![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবস্থান মৌনতায়,.....
আটঁসাঁট করে পোশাক পরা এবং মাথায় হিজাব দেয়া এটা কখনই ইসলামের সমর্থনযোগ্য পোশাক হতে পারে না। যারা এমন ধরনের পোশাক পরে থাকের তারা হয়ত জানেন না পর্দার আসল অর্থটি কি? আসুন জেনে নিই পর্দার ইসলামিক অর্থ কী?
পর্দা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে আচ্ছাদন, আবরণী বা কোনো কিছু ঢাকিয়া রাখার বস্তু । আর ইসলামিক পরিভাষায় পর্দার তাত্পর্য হচ্ছে মহিলাগণকে কোনো অপরিচিত পুরুষের নজর বা দৃষ্টি থেকে আড়ালে রাখা । পর্দা মলূত দুই প্রকার :
(এক) বাহির চোখের দৃষ্টির আড়ালে থাকা । এবং
(দুই) অন্তর দৃষ্টি বা মনচক্ষুর বাহিরে থাকা ।
পর্দা কিন্তু মানুষের মনের মধ্যেই রয়েছে। এক্ষেত্রে মন পরিস্কার থাকলেই হয় । বাহিরে যবনিকার আবরণ টানিয়া পর্দা রক্ষিত হয়না ,বরং মনকে পরিস্কার রাখলেই আসল পর্দা রক্ষা করা হয় ।
আবার পর্দার আভিধানিক অর্থই যদি আচ্ছাদন, আবরণী বা ঢেকে রাখা হয় তাহলে এতে পরিস্কার ভাবে বুঝা যাচ্ছে কোনো কিছু ঢাকলে সম্পূর্ণরূপে ঢেকে রাখতে হয় । যেমন আপনি ৪/৫ টা ভেজা খেঁজুর নিয়ে যদি খোলা বা মুক্তাবস্থায় সম্পূর্ণটা ঢেকে না রাখে তাহলে যত চেষ্টাই করেন না কেন ইনসেক্ট এর আক্রমন থেকে কিছুতেই রক্ষা করতে পারবেন না । এমতাবস্থায় আপনি খবরটির গুণগতমান ধরে রাখতে চাইলে পুরোটাই ঢেকে রাখা উচিত । তাহলে এটা শালীনতার মধ্যে পড়বে অন্যথায় সেটা শুধু পুরুষ লোভী ফ্যাশন বলে গণ্য হবে ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯
আকরাম হোসেন(ইলুসিব ইলুশান) বলেছেন: হুম, জেনে খুশি হলাম ।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪০
ভাঙ্গা হৃদয় বলেছেন: ভাই দেরি করে ফেলছেন। এইটা নিয়া ত্যানা প্যচানি শেষ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০
আকরাম হোসেন(ইলুসিব ইলুশান) বলেছেন: তাতে লাভ হল বলে মনে হলনাহ, তাই আবার !!
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮
মাঘের নীল আকাশ বলেছেন: এই ধরণের ফ্যাশনকে বলা হয় "জিলবুবস" নেটে সার্চ দিয়ে দেখতে পারেন!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০
আকরাম হোসেন(ইলুসিব ইলুশান) বলেছেন: হুম ....
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৪
দ্যা লায়ন বলেছেন: ইসলাম কিছু মুসলিমের কাছে পদর্শনের বিষয়,যেই পদর্শনে পুজি কম সেখানেই ইনভেষ্ট করে যেমন- টুপি, তজবিহ,মেসওয়াক, হিজাব ইত্যাদি