![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
যাকিছু প্রিয়, যাকিছু ভালো লাগে
দ্রুত ফুরিয়ে যায়;
কার্পাস তুলোর মতো উড়ে যায়;
কোথাও দূর অজানায়।
হাত ফসকে, মনের স্নায়ু থেকে খসে
মুছে যায় সত্ত্বর; মেলে না কিছুই আর!
কেবল হা-খোলা দরজার মতো
তাকিয়ে থাকি বিকেলের রোদ্দুর ডোবা দেখি;
অন্ধকারের ঘন নিঃশ্বাসে বাড়ীফেরার মানুষগুলো
কী উর্দ্ধশ্বাসে ঘরে ফিরে; আমি তখন হাতেরপাঁচালী জড়ো করি।
ভুতুমের চোখের ভিতর কী এতো তৃষ্ণা থাকে
শূন্যতা বুকে নিয়ে বিশাল আকাশ
জেগে থাকে একা; সারা দিনরাত।
একদা ইচ্ছে ছিলো;
শৈশবের তেপান্তর পাড়ি দিবো,
সমুদ্রের বালির মতো ফেরারী হবো
মনচোখে আনন্দের চিল এসে ছোঁ মারতো স্বপ্নজালে;
খাঁচাবন্দী পাখির ডানায় পথ খুঁড়তাম আপনমনে।
স্বপ্নখোর মানুষ আমি; যেভাবেই বেড়ে ওঠি; দেখি -
গোটাজীবনটাই তেপান্তর, সময়েরা সমুদ্রবালি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
আহসান জামান বলেছেন:
ঘুমাতে যাওয়ার আগে (সারাদিনের ক্লান্তি মুছে) কবিতা লেখার অভ্যাসটা আমারও অনেক পুরানো !
ভালো থাকবেন মাসুম ভাই। ধন্যবাদ।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
আমি আগুন, দ্রোহের আগুন বলেছেন: ব্লগে আমার প্রথম কমেন্ট, আপনার কবিতা ভালো লাগলো।
বেসম্ভব ভালো লাগলো
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
আহসান জামান বলেছেন:
এ ব্লগে আপনাকে স্বাগত জানাই। ভালো থাকবেন।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।
স্বপ্নখোর মানুষ আমি; যেভাবেই বেড়ে ওঠি; দেখি -
গোটাজীবনটাই তেপান্তর, সময়েরা সমুদ্রবালি।
--------------- চমৎকার লিখেছেন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ সায়েম মুন, ভালো থাকবেন প্রিয় কবি।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
নেক্সাস বলেছেন: অনেক ভাল লাগা নিয়ে পড়লাম
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: গোটাজীবনটাই তেপান্তর, সময়েরা সমুদ্রবালি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: কবিতার অর্ন্তনিহিত ভাব ভালো লাগলো
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
আহসান জামান বলেছেন:
গভীরপাঠের জন্য স্নিগ্ধতা। ব্লগে স্বাগত জানাই। ভালো থাকবেন।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুবই ভালো লাগলো।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
আহসান জামান বলেছেন:
আমার স্নিগ্ধতা, কবি। ভালো থাকবেন প্রতিদিন।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ঘুমাতে যাওয়ার আগে আপনার কবিতা পড়া প্রায় নিয়ম হয়ে যাচ্ছে
ভাল থাকুন জামান ভাই