![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
তোমার মনঘরে আমার নিবাস নিলামে
নিয়ে গেলো অই বিস্বাদের রথ। দূর অন্ধকার;
ট্রেনের হুইসেলের সাঁনাই ছিঁড়ে আরো দূরে
নদী-পথ-ঘাট বিল-ঝিল জুড়ে
সন্ধ্যা নেমেছে এখন।
ইথারে গেঁথে আছে শব্দের অতীতকাহন
আমি হয়রানি হাওয়ার দোলায় ভাসি
পতঙ্গের সাথে বাঁধি; বান্ধবসেতু।
অমাধরা রাত; আঁধারের পাহাড় করি জয়
মেঘেরা উড়ে যায় না-ছোঁয়া স্বপ্নপরীর দেশে;
ঘোড়ার খুঁরে আঁকা নক্সী নগর। দেহে নামে
ক্লান্তির চাষাবাদ, ছুটির ডাহুক ডেকেছে কেবল
কালঘড়ির কাঁটায় নামে হিমস্নান; স্তব্ধতার বাঁশি।
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৯
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ শায়মা, ভালো থাকবেন।
২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
বোধহীন স্বপ্ন বলেছেন:
ভালো লেগেছে । যতিচিহ্নের খানাখন্দের ভিতর একটু যেন হোচট খাচ্ছিলাম ।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২২
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
এহসান সাবির বলেছেন: ভালো লাগল।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২২
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ব্লগে স্বাগত।
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ইথারে গেঁথে আছে শব্দের অতীতকাহন
আমি হয়রানি হাওয়ার দোলায় ভাসি
পতঙ্গের সাথে বাঁধি; বান্ধবসেতু।
সুন্দর!
ভাল লাগল ভীষণ!
++++
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৩
আহসান জামান বলেছেন:
স্নিগ্ধতা, ভালো থাকবেন।
৫| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪
আহসান জামান বলেছেন:
কবিতা পাঠের জন্য শুভেচ্ছা, ভালো থাকবেন কবি।
৬| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
বোকামন বলেছেন:
যায় না-ছোঁয়া স্বপ্নপরীর দেশে;
ঘোড়ার খুঁরে আঁকা নক্সী নগর।
ভালো লাগলো
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৫
আহসান জামান বলেছেন:
কেমন আছেন?
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৭| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
ধূর্ত উঁই বলেছেন: ভাল লেগেছে ।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৫
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ব্লগে স্বাগত জানাই।
৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪
মুনসী১৬১২ বলেছেন: ঘোর ঘোর ভীষণ ঘোর
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১০
আহসান জামান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মুনসী, ভালো থাকবেন সারাক্ষণ।
৯| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অমাধরা রাত; আঁধারের পাহাড় করি জয়
অমাধরা রাত; আঁধারের পাহাড় করি জয়
শব্দের অতীতকাহন এবং অমাধরা রাত এই শব্দ যুগল ভাবনার আগুন ছলকে দ্যায় কবি।
শুভেচ্ছা।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
আহসান জামান বলেছেন:
বিনীত শ্রদ্ধা কবি, ভালো থাকবেন।
১০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৭
শায়মা বলেছেন: সুন্দর!