালিম গাছ ছিল| দাদী ওটার নিচে বিকেলে আর চাঁদনী রাতে গরমের দিনে ইজি চেয়ার বসে থাকত আর পান চিবাতো | দাদীর দাঁত ছিলনা,তাই হামানদিস্তা দিয়ে পিষে পান খেতেন| আমরা ঝগড়া লেগে যেতাম হামানদিস্তা টা চেটে খাবার জন্য
| দাদী পরে সবাই কে একটু একটু করে দিত |
দাদীর একটা আলমারি ছিল,ওটাতে মজার মজার সন্দেশ,বিস্কুট, চকলেট রাখতো | কিন্তু ওটাই তালা দেয়া থাকত (, ভাইয়া জানত দাদী গোসলের সময় তালার চাবি টা বালিশের নিচে রাকতো, ভাইয়া আলমারিটা খুলে বিস্কুটের প্যাকেটে একটু একটু ছিদ্র করে রেখে দিত, :-* খেতনাহ| পরে দাদী যখন আলমারি খুলত,দাদি কে বলত দাদী এটা ইঁদূর খাইসে, আপনি খাইএন নাহ, আমি খাই !!
(
(
বাকিটা পরে ।ভালবাসা একটু একটু করে প্রকাশ করা ভাল !
©somewhere in net ltd.