![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
নতুন করে দেখবো বলে
চোখ পেতেছি আকাশপানে;
বৃষ্টি, তুমি চোখের ক্লেশ ধুঁয়ে দিও।
রোদের তাপে পোঁড়াও আমার
বিগতদিনের বিষণ্নতার নগ্নদুপুর।
মেঘের ভেলায় স্বপ্ন তুমি
আমায় দিও শ্রান্তনুপূর।
নতুন করে দেখবো বলে
দরজা খুলে হাঁটতে থাকি;
বিজনপুরের নির্জনতা পিছন ফেলে
শহরতলীর তুমুলপথে
শক্তধাপে হাঁটতে থাকি।
নতুন করে দেখবো বলে
মনভুবনে শিশুর হাসি;
অভিলাষের ঘোড়ার পিঁঠে
অযুত-নিযুত কোমলচোখে
কান্নামুছে মায়ের হাসি।
নতুন করে দেখবো বলে
চোখ মেলেছি আশারজালে।
০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৪৭
আহসান জামান বলেছেন:
অসংখ্য ধন্যবাদ, মাসুম ভাই। ভালো থাকবেন।
২| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: নতুন করে দেখবো বলে
দরজা খুলে হাঁটতে থাকি;
বিজনপুরের নির্জনতা পিছন ফেলে
শহরতলীর তুমুলপথে
শক্তধাপে হাঁটতে থাকি।
চমৎকার হয়েছে।দারুণ। ভাল লাগলো ।
০২ রা জুন, ২০১৩ রাত ৮:১৫
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ সেলিম ভাই, ভালো থাকবেন।
৩| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:০০
চাঁদ ~ মামা বলেছেন: সুন্দর কোবতে মামা
০৩ রা জুন, ২০১৩ রাত ১:০০
আহসান জামান বলেছেন:
মামা, ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩৮
সাদেকুর বলেছেন: সুন্দর++++++++
০৩ রা জুন, ২০১৩ রাত ১:০১
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবিতা পড়ার জন্য, ভালো থাকবেন।
৫| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
মুনসী১৬১২ বলেছেন: বরাবর চমৎকার ভাইয়া
০৩ রা জুন, ২০১৩ রাত ১:০১
আহসান জামান বলেছেন:
মুগ্ধতা, ভালো থাকবেন।
৬| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন করেই দেখতে চাই।
০৩ রা জুন, ২০১৩ রাত ১:০২
আহসান জামান বলেছেন:
তাই হোক, ধন্যবাদ।
৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৩০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাল লাগা রইল
+++
০৩ রা জুন, ২০১৩ রাত ১:০৩
আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ব্লগে স্বাগত জানাই।
ভালো থাকবেন।
৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:১১
বৃষ্টিধারা বলেছেন: দারুন ।
অনেক দিন পর এলাম ।
কেমনাছেন ?
০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:৫৯
আহসান জামান বলেছেন:
ভালো আছি। হ্যা, অনেকদিন পর এলেন। আশা করি ভালো আছেন। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৯| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
ত্রাতুল বলেছেন:
বাহ! মাথা দুলিয়ে দুলিয়ে পড়া গেল!
অনেকদিন পরে এলাম। অনেক লেখা জমে গেছে। কেমন আছেন?
১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২
আহসান জামান বলেছেন:
থাক জমা, আপনি কেমন আছেন? হ্যা, ভালো আছি। খুব ভালো লাগছে কবি। ফেরা হোক সারাক্ষণ। ভালো থাকবেন।
১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৫
একজন সৈকত বলেছেন: নতুন করে দেখলাম...
বেশ লাগলো!!
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯
আহসান জামান বলেছেন:
সৈকত, আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে। কেমন আছেন, কোথায় আছেন? শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৪৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: নতুন করে দেখবো বলে
দরজা খুলে হাঁটতে থাকি;
বিজনপুরের নির্জনতা পিছন ফেলে
শহরতলীর তুমুলপথে
শক্তধাপে হাঁটতে থাকি।
সুন্দর কথামালা জামান ভাই-