![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
তোমার চোখের নীচে কালো দাগে
ভেসে ওঠে শীতকুয়াশার চাদর মোড়া নদী;
নিঃসঙ্গ কিশোরের নিঘুম রাত পোহানো;
ভোরের কথা মনে পড়ে। বুনোফুলের উপর
যে প্রজাপতি রকমারী ডানা মেলে বসতো,
তাকে ছোঁয়ার বাসনা নিয়ে; তাকিয়ে থাকি জানালায়।
এরমাঝে অনেক ট্রেন চলে গেছে দূরে, পথিকেরা
হেঁটে গেছে অজান্তা শহরের দিকে; তাদের ছায়ায়
সারসের গ্রীবার মতো নিঃশব্দ পড়েছি আমি
আর গুনে গুনে ভুলে গেছি গননার অংক।
রোদ-বৃষ্টির দিন বদলে; আমরাও
বদলে নিয়েছি আমাদের। চারিধার, সবুজ পুঁড়ে;
ছাই রংয়ের সন্ধ্যা নেমে এলে; দু'চোখের
কালো অন্ধকারে নিঃসঙ্গতার ঢল নামে; একা।
তোমাকে ছুঁয়ে; রোদ্দুরে পুঁড়ে যাবো ভেবে
ত্বকরোধক মেখেছি কেবল। কৈশোর-আলোর ভিতর
স্বপ্নরা নিভে গেছে কবেই; যেদিকেই চোখ রাখি; বিষণ্ণ হাহাকার।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তাদের ছায়ায়
সারসের গ্রীবার মতো নিঃশব্দ পড়েছি আমি
আর গুনে গুনে ভুলে গেছি গননার অংক।
সুখপাঠ কবি।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪
মুনসী১৬১২ বলেছেন: মুগ্ধতা বাড়ে
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২
আহসান জামান বলেছেন:
অনেকদিন পরে আপনাকে পেলাম, ভালো লাগছে। কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৩
অচিন্ত্য বলেছেন: অজান্তা শহর কথাটা খুব সুন্দর হয়েছে। সারসের গ্রীবার উপমায় জীবনানন্দ দাশের উটের গ্রীবার কথা মনে পড়ল। সন্ধ্যার রঙটা সত্যিই দারুণ আবিষ্কার করেছেন। নিঃসঙ্গতার ঢল নামে- আহ অসাধারণ।
খুব মন খারাপ হয়ে গেল। আনন্দের সঙ্গে।
১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৪
আহসান জামান বলেছেন:
আনন্দে থাকুন কবি। আপনার গান শুনি প্রায়ই ।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১
ঘুমন্ত আমি বলেছেন: সুন্দর কবিতা