![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
সূচালো শীত এসে ঘাঁই মারে জোরে
রোদ্দুরেও জাগে না আগুন; কুয়াশাচাদর মুঁড়ে
কতিপয় পথিকের শ্রান্তচিহ্নের ফাঁকে
ফ্যাকাশে পথের কাঙ্কন; কেবলই ব্যথিত করে।
দূরপথ দুর্গম জেনো, দুঃস্বপ্নের তেপান্তর;
সবপথে নেমেছে আজ ক্ষয়ের মিছিল
একদল বুনোপাখি নিরুদ্দেশে
ইচ্ছে ডানায় বেঁধেছে প্রবল আকুতি।
ফেরার পথে রেখে গেছে কেউ
না-ফেরার নক্সীকাঁটা, ধাঁরালো ক্ষত করে জমা
কোথাও শেফালি নেই, কুয়াশার জলজকান্নারা
কেবল হাহাকার বুনে রাখে ফসলের মাঠে।
কতিপয় ব্যথিত চোখের কাছে কষ্টরা
গড়েছে ভীষণ অবাধ আনাগোনা;
পৃথিবীর মিছেমিছে মায়ায় ভাসে বিষণ্ণদুপুর।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব ভালো লাগলো।
দ্বিতীয় প্লাস।।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
আহসান জামান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন কবি।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
shfikul বলেছেন: +++
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
আহসান জামান বলেছেন:
ব্লগে স্বাগত জানাই। কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন প্রতিদিন।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগল খুব।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
আহসান জামান বলেছেন:
স্নিগ্ধতা! কবি, শুভেচ্ছা নিবেন।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
মুনসী১৬১২ বলেছেন: চৎকার
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
আহসান জামান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা নিবেন, মুনসী।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর এবং গোছানো
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই, ভালো থাকবেন প্রতিদিন।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
সায়েম মুন বলেছেন:
কতিপয় ব্যথিত চোখের কাছে কষ্টরা
গড়েছে ভীষণ অবাধ আনাগোনা;
পৃথিবীর মিছেমিছে মায়ায় ভাসে বিষণ্ণদুপুর।
------কবিতা পড়ে একটা বিষণ্নতা ছোঁয়ালো খানিক। ভাললাগা এই কবিতার প্রতিটি পঙতিতে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬
আহসান জামান বলেছেন:
মুগ্ধতা, কবি।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
মায়াবী ছায়া বলেছেন: বাহ অনেক ভালো লাগলো....+++