নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান জামানের কবিতা

আহসান জামান

আহসান জামান

মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান

আহসান জামান › বিস্তারিত পোস্টঃ

একদিন ফিরে এলে; কী দেবে ফিরিয়ে আমার

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৯

একদিন ফিরে এলে; কী দেবে ফিরিয়ে আমার!



চায়ের কাপে চড়ে কলেজের প্রথমপিরিডের মতো

ভোর হয়ে ফিরে এলে; তুমি কী সেই উচ্ছাসে

কেড়ে নেবে রাতের কবিতা, নির্ঘুমচোখের কাজলে

আমার হৃদকলে উদ্বিগ্নতার মাপকাঠি ডুবিয়ে, তুমি কী

শান্ত হয়ে বসবে পাশে; দু'দন্ড। তোমার চুলের ঢেউয়ে

শেফালীমালার ঘ্রাণে নেমে এলে শ্রান্তশিশির; আমরা কী আবার

সেই বিচলিত পথের মায়ায় বিভোর ট্রেনের শব্দ খুঁজে নিবো;

স্বপ্নের সাদা কবুতর; তাদের ডানায় আজ ক্লান্তির ছাপ।



তুমি কী ব্যস্ত অনেক! অফিসের মিটিংঘরে সাদাপর্দ্দায় গাঁথা

পাওয়ার-পয়েন্টের রংভরা গ্রাফের মতো তুমি কী যাচাইচোখে

তাকিয়ে দেখবে আবার আমাকে। আমাদের ভাগের অঙ্ক;

শূন্য ফলাফল; আকাশের মেঘপাখি হয়ে

কতদূর উড়ে গেছে একা;

কোথাও বৃষ্টিজলে মুছে গেছে অবাক প্রশ্নবোধ।



রাতের জোছনাদূপুর; কালঘড়ি রাতের গননা করে;

তুমি কী আজও বৃষ্টি ভালোবাসো?

চোখের কাজল, তাঁতের শাড়ী, কপালের লালটিপ,

গ্রীষ্মদুপুরের ঘনসবুজ ঘাস অথবা সেই নেই-বিষয়ের গল্প-কথন।



হারানোকালের ভিতর আজ শূন্যতার মাছি ওড়ে; একা।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

সুমন কর বলেছেন: হারানোকালের ভিতর আজ শূন্যতার মাছি ওড়ে; একা।

ভালো লাগল।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৬

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
ব্লগে স্বাগত জানাই।

২| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রাতের জোছনাদূপুর; কালঘড়ি রাতের গননা করে;
তুমি কী আজও বৃষ্টি ভালোবাসো?
চোখের কাজল, তাঁতের শাড়ী, কপালের লালটিপ,
গ্রীষ্মদুপুরের ঘনসবুজ ঘাস অথবা সেই নেই-বিষয়ের গল্প-কথন



অসাধারণ।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩২

আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, কবি।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

রাতের জোছনাদূপুর; কালঘড়ি রাতের গননা করে;
তুমি কী আজও বৃষ্টি ভালোবাসো?
চোখের কাজল, তাঁতের শাড়ী, কপালের লালটিপ,
গ্রীষ্মদুপুরের ঘনসবুজ ঘাস অথবা সেই নেই-বিষয়ের গল্প-কথন।

হারানোকালের ভিতর আজ শূন্যতার মাছি ওড়ে; একা।



আবার ফিরে আসবার-পর-রোমান্টিসিজমের যে দৃশ্যপট কল্পনা করা হয়েছে, তা চরম কাব্যিক ও অনবদ্য। সর্বশেষ পঙ্‌ক্তিতে শূন্যতার হাহাকার শোনা যায়, তাতে পাঠকের বুকও হু-হু করে ওঠে- এর মধ্য দিয়েই কবিতা পাঠের তৃপ্তিতে মন ভরে যায়।

শুভ কামনা।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬

আহসান জামান বলেছেন:
গভীর পাঠের জন্য শুভেচ্ছা, ভালো থাকবেন।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৫

বোকামন বলেছেন:

রাতের জোছনাদূপুর; কালঘড়ি রাতের গননা করে;
তুমি কী আজও বৃষ্টি ভালোবাসো?


খুবই চমৎকার একটি কবিতা !

লগিন করলুম ভালোলাগলো
কথাটি বলতে :-)

ভালো থাকবেন

+

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪০

আহসান জামান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৫

নস্টালজিক বলেছেন: রাতের জোছনাদূপুর; কালঘড়ি রাতের গননা করে;
তুমি কী আজও বৃষ্টি ভালোবাসো?
চোখের কাজল, তাঁতের শাড়ী, কপালের লালটিপ,
গ্রীষ্মদুপুরের ঘনসবুজ ঘাস অথবা সেই নেই-বিষয়ের গল্প-কথন।



অনবদ্য দৃশ্যকল্প!


শুভেচ্ছা , আহসান!

১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০১

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ রানা ভাই, ভালো থাকবেন।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন আনন্দ পেলাম।
আপনার কবিতা পাঠে নিয়মিতই প্রশান্তি।

১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০২

আহসান জামান বলেছেন:
অসংখ্য ধন্যবাদ কবি, ভালো থাকবেন।

৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০

অচিন্ত্য বলেছেন: খুব সুন্দর !

১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০২

আহসান জামান বলেছেন:
স্নিগ্ধ কবি।

৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: ভাল লাগল।

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
ব্লগে স্বাগত জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.