![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
দরজা খুলেই অসম্ভবের সিঁড়ি
হাতের রেখায় শূন্যসমাহার
ডাকছো কেনো এমন আগুনদিনে
বৃষ্টি এলে ভিজবে কিনা বলো।
চোখের ভিতর দিগন্ত ছুঁয়ে দেখি
মাটির উপর আকাশ থুঁবড়ে আছে
চোখের পলক ফসকে গেলেই ধ্বস
মাথার উপর বিগড়ে যাবে রোদ।
রোদের কাছে পুঁড়তে শিখেছি
বুকপাঁজড়ে পাথরনুঁড়ি ভাঙো
আমার এসব সহিষ্ণুতার চাবি
দরজা খুলেই চমকে গেলে নাকি।
তোমার চোখে দ্বিধার পাখি ওড়ে
পালক ছিঁড়ে স্মৃতির নক্সী এঁকো
পলক ফেলে আমায় ভুলে যেও
দিনের শেষে সন্ধ্যা নামে, জানো!
তোমার ঘরে প্রদ্বীপ জ্বলে ছিলো
আমি তখন বাড়ীফেরার পথে
বাড়ী আমার অন্ধকারের দিকে
একলা পথে র্নিজনতার ভিড়ে।
৩০ শে মে, ২০১৩ রাত ৮:০৬
আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৪৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
ভালো লাগলো ভাই।
৩০ শে মে, ২০১৩ রাত ৮:০৭
আহসান জামান বলেছেন:
বিনীত ধন্যবাদ, ভালো থাকবেন কবি।
৩| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:১৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা ভাল লাগছে জামান ভাই
৩০ শে মে, ২০১৩ রাত ৮:২৫
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই, ভালো থাকবেন।
৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:০৬
সায়েম মুন বলেছেন: সুন্দর। সুরেলা।
৩১ শে মে, ২০১৩ রাত ১:১১
আহসান জামান বলেছেন:
আপনার পাঠে আনন্দ পাই, ভালো থাকবেন কবি।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:০৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চোখের ভিতর দিগন্ত ছুঁয়ে দেখি
মাটির উপর আকাশ থুঁবড়ে আছে
চোখের পলক ফসকে গেলেই ধ্বস
মাথার উপর বিগড়ে যাবে রোদ।
,,,,,,,,,,,,,,,,,,,,,খুবই সুন্দর,,,,,,,,,,,,