![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
যে কেউ সঙ্গে যাবে, যাক;
বাইরে ঝড়ের বাঁশি, আকাশে নীলপাহাড়
কুচকাওয়াজের বুলেট, লেটেল রোদ্দুরে
ম্রীয়মান তৃষ্ণার কাতর অনুভূতির ভাঁজে
দুপুর পোঁড়ে একা; নিঃসঙ্গতার বিরহে
ভেসে আসে আহ্বান; একেলা পথধরে।
দু'চোখে শুয়ে আছে আজ
মৌনমিছিলের ক্লান্ত দীর্ঘশ্বাস;
আরশীতে এঁকে নিয়ে চুলের সৌখিন
পরনে ভাঁজকরা বাহারি পোষাক; কে যাবে কোথায়!
যুদ্ধাবশেষ; ঘোড়ার খুঁরে জেগে ওঠে জখমের ছাপ;
বিরহরাতের গায়ে অন্ধকার মুছে দিচ্ছে অলি-গলি-পথ।
গন্তব্যের মানচিত্রে চোখ পেতে পড়ে নিও
পথ-ঘাট ও তার নাড়ি-নক্ষত্র। যে যার যাবার পথে
স্বপ্নের ঝুড়ি ফেলে; ভুলের যাচ্ছে আহতঅতীত।
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:১৩
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, ব্লগে স্বাগত জানাই। ভালো থাকবেন।
২| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৩২
সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো।
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:১৪
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৮
টুম্পা মনি বলেছেন: সুন্দর।
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:১৪
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকবেন।
ব্লগে স্বাগত জানাই।
৪| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে ! +
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:১৫
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ অভি, ভালো থাকবেন সারাক্ষণ।
৫| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪২
এরিস বলেছেন: বাইরে ঝড়ের বাঁশি, আকাশে নীলপাহাড়
কুচকাওয়াজের বুলেট, লেটেল রোদ্দুরে
ম্রীয়মান তৃষ্ণার কাতর অনুভূতির ভাঁজে
দুপুর পোঁড়ে একা; নিঃসঙ্গতার বিরহে
ভেসে আসে আহ্বান; একেলা পথধরে।
কবিতার ভেতরেই দারুণ চিত্রকল্প। সুন্দর কবিতা। কিন্তু কেমন হুট করেই শেষ হয়ে গেলো। প্লাস।
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:১৬
আহসান জামান বলেছেন:
সবকিছুই দ্রুত হারিয়ে যায় !
গভীর পাঠের জন্য ধন্যবাদ, ব্লগে স্বাগত জানাই।
৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৪৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষের দিকটা সুন্দর -
২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:০৩
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুম ভাই, ভালো থাকবেন।
৭| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৮
জ্যোস্নার ফুল বলেছেন: ভালো।
২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:০৪
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকবেন।
৮| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: গন্তব্যের মানচিত্রে চোখ পেতে পড়ে নিও
পথ-ঘাট ও তার নাড়ি-নক্ষত্র। যে যার যাবার পথে
স্বপ্নের ঝুড়ি ফেলে; ভুলের যাচ্ছে আহতঅতীত।
দারুণ কবিতা। ভাল লাগা রেখে গেলাম ।
২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:০২
আহসান জামান বলেছেন:
শুভেচ্ছা নিবেন সেলিম আনোয়ার, ভালো থাকবেন।
৯| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:২৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে!
২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৯
আহসান জামান বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ, ব্লগে স্বাগত জানাই। ভালো থাকবেন।
১০| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:২২
ৎঁৎঁৎঁ বলেছেন:
দু'চোখে শুয়ে আছে আজ
মৌনমিছিলের ক্লান্ত দীর্ঘশ্বাস;
আরশীতে এঁকে নিয়ে চুলের সৌখিন
পরনে ভাঁজকরা বাহারি পোষাক; কে যাবে কোথায়!
সুন্দর ! অনেক ভালো লাগা রেখে যাচ্ছি!
২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:০১
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
১১| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:১১
অরুদ্ধ সকাল বলেছেন:
গন্তব্যের মানচিত্রে চোখ পেতে পড়ে নিও
পথ-ঘাট ও তার নাড়ি-নক্ষত্র। যে যার যাবার পথে
যাবার পথে সুন্দর কবিতায়+
২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:০০
আহসান জামান বলেছেন:
অনেকদিন পর দেখা! কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: