![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
যাকিছু ছুঁয়ে যাই, মৃত বটপাতা;
স্বেচ্ছায় খসে পড়ে একা; তাদের
কান্নার স্বর বাজে র্নিজন বেদনায়।
যেখানেই চোখ রাখি, পোড়া ছাই;
ভূতুমের চোখে ভাসে দীর্ঘদুপুর;
শ্রান্ত নূপুর পায়ে হেঁটে, হারায়; দূরে।
যেখানেই হাত রাখি, ছিঁড়ে যায় রাঁখি;
বিচ্ছেদের ডানা ওড়ে, হারায়; রক্তের গাঢ় রঙ।
আর বন্ধন ছিঁড়ে হাওয়ার ইথারে ভেসে আসে
বাঁশের শীর্ণ সেতুর হাহাকার; ম্রীয়মান নদী।
আমাদের বেঁচে থাকা, আখ্ঙাকার দাবিদাবা;
আশার দু'চোখে জ্বলে, নিয়ত একা।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০০
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ আমিন ভাই; কবিতাটা আর কেউ পড়ে নি ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
যেখানেই চোখ রাখি, পোড়া ছাই;
ভূতুমের চোখে ভাসে দীর্ঘদুপুর;
শ্রান্ত নূপুর পায়ে হেঁটে, হারায়; দূরে।
খুব ভালো লাগলো।
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি; আমাকে খুঁজে, পড়ার জন্য। ভালো থাকবেন নিয়ত।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০১
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই, ভালো থাকবেন।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আশার দু'চোখে জ্বলে, নিয়ত একা।
আশার দু'চোখে জ্বলে, নিয়ত একা।
সুখপাঠ কবি।
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৭
আহসান জামান বলেছেন:
স্নিগ্ধ অনূভুতি, ভালো থাকবেন কবি।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭
আহসান জামান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪
সায়েম মুন বলেছেন: সুখপাঠ্য কবিতা!
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৫
আহসান জামান বলেছেন:
শুভেচ্ছা কবি।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের বেঁচে থাকা, আখ্ঙাকার দাবিদাবা;
আশার দু'চোখে জ্বলে, নিয়ত একা।
হার্ট টাচিং
সুন্দর
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
ধূর্ত উঁই বলেছেন: চমৎকার
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ ধূর্ত উঁই, ব্লগে স্বাগত জানাই। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
আমিনুর রহমান বলেছেন:
অসম্ভব ভালো হয়েছে ...
যেখানেই হাত রাখি, ছিঁড়ে যায় রাঁখি;
বিচ্ছেদের ডানা ওড়ে, হারায়; রক্তের গাঢ় রঙ।
আর বন্ধন ছিঁড়ে হাওয়ার ইথারে ভেসে আসে
বাঁশের শীর্ণ সেতুর হাহাকার; ম্রীয়মান নদী।