নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান জামানের কবিতা

আহসান জামান

আহসান জামান

মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান

আহসান জামান › বিস্তারিত পোস্টঃ

সুখ

২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০১

চলো যাই; একদিন সময় করে হেঁটে আসি

শৈশবের স্বপ্নসড়কে, আকাশের উদরে ভাসাই

ডাকঘুড়ি; টানটান সূতোর ভাঁজে বেঁধে রাখি

কালকাহন। বর্ষাকদমে ভেজা সন্ধ্যার নিঃস্তব্ধতায়

উনুনে শুকাই বেদনার সুষম আমিষ।



চলো যাই; তেপান্তরের দিগন্তছোঁয়া পথের গায়ে

লিখে রাখি অসংখ্য চেনাজানা মুখ ও মুখোশ।

সভ্যশকুনের ঠোঁটে গাঁথা বিবর্ণ স্মৃতির ললাটে

সেইসব মৃত্যুর করি জড়ো; তাদের কান্নার স্বরে

শ্রাবণের জলরাশি পথভোলা পথিকের সাথে হাঁটে

একা। আমাদের উদ্বাস্তচোখে ওড়ে কুয়াশাভোর।



চলো যাই; আনন্দরোদ্দুর মেখে কোনো উল্লাসের হাটে

কিছুক্ষণ দুঃখ ভুলে; আশ্বিনের মেঘের ভেলার মতো

হাওয়াদের স্পর্দ্ধায় বেড়ে ওঠি আবারও;

বাক্সবন্দী বাইস্কোপের ভিতর চোখ ডুবিয়ে, বলি

অইতো সুখ, সাদা সুখ, নরোম-কোমল সুখ।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৮

বশর সিদ্দিকী বলেছেন: ভাল লিখেছেন।

আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি আমার ব্লগের ৪০০১ নাম্বার ভিজিটর। অনেক ধন্যবাদ আমার ব্লগ বাড়ি ঘুরে আসার জন্য।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৬

আহসান জামান বলেছেন:
বাহ্! আপনিতো সবই খেয়াল রাখেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো লাগলো।
পিছনে ফেরার এই আহ্‌বান কার না শুনতে ইচ্ছা করে?

বাক্সবন্দী বাইস্কোপের ভিতর চোখ ডুবিয়ে, বলি
অইতো সুখ, সাদা সুখ, নরোম-কোমল সুখ।


আহা বায়োস্কোপ।
আহা সাদা কালো দিন গুলোর স্মৃতি।

আমাদের উদ্বাস্তচোখে ওড়ে কুয়াশাভোর।
কি যে সত্যি এই অনুভব কবি।

অনেক ভালো লাগা রেখে গেলাম।
শুভেচ্ছা জানবেন।


২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৬

আহসান জামান বলেছেন:
গভীর পাঠের জন্য কৃতজ্ঞতা, ভালো থাকবেন কবি।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৮

আহসান জামান বলেছেন:
আপনাকে পুনঃস্বাগত জানাই। কেমন আছেন?
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



খুব সুন্দর!!
অনেক ভালোলাগা রইলো! :)




শুভেচ্ছা জানবেন ...

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৯

আহসান জামান বলেছেন:
ব্লগে স্বাগত জানাই, ভালো থাকবেন। ধন্যবাদ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো! :)

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৯

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:











আমাদের উদ্বাস্তচোখে ওড়ে কুয়াশাভোর।

দারুণ লাগল।
+++++

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২০

আহসান জামান বলেছেন:
কবিতা পাঠের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা রেখে গেলাম ।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২০

আহসান জামান বলেছেন:
মুগ্ধতা মামুন রশিদ, ভালো থাকবেন প্রতিদিন।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ভালো লাগা

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২১

আহসান জামান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই, ভালো থাকবেন।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: চলো যাই; একদিন সময় করে হেঁটে আসি

চলো যাই; তেপান্তরের দিগন্তছোঁয়া পথের গায়ে

চলো যাই; আনন্দরোদ্দুর মেখে কোনো উল্লাসের হাটে

জীবন আমাদের সুযোগ দিতে চায় না !
চমৎকার লিখেছেন ! মুগ্ধপাঠ !!

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৪

আহসান জামান বলেছেন:
কবিতা পাঠের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আনন্দরোদ্দুরে যেতে পারলে ভালো হত :)

দারুন।

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.