![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
ফেরার পথে, আড়চোখে দেখি;
কে কোথায়? সান্ধ্যধূপ ধোঁয়ার ভিতর
উলু দেয় স্মৃতির শঙ্খে;
মাদল বাজে, নুপূরের উমতাপে জাগে
পুরাণ মৃত্তিকার সোঁদাগন্ধ।
কে করেছে মনে আমার
পাখিদের কূজন বিহানে একা;
শ্রান্ত চরণে ব্যাথার কষ্টকাহন।
তুমি কী বদলে যেতে যেতে ভুলে গেছো
আমার ধরন; লাঙ্গলের ধাঁরালো ধাতবে ছিঁড়ে
যে মাটি খুলেছে দেহভাঁজ;
কে তারে করে নির্মাণ, রাখে শীতল হাত;
মৃণালে জাগে বোধপাখি; অন্ধকার রাত্রি, একা।
আমার কান্নার অনুকরণ শিখছে কেউ; তুমুল উদ্দীপনায়।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
আহসান জামান বলেছেন:
হুম, হতে পারে।
ধন্যবাদ কবিতা পড়ার জন্য, ভালো থাকবেন কবি।
২| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
সায়েম মুন বলেছেন: আমার কান্নার অনুকরণ শিখছে কেউ; তুমুল উদ্দীপনায়।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, ভালো থাকবেন সারাক্ষণ।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ , শিরোনাম টা বোধহয় অনেক দিন মাথায় থাকবে !
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
আহসান জামান বলেছেন:
মাথায় থাকুক! কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সারাদিন।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আয়নার ওপারে তবে কেউ না কেউ থাকে!
সুখপাঠ কবি।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তুমি কি বদলে যেতে যেতে ভুলে গেছো
আমার ধরন; লাঙ্গলের ধারালো ধাতবে ছিঁড়ে
যে মাটি খুলেছে দেহভাঁজ;
কে তারে করে নির্মাণ, রাখে শীতল হাত;
মৃণালে জাগে বোধপাখি; অন্ধকার রাত্রই একা।
অসাধারণ কবিতা এবং পাঠে মুগ্ধতা।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
আহসান জামান বলেছেন:
গভীর পাঠের জন্য শুভেচ্ছা, ভালো থাকবেন।
৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
মুনসী১৬১২ বলেছেন: কবি মুগ্ধ বরাবর .. তবে এটা অনন্য
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬
আহসান জামান বলেছেন:
আপনাদের পাঠ আমার একমাত্র প্রেরণা । ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: আমার কান্নার অনুকরণ শিখছে কেউ; তুমুল উদ্দীপনায়।
হতে পারে।