![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
অবাধে ওড়ে অই হাওয়ার উড়ুপাখি
নীলিমার তুলোমেঘে বৈশাখী দোল দেয়
ঈশানের নিশান ছিঁড়ে মনপুরে পোঁড়ে কেউ; একা।
কী তার বেদনা ছিলো! ছিলো ভৈরবী তানপুরা তারে
অবাক স্মৃতির টানে কী সব সুর বাজে; সান্ধ্য উলুশাঁখে
কে গাঁথে বিরহযাপন; পালকের রথে ফেরে ঘরে; একা।
চোখের ভিতর জেগে ওঠে অতীতের চর; নিকাশের
খাতা ভরে পাপের মিছিল হাঁটে দাবীর অযুহাত
অসংখ্য শূন্যের যোগফল শূন্যতার নদী।
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন প্রতিদিন।
২| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:২১
সায়েম মুন বলেছেন: এককথায় সুখপাঠ!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪১
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:২৭
মুনসী১৬১২ বলেছেন: ++++++++++++++
০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪১
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ মুনসী, ভালো থাকবেন প্রতিদিন।
৪| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা ভাল লাগলো জামান ভাই
০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪২
আহসান জামান বলেছেন:
টেনশন রিলিজ! ধন্যবাদ মাসুম ভাই।
৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:০০
রেজওয়ান তানিম বলেছেন: অসংখ্য শূন্যের যোগফল শূন্যতার নদী।
বেশ লাগল।
অনেক দিন পরে আপনার কবিতা পড়লাম
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি তানিম। আপনাকে আবারও স্বাগত জানাই আমার ব্লগে, ভালো থাকবেন প্রতিদিন।
৬| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: অসংখ্য শূন্যের যোগফল শূন্যতার নদী।
সুন্দর!
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
আহসান জামান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা অভি, ভালো থাকবেন।
৭| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯
লিটল হামা বলেছেন: ভালো লাগলো আহসান ভাই।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭
আহসান জামান বলেছেন:
হাসান ভাই, কেমন আছেন? অনেকদিন পর আপনাকে পেলাম, ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ।
৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:১৭
বৃষ্টিধারা বলেছেন: অসংখ্য শূন্যের যোগফল শূন্যতার নদী।
অসংখ্য শূন্যের যোগফল শূন্যতার নদী।
অসংখ্য শূন্যের যোগফল শূন্যতার নদী।
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৩
আহসান জামান বলেছেন:
আপনার এই এভাবে তলিয়ে এসে পড়াকে ভালো লাগে। লেখার ইচ্ছা বাড়ে। অনেকদিন পর এলেন! অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন বৃষ্টিধারা।
৯| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৫
বৃষ্টিধারা বলেছেন: আপনার ব্লগে সব সময় ঘুরি
সুন্দর সব লাইন পড়ার জন্য ।
আপনি ও ভালো থাকবেন ।
০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
আহসান জামান বলেছেন:
স্নিগ্ধ মুগ্ধতা, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অসংখ্য শূন্যের যোগফল শূন্যতার নদী।
সুন্দর!