নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান জামানের কবিতা

আহসান জামান

আহসান জামান

মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান

আহসান জামান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১

কে না চায়! এমন দুঃসাহস আমারও হয়

ইচ্ছে করে স্বপ্ন আঁকি; এই বুঝি জিতে গেলাম;

পেয়ে গেলাম আকাশকুসুম ছোঁয়া

গর্বিত চরণে হেঁটে বেড়াই একা

এ-ঘর ও-ঘর যাই।



বিষণ্ণ কষ্টের ভাঁজ খুলে

বিকেলের তামাটে আলোর হাসি; আর

কিনে ফেলি সুখের আড়ত। পাখির

পালকের মতো একজোড়া নরোম ঠোঁট, পরম স্নেহে

চুষে নেয় পৃথিবীর বিষণ্ণতা - মুহূর্তেই।



ক্রমে আলো, ক্রমে শীতল বাতাস

তুমি নিসর্গের অজস্র সুন্দর;

প্রজাপতির মতো তুলে নাও অদৃষ্টের দুঃখতাপ।

আমার উঠোনে হিরন্ময় রোদ্দুর

কী অবলীলায় খেলা করে; শিশুদের পায়ের শব্দে বাজে মাদল।



স্বপ্নের ভিতর আনন্দ, আনন্দের ভিতর দুঃখ

ক্রমশ নুঁয়ে আসে চারিদিক - এতো কোলাহল,

এতো চিৎকার; সবাই যেনো টেনে ধরে

দুঃসাহসের এহাত।



সুখী হও; সোনালী জরির প্রজাপতি তুমি।



মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২

মামুন রশিদ বলেছেন: বাহ্! খুব সুন্দর ।

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ দূর্জয়। প্রিয় কবি ভালো থাকবেন।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার বরাবর

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আহসান জামান বলেছেন:
আহা! কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কোথায় ছিলেন, কেমন আছেন?

৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:




সুখী হও; সোনালী জরির প্রজাপতি তুমি।


দুর্দান্ত!!!
+++

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ শোভন, ভালো থাকবেন।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪

চন্দ্রাহত বালক বলেছেন: সুখী হও; সোনালী জরির প্রজাপতি তুমি +++++

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ বালক ভাই, ভালো থাকবেন।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: -----------
সুখী হও; সোনালী জরির প্রজাপতি তুমি।
++++

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আহসান জামান বলেছেন:
শুভেচ্ছা কবি।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২২

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৪

আহসান জামান বলেছেন:
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩

সায়েম মুন বলেছেন: খুব সুন্দর!

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৪

আহসান জামান বলেছেন:
স্নিগ্ধতা, কবি। ভালো থাকবেন।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
স্নিগ্ধপাঠ।

শুভেচ্ছা কবি।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০০

আহসান জামান বলেছেন:
কবি, আপনাকেও অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.