নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া যাযাবর, আমার নেই কোন ঘর।

দেশের মালিক

পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমিত সেই ঘরের মালিক নই।

দেশের মালিক › বিস্তারিত পোস্টঃ

শফিক রেহমানের গ্রেফতার নয়, পুলিশের সাংবাদিক পরিচয়ের নিন্দা জানাচ্ছি...

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৯

শনিবার সকাল সোয়া ৮টার দিকে জৈষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। আইন-শৃংখলা বাহিনী তাদের প্রয়োজনে যে কাউকেই আটক বা গ্রেফতার করতে পারে। একজন সংবাদকর্মী হিসেবে সেটা নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা থাকার কোন কারন নেই। কিন্তু তাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশকে একটি সাংবাদিক পরিচয় কেন দিতে হবে??? সাংবাদিকতার মতো মহান এ পেশাকে সবাই কেন নিজেদের স্বার্থে অবৈধ ব্যাবহার করবে???

পত্রিকায় প্রকাশিত সংবাদে জানতে পারলাম, "আজ সকালে বৈশাখী টেলিভিশনের লোক পরিচয় দিয়ে কয়েকজন শফিক রেহমানের ইস্কাটনের বাসায় প্রবেশ করে। এরপর শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান তাদেরকে বসতে বলে চা-নাস্তা খাওয়ান। পরে শফিক রেহমানের সাথে কথা বলতে বলতে তারা বাইরে বের হয়ে আসেন। এক পর্যায়ে তারা শফিক রেহমানকে গাড়িতে উঠতে বলেন। শফিক রেহমান এর কারণ জানতে চাইলে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।’'

শুধু আজকের এ ঘটনাই নয়, আগেও এমন অনেক রাজৈনতিক নেতাকে দেখেছি তারা সাংবাদিক বা প্রেস লেখা গাড়িতে করে দলীয় কর্মসুচিতে অংশ নেন। তাদের এ প্রবণতার কারন স্পষ্ট..নিজেকে সেফ রাখা। কিন্তু প্রশাসনের লোকদের মধ্যে এ দৈন্যতা কেন?? তবেকি তারাও নিজেদের পরিচয়ে হীনমন্যতা বা ভয়ে থাকেন??

আজকের ঘটনা আরো প্রমান করে সাংবাদিক সাইনবোর্ডের শক্তি কত...সম্ভবত এই শক্তির কারনেই অপরাধীরা প্রায়সই এই সাইনবোর্ডটি ব্যাবহার করেন। অপরাধীরা অপরাধ করে তাদের সেই সাইনবোর্ড মুছে দেয়। আর সেই অপকর্মের দায় বয়ে বেড়াতে হয় মহান এ পেশায় নিয়োজিত নিয়মিত কর্মীদের।

আমরা প্রায়সই দেখি ভূয়া পুলিশ বা ভূয়া ডিবি পরিচয়ের অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হয়। প্রতারনা ও অপরাধের দায়ে শাস্তি দেয়, প্রস কনফারেন্স করে। পুলিশ বা র্যাব স্বপ্রনোদিত হয়ে এমনটা করে তাদের পেশার মান বাঁচাতে। তাহলে এখনো কি সময় আসেনি সাংবাদিক পরিচয়ে অপরাধীদের ধরিয়ে দেয়া বা তাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করে শাস্তির আওতায় আনার??

আমার মনে হয়, এই পেশায় নিয়োজিত নিয়মিত সংবাদকর্মীদের এখনই সোচ্চার হওয়া দরকার। আজকের ঘটনায় জড়িত পুলিশ কর্মীদের পরিচয় প্রকাশ করে তাদের এই প্রতারনার জন্য জবাবদিহি করা। শাস্তির উদ্যোগ নেয়া। আশাকরি দ্বিতীয় ব্যাবস্থাটি পুলিশের দায়িত্বশীল ব্যাক্তিরা তাদের পেশার মান বাঁচাতে নিজ উদ্যোগেই করবেন। যেমনটি তারা ভুয়া পুলিশ বা ভুয়া সাংবাদিকদের বেলায় করেন।

আর সাংবাদিক নেতৃবৃন্দকে বলবো, দলীয় চর্চা বাদ দিয়ে নিজেদের পেশার মর্যাদা রক্ষায় সোচ্চার হবেন আশাকরি। যেসব রাজনীক নেতা বা ধান্ধাবাজরা প্রেস লেখা গাড়ি ব্যাবহার করে সাংবাদিতা পেশাকে আরো ঝুঁকিপূর্ণ ও কলঙ্কিত করে তোলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবেন। অন্যথায় দেখবেন একদিন এই রাষ্ট্র সাংবাদিক রাষ্ট্রে পরিণত হবে। যেখানে আপনাদের মতো মুলধারা বা নিয়মিত সংবাদ কর্মীদের কোন কদর থাকবেনা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

সোজোন বাদিয়া বলেছেন: কে ওদেরকে শাস্তির আওতায় আনবে? এটা চলছে চলবে, আপনি-আমি শুধু অনুরোধ-উপরোধই করে যাব। সরষে নয় ওঝার মধ্যেই যে ভূত!

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



বুড়ো বানরকে গাছের ডাল থেকে নামানো হয়েছে? পুলিশকে ধন্যবাদ! ঔ বানরের কিচির মিচিরে এলাকায় থাকা মুশকিল হচ্ছিল।

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮

দেশের মালিক বলেছেন: বানরকে নিয়ে কথা বলছিনা...এর জন্য সাংবাদিক পরিচয় দিতে হবে কেন???

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩

গোধুলী রঙ বলেছেন: আমাদের রাজনীতি হলো অপনেন্ট কে পিশে মারতে হবে।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

ম.র.নি বলেছেন: শফিক রেহমানের গ্রেফতারের নিন্দা জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.