![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমিত সেই ঘরের মালিক নই।
ঘটনা 01: তীব্র কাঠফাটা রোদের মধ্যে দাড়িয়ে আছি রাজধানীর রাজপথে। উদ্দেশ্য একটি রিকশা জোগার করে গন্তব্যে যাওয়া। কিন্তু রিকশাওয়ালা জমিদার মামারা তথন রেস্টে আছে। দ্বিগুন ভাড়ায়ও কেউ যাইতে চায়না। ঠিক এমন সময় দেখলাম দুই পুলিশ কন্সটেবল এসে হাক দেয় এই মামু এদিকে আয়। কোন কথা নাই। কই যাইব বা কত ভাড়া কিছুই ঠিক নাই। তারা রিকশায় চড়ে বসতেই অনুগত ঘোড়ার মত রিকশা চলতে লাগল।....ইশ..যদি পুলিশ হইতে পারতাম।
ঘটনা 02: এসাইনমেন্টে যাবো পাবলিক আর হেলপারের লগে প্রায় যুদ্ধ কইরা বাসে উঠলাম।বাসে পা রাখার মতোও যায়গা নাই। তারপরও দেখলাম কিছুক্ষন চলার পর বাস থেমে গেলো। পাবলিক ক্ষেইপা গিয়া ড্রাইভারের গুষ্ঠি উদ্ধারে লেগে গেলো। আর আমি অবাক হইয়া দেখলাম বাসের হেলপার তার কেরামতি বলে পুলিশের জন্য জায়গা করে দিলো। তখন আবার মনে হইল, ইশ...যদি পুলিশ হইতে পারতাম।
ঘটনা 03: মিরপুরের কালশীতে বিহারীদে সাথে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০জন নিহত হয়েছে। পুলিশের উপস্থিতিতেই নাকি স্থানীয়রা বিহারী ক্যাম্পে আগুন দিল। পুলিশ উল্টো বিহারীদেরই গুলি করল। এটা নাকি সামন্য ঘটনা। এতে অনেকেরেই স্বজাতি চেতনা উথলে উঠেছে। সেই চেতনার ঘোরে তারাও (বিহারীরা) যে মানুষ সেটাও অনেকে ভুলে গেছে। উল্টো পুলিশকে বাহবা দিছে কেউ কেউ। তখন আবার মনে হইল...ইশ..যদি পুলিশ হইতে পারতাম। তাহলে মানুষ খুন কইরাও বাহবা পাইতাম।
Click This Link
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট অদক্ষ অশিক্ষিত মহা দুর্ণীতিবাজ পুলিশ হল বাং...