নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান জামানের কবিতা

আহসান জামান

আহসান জামান

মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান

আহসান জামান › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার অনিদ্র কেউ

১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০১



১. ক্ষুধা



ভাঁজ খুলে; তোমাকেই করি বিস্তর;



যেভাবেই চোখ রাখি

তোমাকেই টের পাই ঢের;

ঘুমান্ত বালিশে মাথা রেখে

যন্ত্রণায় মূর্ছে করি চিৎকারে;

যে কেউ বলে প্রেম;

আমি দেখি ক্ষুধার থাবা

চারিদিকে নশ্বর;

চূর্ণতার দাহ জ্বলে একা।



২. মুছেমুছে, ছিঁড়ে ফেলি



মুছেমুছে, ছিঁড়ে ফেলি;

খাতার কাগজ, তোমার ছবি

মনজানালায় একশ' গোলাপ।



মুছেমুছে, ছিঁড়ে ফেলি;

শীতের সকাল, রোদের দুপুর

চিলেকোঠার একলা হওয়ার উদাস নুপূর।



মুছেমুছে, ছিঁড়ে ফেলি;

তালপাতার পাখায় বাঁধা কোমল বাতাস

শীতলপাটির আলতা পায়ের একপড়শীর

চোখের কথা পড়তে গিয়ে হোঁচট খাওয়া সেই ক্ষণকাল।



মুছেমুছে, ছিঁড়ে ফেলি;

অনেককিছুই, অবাধ্যমন; যা-ইচ্ছে-তাই।



ছিঁড়তে ছিঁড়তে হঠাৎ যখন তোমায় দেখি

একনিমিশে জুড়তে থাকি; জুড়তে থাকি।







মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: মুছেমুছে, ছিঁড়ে ফেলি;
শীতের সকাল, রোদের দুপুর
চিলেকোঠার একলা হওয়ার উদাস নুপূর


দারুণ

ইদ মোবারক জামান ভাই

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুম ভাই। ঈদ মোবারক।
ভালো থাকবেন।

২| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৮

সায়েম মুন বলেছেন: ২য়টা বেশী ভাল লেগেছে।

মূর্ছে শব্দটার অর্থ জানাবেন? :)

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ কবি। আমি মূর্ছনা মিন করেছি :)। ভালো থাকবেন।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ লাগলো কবিতার মূর্ছনা! লেট ঈদ মোবারক!

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

আহসান জামান বলেছেন:
আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাই, কেমন আছেন?

৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮

নাজিম-উদ-দৌলা বলেছেন:
২য় কবিতার আক্ষেপটুকু ভালই ফিল করতে পারছিলাম। ভাল লেগেছে।

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩

আহসান জামান বলেছেন:
গভীর পাঠের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।
ব্লগে স্বাগত জানাই।

৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮

শ্যামল জাহির বলেছেন: ভাল লাগলো অনেক।
শুভ কামনা।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৩

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ শ্যামল, ব্লগে স্বাগত জানাই। ভালো থাকবেন।

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
প্রথম দ্বিতীয় দুটোই।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৪

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৬

নস্টালজিক বলেছেন: ২. মুছেমুছে, ছিঁড়ে ফেলি-খুব সুন্দর!


শুভেচ্ছা, আহসান!

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৪

আহসান জামান বলেছেন:
ব্লগে পুনঃস্বাগত রানা ভাই :)
ভালো থাকবেন সারাক্ষণ।

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মুছেমুছে, ছিঁড়ে ফেলি অনবদ্য।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৬

আহসান জামান বলেছেন:
বিনীত শুভেচ্ছা, ভালো থাকবেন কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.