![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
যাই
যাই; কার কাছে যাই
কোথায় রাখি এ দেহভার, ক্লান্তি;
এখানে আঁধার উপেক্ষার পদচিহ্ন।
যাই; কার কাছে যাই
ওখানে ব্যস্ততা; নাগরিক জয়গান
ইস্পাতে খন্ডিত কেবল স্মৃতির মন্দির।
যাই; কার কাছে যাই ...
দহন
সন্ধ্যা নামলো; বিরল অন্ধকারে ঢেকেছে চারিদিক।
অনিচ্ছুক কাজলচোখ, নিঃশ্বাসে তীব্রঘৃণা,
শরীরিক ঘ্রাণে জমে অঘোর সময়; শস্যহীন আবাদ।
আজ আর চিবুকে তৃষ্ণা নেই, ক্ষুধা নেই
সম্মুখে অশেষ পথ ডাকে।
ব্যর্থবাউল কোনটানে সংসারহীন পথে রাখে পা
পুঁড়তে পুঁড়তে নিঃশেষ জীবনের দিকে
কতটা অবসরহীন পথ চলে সে।
আঘাতে চৈতন্যে জমে না বৃষ্টির জলকণা
মানুষেরা ভুলেছে শিশু-শিশু খেলা
কোথাও ক্রন্দন নেই, ক্লান্তি নেই, কেবল
স্বার্থের শিলাবৃষ্টি; পচনে পচনে দুগর্ন্ধ চারিদিক
পাপ গেঁথে গেঁথে নশ্বরপৃথুলে রক্তময় দহন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
আহসান জামান বলেছেন:
অসংখ্য ধন্যবাদ শোভন, ভালো থাকবেন।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: যাই টা দারুণ লাগলো জামান ভাই
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
আহসান জামান বলেছেন:
ভাইজান, ঘুমালেন নাকি?
আপনার পাঠ আমাকে খুব আনন্দ দেয়; ধন্যবাদ। ভালো থাকবেন মাসুম ভাই।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতা দুটো অনেক অর্থবহ ।
কবিতা দুটোতেই কষ্টের আবহ।
মনের টানপোড়নের ছবি.......এখনকার সময়ে এর চেয়ে সত্যি মনে হয় কিছু নেই।
মন খারাপ সময়ে কথা বলার মতন একজনকে না পেলে যে বোধ হয়।
মনে হয় কোথায় যাই!
আর দহন
হৃদয় পোড়ানো ক্ষতের কথাই মনে হলো।
শুভেচ্ছা কবি।
অস্থির সময়ের দিয়ে যাচ্ছে পৃথিবী।
আমরা তো এখানকার বাসিন্দা।
ভালো থাকবেন সব কিছু ছাপিয়ে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
আহসান জামান বলেছেন:
আন্তরিক শুভেচ্ছা নিবেন কবি।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার কবিতা ছুঁয়ে যায়।।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫২
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
সায়েম মুন বলেছেন: সুন্দর! প্রাণবন্ত্য।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, ভালো থাকবেন সারাক্ষণ।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: যাই; কার কাছে যাই ...
খুব সুন্দর লিখেছেন ! একটা গভীর ভাব আছে !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৪
আহসান জামান বলেছেন:
স্নিগ্ধতা কবি, ভালো থাকবেন।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
পিনিকবাজ বলেছেন: হুম প্রথম টা অনেক মনে ধরেছে
শুভ কামনা
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫
আহসান জামান বলেছেন:
ব্লগে স্বাগত জানাই, ভালো থাকবেন। ধন্যবাদ।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আঘাতে চৈতন্যে জমে না বৃষ্টির জলকণা
মানুষেরা ভুলেছে শিশু-শিশু খেলা
কোথাও ক্রন্দন নেই, ক্লান্তি নেই, কেবল
স্বার্থের শিলাবৃষ্টি; পচনে পচনে দুগর্ন্ধ চারিদিক
পাপ গেঁথে গেঁথে নশ্বরপৃথুলে রক্তময় দহন।
খুব ভাল লেগেছে ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৭
আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
অসাধারণ!!!
ভাললাগা রেখে গেলাম।
++++