![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
ফেরার পথে চাবি, ফিরে এসো
আবারও ফিরে এসো; সুবর্ণ নগরের দিকে
হেঁটে যাবো দু'জনে।
হেঁটে হেঁটে বনফুলের মালায়
গেঁথে দিও স্বপ্ননদী; ছলছল জলের স্রোত;
তোমার নূপুর ছুঁয়ে টাপুর টুপুর শ্রাবণ নামুক।
বর্ষাকদমের গন্ধে সন্ধ্যা নেমে এলে
তোমার গায়ের ক্লান্তি খুলে, জোছনা আলোয়
শুকাতে দিও নিঃসঙ্গতা, আমার ছায়া।
ফেরার পথে চাবি, আমি আর ফিরতে পারছি না;
জেগে উঠছে অন্ধকার, শূন্যতার ডানায় উড়ে
আমাকে নিয়ে যাচ্ছে কেউ অচীন শহরে।
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬
আহসান জামান বলেছেন:
কবিতা পাঠের জন্য ধন্যবাদ, ব্লগে স্বাগত জানাই। ভালো থাকবেন।
২| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আহা কি যে সুন্দর প্রকাশ।
অনুভবের মালা গাঁথা সুন্দর সব শব্দমালায়।
শুভেচ্ছা কবি আহসান।
অনেক ভালোলাগা রেখে গেলাম।
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১২
আহসান জামান বলেছেন:
আপনার পাঠে আনন্দ পাই, কেমন আছেন কবি? অনেক অনেক ধন্যবাদ।
৩| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩
আহসান জামান বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: জোছনা আলোয়
শুকাতে দিও নিঃসঙ্গতা, আমার ছায়া।
দারুণ!
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪
আহসান জামান বলেছেন:
শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন।
৫| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার কবিতাগুলো স্নিগ্ধ এক অনুভব দেয়।
দারুন।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬
আহসান জামান বলেছেন:
মুগ্ধতা, ধন্যবাদ।
৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বর্ষাকদমের গন্ধে সন্ধ্যা নেমে এলে
তোমার গায়ের ক্লান্তি খুলে, জোছনা আলোয়
শুকাতে দিও নিঃসঙ্গতা, আমার ছায়া।
খুব সুন্দর।
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১
আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, কবি। ভালো থাকবেন।
৭| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১
নেক্সাস বলেছেন: আমাকে নিয়ে যাচ্ছে কেউ অচীন শহরে
অনেক সুগভীর আবহ রেখে কবিতাটি শেষ করায় পাঠমুগ্ধ হয়েছি।
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৭
অচিন্ত্য বলেছেন: তিন লাইনের প্যারাগুলো দেখতে বেশ লাগছে। গায়ের ক্লান্তি খুলে জোছনার আলোয় শুকানো- অনুভূতিগুলো বেশ স্বতন্ত্র।
কবি এবং কবিতা, যেই বেশি নিঃসঙ্গ হোক, সাথেই আছি।
১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৬
আহসান জামান বলেছেন:
বেশ তলিয়ে পড়লেন কবি, ভালো লাগছে ভাবতে। আপনাদের পাঠ আমাকে লেখার সাহস যোগায়। ভালো থাকবেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩
বোকামন বলেছেন:
শুকাতে দিও নিঃসঙ্গতা, আমার ছায়া।
খুব সুন্দর কবিতা