নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান জামানের কবিতা

আহসান জামান

আহসান জামান

মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান

আহসান জামান › বিস্তারিত পোস্টঃ

অস্থির অন্ধকার

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:২৮

অস্থির অন্ধকারে ডুবে যাচ্ছে ঘর-বাড়ী, দরজার চৌ-কাঠ,

জানালার ঢেউখেলা পর্দার ভাঁজ খুলে মুছে নিচ্ছে

পুঁথির কাহন। মনপাড়ে রাখালী খেয়ালির শ্লোকমুছে

উড়ছে কোথাও; মাতাল হাওয়ারা নিরুদ্দেশ।



আকাশে মেঘের ভেলা; সাদাকালো তুলোর শরীর;

বেদনা ভুলে ব্যথিতক্ষণ লালচে চোখের কোনে

কতদূর হেঁটে গেলে এই ক্লান্তদেহ ভর করে বসে

দিগন্তের কোলে। ফেলে আসা মাঠের নাম ছিলো

তেপান্তর। যুযুদের হাড়ের ভিতর অতীতের অন্ধকার।



কী খুঁজে কি করে ক্লান্ত এইসব দিনমান মুছে!

যেখানেই পা রাখে, পাপের অনল; দাউ দাউ

আগুনের মিছিল। সারাদেহ ভর করে ভয়;

মিছে মিছে বেলা মুছে অন্ধকার; কার সাথে

চুপি চুপি কথা বলে মন; আত্মার সহোদর।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুখপাঠ কবি।

অঃটঃ দরজার কড়িকাঠ; এখানে দরজা, করিকাঠ; কী লেখা যায় না?

১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, আপনার গভীর পাঠের জন্য কৃতজ্ঞ।

একটু বদলে দিলাম, মনে হয় আমি আদিতে এই লিখতে চেয়েছিলাম, জানাবে।

২| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০৩

নস্টালজিক বলেছেন: অস্থির অন্ধকারেও আহসানের শান্ত শব্দচয়ন!



শুভেচ্ছা নিরন্তর!

১৬ ই জুন, ২০১৩ রাত ১:২৮

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, আপনাদের পাঠে আনন্দ পাই। ভালো থাকবেন কবি।

৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪৭

মায়াবী ছায়া বলেছেন: সারাদেহ ভর করে ভয়;
মিছে মিছে বেলা মুছে অন্ধকার; কার সাথে
চুপি চুপি কথা বলে মন; আত্মার সহোদর।
... বেশ ভালো লাগলো ।

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৩

আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

৪| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৫:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর কবিতা জামান ভাই

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৩

আহসান জামান বলেছেন:
আপনাকে শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।

৫| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৫

ত্রাতুল বলেছেন: .
এই চাপ অস্থিরতা কষ্ট দেয় অনেক। দম বন্ধ লাগে।
অনেক ভাল লাগলো।

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আহসান জামান বলেছেন:
সত্যিই অনেক ভালো লাগছে কবি, আশা করি আপনাকে আবারও পাবো। ভালো থাকবেন।

৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৩

সায়েম মুন বলেছেন: এই মুহূর্তে এই কবিতাটা পাঠ করা দরকার ছিল।

১৭ ই জুন, ২০১৩ রাত ৩:৪৪

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.