![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
যখনই ফিরে আসি সন্ধ্যা তারার মাঠে
তুমি জেগে ওঠো পাললিক শিলার ভাঁজে;
ছিপছিপে সুপারীবনে তামাটে রোদ এলে
তোমার আঁচলে বাঁধা পড়ে কালো অন্ধকার।
অপেক্ষা-প্রদ্বীপ জ্বেলে সারসের গ্রীবায়
অনড় চোখের ভিতর কী দেখো আমাকে!
আমিতো যুদ্ধাহত পরাজিত কেউ;
আশাঘরে মেঘের গর্জনে
ফসকে গেছে কবেই আপনবনের চাবি।
তোমার চোখের ভিতর
জমে আছি এক দুঃখপাহাড়।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২২
আহসান জামান বলেছেন:
হুম ! গভীর পাঠের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন খেয়া ঘাট।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
সায়েম মুন বলেছেন: তোমার চোখের ভিতর
জমে আছি এক দুঃখপাহাড়।
---খুব সুন্দর প্রকাশ। অনেক ভাললাগা রইলো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: তোমার চোখের ভিতর
জমে আছি এক দুঃখপাহাড়।
খুব চমৎকার লেগেছে !
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: --
তোমার চোখের ভিতর
জমে আছি এক দুঃখপাহাড়।
গভীর !
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুম ভাই, ভালো থাকবেন।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অদ্ভুত সুন্দর কবিতা।
"তোমার চোখের ভিতর
জমে আছি এক দুঃখপাহাড়।"
এ বাড়িতে আপনার লেখা খুব কম কবিতা আছে যা আমি পড়িনি।
কদিন আগে ঘুমঘোর পড়ার সময় মনে হচ্ছিল লিখে যাই কি করে লিখেন এত সুন্দর করে ?
ভালো থাকেন আর লিখেন মন খুলে....
মুগ্ধ হই পড়ে।
শুভেচ্ছা কবি আহসান।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
আহসান জামান বলেছেন:
প্রিয় কবি, আপনার পাঠ আমাকে খুব আনন্দ দেয়, প্রেরণা দেয়। ভালো থাকবেন চিরন্তর। ধন্যবাদ।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১
অদৃশ্য বলেছেন:
কবি
অত্যন্ত সুন্দর কবিতা...
এদিকে ঘুরছিলাম ... সময়করে আপনার আরও লিখা পাঠ করে যাবার ইচ্ছা রাখলাম...
শুভকামনা...
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬
আহসান জামান বলেছেন:
আপনার এ-ঘোরা-ফেরা ভালো লাগছে !
ভালো থাকবেন এ নববর্ষে।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:
দুঃখপাহাড়টাতো আমার!!!!!!
ভালোলাগা,এতো সুন্দর করে লেখা একটা কবিতায় ...
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭
আহসান জামান বলেছেন:
হুম! আমারও থাকুক। আপনি ভালো থাকুন এই নববর্ষে।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯
শ্রাবণ জল বলেছেন: সুন্দর লিখেছেন।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৪
আহসান জামান বলেছেন:
কবিতা পাঠের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: অপেক্ষা-প্রদ্বীপ জ্বেলে সারসের গ্রীবায়
অনড় চোখের ভিতর কী দেখো আমাকে!
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৫
আহসান জামান বলেছেন:
এতো তলিয়ে কবিতা পড়ার জন্য শুভেচ্ছা, ভালো থাকবেন কবি।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২
চুক্কা বাঙ্গী বলেছেন: দাঁতভাঙ্গা শব্দের জ্বালায় অতিষ্ট হয়ে কবিতা পড়তে আজকাল আর ইচ্ছা করেনা। শিরোনামটা দেখে পড়া শুরু করলাম। একটানা চারবার পড়লাম। অসাধারন লাগলো ভাই।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৭
আহসান জামান বলেছেন:
হা হা ... আপনার কথা শুনে আমিও একবার পড়লাম। কবিতা পাঠের আনন্দ আমার অনুপ্রেরণা হোক। আমরা সবাই ভালো থাকি।
ব্লগে স্বাগত জানাই, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫২
খেয়া ঘাট বলেছেন: কবিতার ভাবটা ভালো বুঝতে পারিনি।